• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা
আরটিভিতে সংবাদ প্রকাশের পর / ফেনীর মহিপাল বাস টার্মিনালের কাজ শুরু
বিশ বছরের দুর্ভোগের অবসান হতে চলছে। ফেনীর মহিপাল বাস টার্মিনালে দুর্ভোগ ও দুর্গতির শেষ নেই। জায়গা নিয়ে টানা হেছড়া, নানা বিতর্কের মাঝে ফেনী পৌরসভা শুধুমাত্র টেন্ডার ইজারা দিয়ে থাকে। কোন প্রকার উন্নয়ন ছাড়া কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের কারণে গত বিশ বছর যাবত উন্নয়নের ছোঁয়া লাগেনি এ টার্মিনালে। একহাঁটু পানি ময়লা আবর্জনার স্তূপে তলিয়ে থাকে সারা বছর। কয়েকশ’ গাড়ি দাঁড়িয়ে থাকে মহাসড়কের ওপর। ফলে যানজটে নাকাল অবস্থায় ট্রাফিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এক রকম নাজুক অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন গাড়ির মালিক ও শ্রমিক গ্রুপের লোকজন। ভুক্তভোগীরা মামলা-হামলার ভয়ে কোন প্রতিবাদ করে না। বিষয়টি নিইয়ে সরেজমিনে প্রতিবেদন পাঠান এ প্রতিনিধি। সম্প্রতি মহিপাল বাস টার্মিনালের দুর্ভোগ নিয়ে প্রকাশিত সংবাদ পৌর কতৃপক্ষের নজরে আসে। পৌর প্রশাসকও ডিডিএলজি, আব্দুল বাতেন, পৌরসভার সচিব আবুজর গিফারি সহসাই ব্যবস্থা নিবেন বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেন। তারই প্রেক্ষিতে গত তিনদিন থেকে উন্নয়নের কাজ শুরু হয়েছে। এতে মালিকও শ্রমিক গ্রুপের লোকজন বেশ খুশি। তারা দ্রুত এ ভোগান্তির নিরসন চান। 
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, ৭ বছর পর মামলা
ভারতীয় পণ্য বর্জনের ডাক হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় ৭ বছর পর মামলা
দেশ রূপান্তরের সাংবাদিক আবুল হোসেন গ্রেপ্তার
হাইকমিশনে হামলার প্রতিবাদে বিলোনিয়া সীমান্তে ছাত্র-জনতার বিক্ষোভ
ভারতের আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ফেনীর বিলোনীয়া স্থলবন্দর এলাকায় এসে বাংলাদেশ বিরোধী স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। বুধবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফেনীর পরশুরামে অবস্থিত বিলোনিয়া স্থলবন্দরের সামনে জড়ো হয়ে সমাবেশ করে ফেনী জেলা ছাত্র-জনতা। বিজিবি ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কর্মসূচিতে শহীদ, আহত ও বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন জেলা সমন্বয়ক মোহাইমিন তাজিম, মো. ওমর ফারুক, মোহাম্মদ শাওন, ফুলগাজীর সমন্বয়ক আব্দুর রহিম বাবু, সোহাগ, সৌরভ হোসেন, আজিজুল্লাহ আহমদী, জাহাঙ্গীর আলম প্রমুখ। অপরদিকে সকাল থেকে বাংলাদেশের অংশে বিপুল পরিমাণ পুলিশ ও বিজিবি মোতায়ন করা হয়। ছাত্র জনতাকে তিনশো গজের সীমানার বাইরে কর্মসূচি পালন করার নির্দেশনা দেয় বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন- পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, পরশুরাম-ছাগলনাইয়ার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওয়ালী উল্লাহ, বিজিবি-৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম। সমাবেশে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে মেতেছে। তারা এরইমধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে হুমকি দিয়েছে। বাংলাদেশের ছাত্র জনতা এর দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত। এর আগে ভারতের আগরতলায় উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের নেতৃত্বে সহকারী হাই কমিশনারে হামলা ও গত রোববার সীমান্তবর্তী এলাকায় উচ্চস্বরে মাইক বাজিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয়। আরটিভি/এএএ 
ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ: আ.লীগ নেতা নুর আলম গ্রেপ্তার
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নুর আলমকে (৪৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুর আলম দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং এনায়েত নগর গ্রামের আজিজুল হক সরকারের ছেলে। র‌্যাব সূত্র জানায়, ফেনীর মহিপাল ফ্লাইওভারের নিচে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলছিল। কর্মসূচিতে ফেনী-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আবদুর রব নামের এক ব্যক্তি ভয়ে দৌড়ে মহিপাল পাসপোর্ট অফিসের দিকে চলে যান। একপর্যায়ে আসামিদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে আবদুর রবকে গুলি করে। তিনি আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে আসামিরা তাকে লাঠিসোঁটা, লোহার রড, রাইফেলের বাট দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ঘটনায় আবদুর রব বাদী হয়ে ফেনী মডেল থানায় ১৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ বিষয়ে ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ওই মামলার ৮৪ নম্বর আসামি নুর আলম। তাকে বিকেলে দাগনভূঞা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এমএ-টি  
ফেনীতে ছাত্র হত্যাচেষ্টা মামলা, গ্রেপ্তার ৪ 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনরত শিক্ষার্থীদের হত্যাচেষ্টা মামলার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ফেনী মডেল থানা থেকে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। বুধবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা। পুলিশ জানায়, আটককৃত আসামিরা হলেন- ফেনী পৌরসভা ১৩নং ওয়ার্ডের মৃত হাকিম মিয়ার ছেলে মো. শাহাবুদ্দিন (৬৬), ফেনী সদর উপজেলা শর্শদি ইউনিয়নের মৃত মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ ফারুক সোহাগ (২৯), লেমুয়া ইউনিয়নের মৃত নুরুল হুদার ছেলে মেহেদী হাসান রিংকু (২৮), সোনাগাজী থানার মৃত আবুল খায়ের ছেলে মোহাম্মদ মাহমুদুল হক (৫৪), এ বিষয়ে ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া ছাত্র হত্যা ও হত্যাচেষ্টা মামলায় জড়িতদের ব্যাপারে পুলিশের অভিযান চলমান রয়েছে। আরটিভি/এমকে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফেনীতে গ্রেপ্তার ৩
