• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
ফেনী নদীতে মাছ শিকারে গিয়ে ২ কিশোর নিখোঁজ
আগস্টে চালু হচ্ছে রামগড় স্থলবন্দরে ইমিগ্রেশন কার্যক্রম: জিল্লুর রহমান
রামগড় স্থলবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরুর আগেই আগস্টে ইমিগ্রেশন কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী।  শুক্রবার (১২ জুলাই) সকালে রামগড় স্থলবন্দর পরিদর্শনকালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। জিল্লুর রহমান চৌধুরী বলেন, সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে অবকাঠামো উন্নয়নে বেশ কিছু নিয়ম রয়েছে। রামগড় স্থলবন্দরের অনেক উন্নয়ন কাজ করতে ভারত থেকে অনাপত্তি দিতে সময় নেওয়া হয়েছে। যার কারণে স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন কাজে বিলম্বিত হচ্ছে। এখন দুই দেশ বেশ কিছু ব্যাপারে সম্মত হওয়ায় দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে আগামী আগস্টে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল শেডের কার্যক্রম শুরু হবে। আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর লক্ষে কাজ চলমান।  এ সময় উপস্থিত ছিলেন- রামগড় স্থলবন্দর প্রকল্পের পরিচালক মো. সারোয়ার আলম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতা আফরিন ও বিজিবি রামগড় জোনের সহকারী পরিচালক রাজু আহমেদ প্রমুখ। 
রামগড়ে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মরিচের বস্তায় মিলল গাঁজা
রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু