কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগরের কাহাতিয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।।
নিহত দুজন হলেন—রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫) ও আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী গণমাধ্যমকে বলেন, ঈদগাঁও বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। তারা রেললাইন পার হতে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান।
আরটিভি/এএএ/এআর