• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সেন্টমার্টিনে যাত্রীবাহী নৌযান চলবে কোস্টগার্ডের পাহারায়, টহল জোরদার 
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল শুরু
দুদিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে জরুরি খাদ্যপণ্য ও সেন্টমার্টিনের কিছু বাসিন্দাকে নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা দেয় দুটি ট্রলার। টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইনে সংঘাতের কারণে পরিস্থিতি বুঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ রাখতে বলা হয়েছিল। এখন সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মিয়ানমারের গোলাচর এলাকা এড়িয়ে জোয়ারের সময় বাংলাদেশ অংশ দিয়ে ট্রলার চলাচল করছে। আজও দুটি ট্রলার খাদ্যপণ্যসহ কিছু যাত্রী নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনে গেছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, নিরাপত্তার কথা বিবেচনা করে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলার চলাচল বন্ধ রাখার জন্য বলা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জরুরি খাদ্যপণ্যসহ দ্বীপের বাসিন্দারা সেন্টমার্টিন যেতে পারবেন। তিনি আরও বলেন, জোয়ারের সময় বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে তারা আসা-যাওয়া করবেন। তবে মিয়ানমারের সীমান্তে কোনো ট্রলার না যাওয়ার জন্য বলা হয়েছে।
টেকনাফ-সেন্টমার্টিন রুটে ট্রলার চলাচল বন্ধ
মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, টেকনাফে আতঙ্ক
বাড়ি ফিরেছেন টেকনাফে অপহৃত দুই কৃষক
টেকনাফে অস্ত্রের মুখে দুই কৃষককে অপহরণ, গুলিবিদ্ধ ৩
টেকনাফ সৈকতে ভেসে এল নিখোঁজ জেলের মরদেহ
কক্সবাজারের টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজের ১৯ ঘণ্টা পর জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।   রোববার (১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয় উদ্ধার জেলে হেলাল উদ্দিন (২৭) সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। সাবরাং ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।   নৌকার মালিক এনাম উল্লাহ বলেন, শনিবার সকালে তার মালিকানাধীন টানা জালের একটি নৌকা নিয়ে দুই জেলে সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে বড় একটি ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে এক জেলে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা সাগরের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি। রোববার সকালে সমুদ্র সৈকতে লাশটি ভেসে আসে।  স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, সাগরে নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য কোস্টগার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও চেষ্টা করেছি সারা রাত। রোববার ভোর ৬টার দিকে পশ্চিম পাড়া সমুদ্র সৈকতে ভেসে আসে নিখোঁজ জেলের মরদেহ। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।   টেকনাফ শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আজাহরুল ইসলাম জানান, টেকনাফ উপকূলে মাছ ধরার সময় নৌকা উল্টে নিখোঁজ জেলের মরদেহটি সকালে পশ্চিম পাড়া সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয়েছে।   তিনি আরও জানান, মৃত জেলে পরিবার ও স্বজনদের কারও বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ/এআর   
টেকনাফে হাইওয়েতে কারারক্ষীর গাড়িতে হামলা
কক্সবাজারের টেকনাফগামী একটি কারারক্ষীর গাড়িতে হামলা করে ডাকাত কামাল হোসেনকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় শহিদুল ইসলাম নামে এক কারারক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কক্সবাজারের উখিয়া হাইওয়ে সড়কের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি আরিফ হোসেন। স্থানীয়রা জানান, কক্সবাজার জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া ৩ রোহিঙ্গাকে কারারক্ষীদের জিম্মায় টেকনাফ মোচনী এপিবিএন ক্যাম্পে হস্তান্তরে নিয়ে যাওয়ার সময় কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে মাস্টার মুন্না গ্রুপের লোকজন কারারক্ষীর গাড়িতে হামলা চালায়। গাড়িতে থাকা টেকনাফের মোচনী ক্যাম্পের অন্যতম সন্ত্রাসী ডাকাত কামালকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় শহিদুল ইসলাম নামক এক কারারক্ষী ও গাড়ি চালক আহত হয়েছেন। পরে খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে উখিয়া থানার ওসি আরিফ হোসেন বলেন, ‘এ ঘটনায় কক্সবাজার জেলা কারারক্ষীর পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।’ আরটিভি/এমকে
ফের মিয়ানমারের বোমায় কাঁপছে টেকনাফ সীমান্ত
কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফ বরাবর মিয়ানমারের রাখাইনে কয়েক দিন পরে ফের বোমা বিস্ফোরণে কেঁপে উঠেছে সীমান্ত শহর টেকনাফ ও আশপাশের এলাকা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে। নাফ নদীর ওপারে টেকনাফ সীমান্তের পূর্বে টেকনাফ থেকে প্রায় ৩০ কিলোমিটার ও হ্নীলা থেকে ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে ভেসে আসছে বড় বড় বোমার বিকট শব্দ। বিস্ফোরণের শব্দে সীমান্ত পাড়ের বাসিন্দাদের মাঝে আবারও নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে টেকনাফের পৌরসভা, সাবরাং, হ্নীলা, হোয়াইক্যং, ইউনিয়নের বিভিন্ন এলাকার ওপার সীমান্ত থেকে ভেসে আসছে বিস্ফোরণের বড় বড় শব্দ।  সীমান্তের একাধিক লোকজন বলছে, কয়েক দিন বন্ধের পরে বড় ধরনের বিস্ফোরণের বিকট শব্দে কাঁপছে টেকনাফ।  তারা আরও বলেন, মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে দিয়ে গুলাগুলির শব্দ বিকট শুনছি। কিছু দিন বিরতির পর হঠাৎ করে আবারও ৫-১০ মিনিট পরপর বড় বড় বিস্ফোরণের বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে। ফলে ঘরের দরজা-জানালাগুলো থরথর করে কেঁপে উঠেছে। হ্নীলা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার পর থেকে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যাচ্ছে। আমার বাড়িও একদম সীমান্তের কাছে বাড়িঘর থর থর করে কেঁপে উঠছে, ছেলে-মেয়েরা পড়ার টেবিল থেকে থমকে উঠলো, সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সতর্ক অবস্থানে সীমান্তে কড়া পাহারায় রয়েছে জানিয়ে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নেজামী বলেন, বিকট শব্দ আমিও শুনেছি। মিয়ানমারে সংঘাত বেড়ে যাওয়ারও ধারণা করেন তিনি। আরটিভি/এএএ/এস
সমুদ্র সৈকতে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে সাগরে গোসলে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর মাদরাসা পড়ুয়া দুই শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৩ শিশুর মরদেহ উদ্ধার করে হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সৈকতের সাগর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। উদ্ধারকৃতরা হলো, টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) এবং একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)। এর আগে ঘটনার পরপরই উদ্ধার করা হয়েছিল একই এলাকার আবুল কালামের ছেলে নুর কামালকে (১০)। তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়াস্থ আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল। রোববার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার এক পর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়।   এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল অপর দুই শিশু। মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর অন্ধকারের কারণে অভিযান চালানো সম্ভব না হলেও স্বজনরা সন্ধান কাজ অব্যাহত রাখে। স্বজনদের বরাতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, এক পর্যায়ে সোমবার ভোরে টেকনাফ সদরের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে স্বজনরা। বিষয়টি স্বজনরা পুলিশকে অবহিত করে। নিহত শিশুদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। আরটিভি/এফআই/এস
সাগরে গোসল করতে নেমে নিহত ১, নিখোঁজ ২
কক্সবাজারে টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে মাদরাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে দুই শিশু। রোববার (২৪ নভেম্বর) দুপুরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বিচ পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। মৃত উদ্ধার নুর কামাল (১০) টেকনাফ সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার সাদ্দাম হোসেনের ছেলে। নিখোঁজরা হলো, একই এলাকার কোরবান আলীর ছেলে মোহাম্মদ বাবুল (১০) ও মো. নজির আহমদের ছেলে মনজুরুল ইসলাম (১২)। স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার বেলা ১২টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০ থেকে ১৫ জন শিশু মিলে খেলতে যায়। খেলাধুলার একপর্যায়ে তারা সাগরে গোসলে নামে। এতে স্রোতের টানে তিন শিশু ভেসে যায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে একটি শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনায় নিখোঁজ রয়েছে অপর দুই শিশু। ওসি বলেন, ঘটনার খবর শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। ঘটনার ব্যাপারে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেওয়া হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। মৃত উদ্ধার শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান গিয়াস উদ্দিন। আরটিভি/এমকে-টি
টেকনাফে পৃথক গোলাগুলির ঘটনায় নিহত ১, আহত ৫
টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার ও নয়াপাড়া নিবন্ধিত শিবিরে পৃথক গোলাগুলির ঘটনায় হোয়াইক্যং নয়াবাজার গ্রামে আব্দুর সালামের ছেলে আব্দুর রহমান (২২) নিহত হয়েছেন। এছাড়া হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা নিবন্ধিত শিবিরে ডাকাত দলের গুলিতে ৪ জন নারী ও ১ জন পুরুষ আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নয়াবাজার ও নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই মো. মোজাহারুল ইসলাম ও স্থানীয়রা বলেন, হাবিবুল্লাহ গ্রুপের সঙ্গে জাহেদ গ্রুপের অস্ত্র ও মাদক সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গোলাগুলিতে জাহিদ গ্রুপের গুলিতে আব্দুর রহমান মারা যান। তাকে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, একই রাতে পাহাড়ি একদল সশস্ত্র গোষ্ঠী ডাকাতি ও অপহরণের উদ্দেশ্যে নিবন্ধিত শিবিরে হানা দেয়। এতে ডাক চিৎকার করলে গুলি চালায় ডাকাত দল। তাদের গুলিতে ৪ জন নারী ও ১ জন পুরুষ গুলিবিদ্ধ হয়। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। টেকনাফ ১৬ এপিবিএন অধিনায়ক কাউসার সিকদার জানান, নিবন্ধিত শিবিরে সেনোয়ারার বসতঘরে ডাকাত শফি গ্রুপের সঙ্গে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে এলোপাতাড়ি গুলি করলে নারী-পুরুষসহ ৪ জন আহত হন। খবর পেয়ে এপিবিএন’র একটি দল ঘটনাস্থলে গেলে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।  আরটিভি/এমএ