• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাগারে শিক্ষক
আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি রোহিঙ্গা শিবিরে
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।  মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে সংঘটিত গণহত্যার বিষয়ে তিনি কথা বলেন।  এরপর ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন ১৫ সদস্যের প্রতিনিধি দল। এর আগে, সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। একইদিন দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির এই প্রধান কৌঁসুলি।  রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কি না, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে। রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে একটি সমঝোতা সই করেছে আন্তর্জাতিক এই আদালত। তবে রোম সনদে সই করেনি মিয়ানমার। আরটিভি/এমকে-টি
নাফ নদীতে মিলল ২৫ কেজি ওজনের কোরাল মাছ
কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ৩
সেন্টমার্টিনে পর্যটন সীমিত করার প্রতিবাদে কক্সবাজারে সড়ক অবরোধ
সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস গ্রেপ্তার
টেকনাফে ১ লাখ ইয়াবাসহ আটক ২
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। আটককৃতরা হলেন- মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থানার নাগপুরা এলাকার সাব্বির আহমদের ছেলে মো. রফিক মিয়া (৪২) ও আব্দুল হাকিমের ছেলে মো. রুহুল আমিন (২৫)। এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সোমবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শ্মশানঘাট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান টেকনাফে ঢুকবে, এমন খবরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে একটি ব্যাগসহ দুই ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে বিজিবির সদস্যরা দুজনকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ দিকে ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে পাচারকালে পৃথক অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। এ নিয়ে লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর উনচিপ্রাং পয়েন্ট দিয়ে মিয়ানমারের দিক থেকে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো অন্ধকারের ভেতর দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাচারকারীদের ফেলে যাওয়া গেঞ্জি মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে পোটলাটি খুলে পাওয়া যায় ৫০ হাজার ইয়াবা। বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, ইয়াবাসহ আটক দুই ব্যক্তি মিয়ানমারের নাগরিক। তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে পাচারকারীদের ফেলে যাওয়া জব্দকৃত ইয়াবাগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে মজুদ রাখা হয়েছে। আরটিভি/এমকে
কক্সবাজারে অস্ত্রসহ দম্পতি গ্রেপ্তার
কক্সবাজারের ছয় নম্বর জেটিঘাট থেকে ৪টি দেশীয় তৈরি অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের এসপি মো. রহমত উল্লাহ। গ্রেপ্তারকৃতরা হলেন দেলোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী খুরশীদা আক্তার (২৬)। তাদের উভয়ের বাড়ি টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ায়। পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে শহরের ছয় নম্বর জেটিঘাট পন্টুন থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি চালিয়ে ৪টি অস্ত্র উদ্ধার করা হয়। তারা মহেশখালী থেকে স্পিডবোট নিয়ে এসে পন্টুনে অবস্থান নিয়েছিল।  তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসপি। আরটিভি/এমকে-টি
কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ল
ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের সময় বাড়ানো হয়েছে কক্সবাজার বিমানবন্দরে।  রোববার (২৭ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মুর্তুজা। তিনি বলেন, এতদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিমানবন্দরে বিমান উড্ডয়ন এবং অবতরণ করলেও রোববার থেকে বাড়িয়ে রাত সোয়া ১০টা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়েছে।   গোলাম মুর্তুজা বলেন, এখন থেকে রাজধানী ঢাকাসহ দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটক ও ব্যবসায়ীরা সকালে কক্সবাজারে গিয়ে রাতে ফিরতে পারবেন। বর্ধিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে রাত সোয়া ৮টায় প্রথম ফ্লাইট এবং রাত সোয়া ১০টায় দ্বিতীয় ফ্লাইট কক্সবাজার বিমানবন্দর থেকে ছাড়ার কথা রয়েছে। তিনি আরও বলেন, এ উদ্যোগের ফলে স্থানীয় পর্যটন খাত ও ব্যবসা-বাণিজ্য সমৃদ্ধ হবে। এর ফলে কক্সবাজারের সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে। ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন বিষয়ে গোলাম মুর্তুজা বলেন, রোববার নতুন সময়সূচি অনুযায়ী প্রথম দিনে পূর্বে চাইতে দুটি নতুন ফ্লাইট যুক্ত হয়েছে। ফলে কক্সবাজার থেকে ১৬টি ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করার সময়সূচি নির্ধারিত রয়েছে। এ পদক্ষেপে কক্সবাজারের পর্যটন শিল্পের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও দারুণ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।   কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়, এর আগে শনিবার পর্যন্ত প্রতিদিন গড়ে উঠানামা করেছে ১৬ থেকে ১৭টি ফ্লাইট। সেই সংখ্যা আজ থেকে পর্যায়ক্রমে বাড়বে। এতে এয়ারলাইন্স ব্যবসার সঙ্গে জড়িতরা যেমন লাভবান হবে, তেমন যাত্রীরাও উপকৃত হবেন। আরটিভি/এমকে-টি
সৈকতে ভেসে এলো নিখোঁজ তরুণের মরদেহ
কক্সবাজার সমুদ্র সৈকতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ মুহাম্মদ সায়মন (২০) মারা গেছেন। রোববার (২০ অক্টোবর) বিকেলে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি এলাকা থেকে নিখোঁজ ওই তরুণের মরদেহ ভেসে আসে কলাতলী পয়েন্টে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম। নিহত সায়মন উখিয়া উপজেলার পালংখালীর নলবনিয়া এলাকার শাহ আলমের ছেলে। কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, বিকেলে এলাকার তিন বন্ধু মিলে সৈকতে বেড়াতে আসেন সায়মন। তারা সুগন্ধা বিচ এলাকার একপাশে গোসলে নামেন। তারা একটি বড় টায়ার টিউবে ঢেউ পাড়ি দিচ্ছিলেন। পানির সঙ্গে খেলতে গিয়ে সায়মন হঠাৎ টিউব ছেড়ে দেন। অন্য দুই বন্ধু ভেবেছিলেন সায়মন তীরে উঠে গেছেন। তিনি আরও বলেন, বেশ কিছুক্ষণ গোসল সেরে তীরে এসে তারা সায়মনের জন্য অপেক্ষা করেন। পরে না পেয়ে লাইফ গার্ড কর্মীদের বিষয়টি জানান। এরপরই পুরো সুগন্ধা পয়েন্টে নানাভাবে তল্লাশি চালিয়েও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যার আগে কলাতলী পয়েন্টে পানিতে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুহাম্মদ আশিকুর রহমান বলেন, সন্ধ্যার পর এক তরুণকে সৈকত এলাকার পানি থেকে উদ্ধার করে আনা হয়। হাসপাতালে আনার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। আরটিভি/এমকে
সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থী, অতঃপর...
কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ প্রান্ত দেব প্রবালের মরদেহ উদ্ধার করা হয়েছে।  সোমবার (১৪ অক্টোবর) ভোরে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।  নিখোঁজ শিক্ষার্থী কক্সবাজার ঈদগাঁও এলাকার পলাশ দেবের ছেলে। সে নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। জানা যায়, রোববার সন্ধ্যার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী বলেন, ‘প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বর পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’ এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসকের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন বলেন, ‘প্রতিমা বিসর্জনের সময় এক দর্শনার্থী নিখোঁজের কয়েক ঘণ্টা পর সৈকতের কবিতা চত্বরে জোয়ারে ভেসে আসেন। জেলেরা দেখতে পেয়ে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’  আরটিভি/এমকে/এসএ
কক্সবাজারে আ.লীগের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহিংসতার অভিযোগে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি রেকর্ড করা হয়। শুক্রবার (১১ অক্টোবর) থানা সূত্রে জানা গেছে, শাহেদ বাবু নামে রামু উপজেলার মিঠাছড়ি এলাকার এক যুবক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। তিনি ছাত্রদের পক্ষ হয়ে এ মামলা করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাতীয় সংসদের আওয়ামী লীগ দলীয় সাবেক হুইপ ও কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের সদ্য অপসারিত চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসেন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেটের সৈয়দ রেজাউর রহমান রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সাবেক ছাত্রলীগ নেতা মুনাফ সিকদারসহ ৭৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। যদিও কক্সবাজার সদর থানার ওসি ফয়জুল আজিম নোমান মামলা রেকর্ড হওয়ার বিষয়টি স্বীকার করেননি। তবে থানার একাধিক সূত্র নিশ্চিত করেছে মামলাটি বৃহস্পতিবার রাতেই রেকর্ড করা হয়েছে। কক্সবাজার থানার যার মামলা নম্বর ৩০/২০২৪, জি আর নম্বর ৬৬৫। এ দিকে ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। তার দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও রয়েছেন আত্মগোপনে। সরকার পতনের দুই মাস অতিবাহিত হলেও এখনও হামলা আর গ্রেপ্তার আতঙ্কে রয়েছেন তারা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর দলের সব পর্যায়ের নেতাকর্মী আত্মগোপনে চলে যান। আত্মগোপনে থাকা অবস্থায় অনেকেই দেশ ছাড়েন। এখনও অনেকেই চেষ্টায় আছেন দেশ ছাড়ার। আওয়ামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি হতাশা বাড়ছে। দুই মাস ধরে আত্মগোপনে থাকার পর আরও কতদিন এভাবে থাকতে হবে তা নিয়েও তাদের ভাবতে হচ্ছে। তাছাড়া বেশি দিন লুকিয়ে থাকাও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর গ্রেপ্তার অভিযানও জোরদার রয়েছে। আরটিভি/এমকে/এআর