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গত ৪ আগষ্ট ফেনীর মহিপালে আন্দোলনরত ১২ শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ফেনী মডেল থানা থেকে ওই তিন আসামিকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আসামিরা হলেন সোনাগাজীর আমজাদ হোসেন (৩০), ছাগলনাইয়া পৌরসভার রিফাস উদ্দিন তাসিব (২১) এবং ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের আবুল খায়ের মিলন (৪২)। তাদের আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের ফেনী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। ছাত্র হত্যা মামলায় জড়িতদের আটকে পুলিশের অভিযান চলমান রয়েছে।   আরটিভি/এসএইচএম
খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে গরু লুট
ফেনী শহরতলীর পশ্চিম সিলোনিয়া কালিপাল এলাকায় এক খামার কর্মচারীকে কুপিয়ে হত্যা করে তিনটি গরু লুট করেছে ডাকাত দল। নিহত খামার কর্মচারীর নাম মো. ইয়াছিন সোহাগ (২১)। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। সোহাগ ময়মনসিংহ জেলার গৌরিপুর সাতুতী বড়বাড়ির আবদুস সামাদের ছেলে। তিনি গত ১৫ বছর ধরে ফেনী শহরতলীর কালিপালের ভূঞা ডেইরি ফার্মে কাজ করছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে সংঘবদ্ধ ডাকাত দল কালিপালের ভূঞা ডেইরি ফার্মে ঢুকে অস্ত্র তাক করে তিনটি গরু নিয়ে যায়। খামারের কর্মচারী সোহাগ তাদের হাত থেকে ছুটে পার্শ্ববর্তী মালিকের ঘরের সামনে গেলে সেখানে ডাকাত দলের দুই সদস্য তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। খামার মালিক মামুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে আকস্মিক চিৎকার শুনে ঘুম থেকে উঠি। পরে ঘরের সামনে সোহাগকে মুখোশ পরা দুইজন ডাকাত বিভৎসভাবে কুপিয়ে জখম করতে দেখেছি। ঘর থেকে বের হতে হতে একটি ট্রাকে অন্তত ১৫ জনের ডাকাত দল তিনটি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। মো. সাইফুল ইসলাম নামে আরেকজন বলেন, সোহাগ খুব সৎ ছেলে ছিল। গত ১৫ বছর ধরে একেবারে পরিবারের সদস্যের মতো হয়ে তিনি এ খামারে কাজ করছিলেন। ডাকাতরা বিভৎসভাবে কুপিয়ে তার শরীর থেকে নাক আলাদা করে ফেলেছে। লুট হওয়া তিনটি গরুর দাম আনুমানিক ৩ লাখ ৮০ হাজার টাকা হবে। আমরা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার চাই। এদিকে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বন্যা পরবর্তী মানুষ কর্মহীন হয়ে পড়ায় চুরি-ছিনতাই বেড়েছে। এসব রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি জনগণও যদি নিজ উদ্যোগে এলাকা ভিত্তিক পাহারাদার বসান তাহলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা যাবে। এ ঘটনায় আইনি বিষয়গুলো খতিয়ে দেখে চুরি নাকি ডাকাতির মামলা হবে তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা দেওয়া হবে। আরটিভি/এফআই
আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি! এই কথাটি ঠিক না। আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিনি। গণ্যমাধ্যমে বিষয়টা সঠিকভাবে আসেনি। আমরা বলেছি আওয়ামী লীগ রাজনৈতিক দল, নির্বাচন করবে কি করবে না, তা নির্ধারণ করবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কারা রাজনীতি করবে, কারা করবে না। আমরা সেখানে কিছু না। বুধবার (২০ নভেম্বর) দুপুরে ফেনীতে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফুলগাজী উপজেলা শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের দস্যুরা পালিয়েছে। দেশের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকার জঞ্জালগুলো পরিষ্কার করে একটা নির্বাচন দেবে। সেই নির্বাচনের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। নতুন সরকার কাজ শুরু করেছে, রাতারাতি সব সম্ভব না। আমরা বলেছি, নির্বাচনটা তাড়াতাড়ি করলে ভালো হয়। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কি না। এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, বিএনপি বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। প্রধান উপদেষ্টার বলা সেই বক্তব্যের জের ধরে মির্জা ফখরুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে।’ তিনি বলেন, ‘আমরা কখনোই কোনো দলকে নির্বাচন করতে মানা করিনি। কিন্তু যারা হত্যা করেছে, মানুষ খুন করেছে, অন্যায় করেছে, দেশের সম্পদ নষ্ট করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, তাদের অবশ্যই, হাসিনাসহ, সবাইকে এনে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে।’ মির্জা ফখরুল বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে রাজনীতি করতে দেবেন, কাকে দেবেন না।’ বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ইস্কান্দার মজুমদার বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, চট্টগ্রাম বিভাগের সংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব। সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী-১ আসনের নির্বাচনী সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। সদস্য সচিব মোহাম্মদ রবিনসহ এতে জাতীয় নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ জনের মাঝে ঢেউটিন ও ২০০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা। আরটিভি/এমকে-টি