• ঢাকা শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১
logo
ফেনীতে একসঙ্গে জুমা আদায় করলেন লক্ষাধিক মুসল্লি
ফেনীতে বিড়ালের র‌্যাম্প শো
ফেনীতে ব্যতিক্রমী বিড়াল প্রদর্শনী ও র‌্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফেনী অ্যানিমেল লাভার্সের উদ্যোগে শহরের মিডটাউন মিলনায়তনে এ আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বিড়ালের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশি-বিদেশি বিভিন্ন জাতের অর্ধশতাধিক বিড়াল প্রদর্শিত হয়। সৌন্দর্য নির্ধারণে ‘র‌্যাম্প শো’ প্রতিযোগিতায় নামানো হয় বিড়ালদের। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা জানান, প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা বাড়িয়েছে এই আয়োজন। এটা ফেনীর জন্য একটা মাইলফলক। ফেনী প্যাড ক্লিনিকের ভেটেরিনারি চিকিৎসক মো. ইব্রাহীম বলেন, ‘আয়োজনে অংশ নেওয়া কয়েকটি বিড়ালের চিকিৎসা দেওয়া হয়েছে। আমি অসুস্থ বিড়ালদের বিনামূল্যে চিকিৎসা দিতে চাই।’ এ বিষয়ে ফেনী অ্যানিমেল লাভার্সের সংগঠক সাইমুন ফারাবী বলেন, ‘এটি দ্বিতীয়বারের আয়োজন। দিনদিন মানুষের বিড়াল পালনের প্রবণতা বাড়ছে। প্রদর্শনীর মাধ্যমে মানুষ পোষাপ্রাণীর বিষয়ে জেনেছেন।’ আরটিভি/এমকে/এস
বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নির্মাণশ্রমিক নিহত
ফেনী পৌরসভার একটি কলোনিতে অগ্নিকাণ্ড  
মসজিদের স্ক্রিনে ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’
নানার বাড়িতে এসে গর্তে পড়ে প্রাণ গেল মাদরাসাছাত্রের
ফেনীতে আ. লীগ নেতা ও যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার বালিগাঁও থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এদিন সকালে শহরতলীর লালপুল থেকে সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সাজেদা আক্তার সাজুকে ও বুধবার রাতে সোনাগাজী উপজেলার চরগণেশ গ্রাম থেকে তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মো. ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়। ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজেদা ও ইব্রাহীমকে আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আবুল কালাম আজাদ আন্দোলনে হতাহতের মামলায় এজাহারনামীয় আসামি। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে। 
মাহফিল শেষে ফেরার পথে বাস উল্টে আহত ২০
ঢাকা থেকে মাহফিল শেষে ফেরার পথে ফেনীর ফুলগাজী আনন্দপুর নামক স্থানে সড়কে একটি বাস উল্টে গেছে। এ সময় বাসটি খাদে পড়ে আহত হয়েছেন প্রায় ২০ জন।  শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকার বাইতুল মোকাররম মসজিদ ময়দানের মাহফিল শেষে ফিরছিল বাসটি।  ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের বন্ধুয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ যাত্রী মারাত্মকভাবে আহত হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতাল ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আহত যাত্রীরা সবাই পশুরাম উপজেলার বাসিন্দা। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ পারভেজ জানান, ভোর রাত ৪টা ২০ মিনিটের দিকে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে পুলিশের গাড়িতে করে ১২-১৩ জনকে ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মারাত্মক আহত ৫-৭ জনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক কারও পরিচয় জানা সম্ভব হয়নি। আরটিভি/এএএ/এস
ফেনীতে শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু 
ফেনীতে শ্বশুরবাড়িতে সাবিনা ইয়াসমিন (৩৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার বিকেলে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের চোচনা এলাকার সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে। সোমবার (১৬ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা।   গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনের দাবি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সাবিনা। অন্যদিকে সাবিনার মায়ের দাবি তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।  নিহত সাবিনা ইয়াসমিন শর্শদির ছোচনা এলাকার সৌদি প্রবাসী মহসিন উল্লাহ মামুনের স্ত্রী। তিনি ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মো. আজমীরের মেয়ে।  এ বিষয়ে ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরটিভি/এমকে
ছাত্র হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাসির উদ্দিন অপুকে গ্রেপ্তার করা হয়েছে।  শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা। জানা যায়, সোনাগাজী পৌর যুবলীগ সভাপতি নাসির উদ্দিন অপু ওমরা পালন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। একইদিন সোনাগাজীর দক্ষিণ চর সাহাভিকারী এলাকার চাঁন মিয়ার দোকান থেকে সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল জলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।  আটক জলিল মতিগঞ্জ ভূমি অফিসের তালিকাভুক্ত দলিল লেখক ও ইসলামি ব্যাংক জমাদার বাজার এজেন্ট ব্যাংক শাখার কর্ণধার।  ২০২০ সাল পরবর্তী তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে ব্যবসা ও দলিল লেখকের কাজ করছিলেন বলে দাবি স্থানীয়দের। এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা দুইটি মামলায় নাসির উদ্দিন অপু এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায়ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে। এ ছাড়া আব্দুল জলিলকে আন্দোলনে হতাহতের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।  আরটিভি/এমকে
টাকা না পেয়ে শিশুকে হত্যা করে ভাইয়ের বন্ধুরা
ফেনীতে মুক্তিপণের ১২ লাখ টাকা না পেয়ে আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। তারা শিশু আহনাফের ভাইয়ের বন্ধু বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে আহনাফের মরদেহ উদ্ধার করা হয়।  শিশু আহনাফ ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে।   গ্রেপ্তাররা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০)।  বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, তৃতীয় শ্রেণি পড়ুয়া আহনাফ নাশিত গত ৮ ডিসেম্বর সহপাঠীদের সঙ্গে ফেনী শহরের আতিকুল আলম সড়কে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাসায় ফেরার পথে আহনাফ নাশিতের বড় ভাই নিশাতের বন্ধু তুষার তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে রাত বারোটার দিকে অজ্ঞাত নম্বর থেকে ভিকটিমের পিতা মাঈন উদ্দিনের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মাঈন উদ্দিনের কাছে একটি নম্বর থেকে ১২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন তিনি। পরে অন্যতম আসামি আশরাফ হোসেন তুষারকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে  বৃহস্পতিবার দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে আহনাফ নাশিতের মরদেহ উদ্ধার করা হয়।  ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা ও ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন। পরে আহনাফ নাশিতের বাবা মাঈন উদ্দিন সোহাগ ছেলের মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আরটিভি/এএএ
আরটিভিতে সংবাদ প্রকাশের পর / ফেনীর মহিপাল বাস টার্মিনালের কাজ শুরু
বিশ বছরের দুর্ভোগের অবসান হতে চলছে। ফেনীর মহিপাল বাস টার্মিনালে দুর্ভোগ ও দুর্গতির শেষ নেই। জায়গা নিয়ে টানা হেছড়া, নানা বিতর্কের মাঝে ফেনী পৌরসভা শুধুমাত্র টেন্ডার ইজারা দিয়ে থাকে। কোন প্রকার উন্নয়ন ছাড়া কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের কারণে গত বিশ বছর যাবত উন্নয়নের ছোঁয়া লাগেনি এ টার্মিনালে। একহাঁটু পানি ময়লা আবর্জনার স্তূপে তলিয়ে থাকে সারা বছর। কয়েকশ’ গাড়ি দাঁড়িয়ে থাকে মহাসড়কের ওপর। ফলে যানজটে নাকাল অবস্থায় ট্রাফিকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী। এক রকম নাজুক অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন গাড়ির মালিক ও শ্রমিক গ্রুপের লোকজন। ভুক্তভোগীরা মামলা-হামলার ভয়ে কোন প্রতিবাদ করে না। বিষয়টি নিইয়ে সরেজমিনে প্রতিবেদন পাঠান এ প্রতিনিধি। সম্প্রতি মহিপাল বাস টার্মিনালের দুর্ভোগ নিয়ে প্রকাশিত সংবাদ পৌর কতৃপক্ষের নজরে আসে। পৌর প্রশাসকও ডিডিএলজি, আব্দুল বাতেন, পৌরসভার সচিব আবুজর গিফারি সহসাই ব্যবস্থা নিবেন বলে গণমাধ্যমকে আশ্বস্ত করেন। তারই প্রেক্ষিতে গত তিনদিন থেকে উন্নয়নের কাজ শুরু হয়েছে। এতে মালিকও শ্রমিক গ্রুপের লোকজন বেশ খুশি। তারা দ্রুত এ ভোগান্তির নিরসন চান।