• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল 
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে পৃথক এলাকায় পুকুরে ডুবে হাফসা আক্তার (৮) ও সোহাগ (২) নামে দুটি শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে হাফসা ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধার মানিক গ্রামে সোহাগ পানিতে ডুবে মারা যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবদুর সালাম সৌরভ দুপুরে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  নিহত হাফসা হামছাদী গ্রামের হোসেন আহম্মেদের মেয়ে ও সোহাগ আঁধার মানিক গ্রামের মো. সুমনের ছেলে। জানা গেছে, পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পুকুরে ডুবে পৃথক স্থানে শিশু সোহাগ ও হাফসার মৃত্যু হয়। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আব্দুর সালাম সৌরভ বলেন, ‘দুই শিশুকেই আমরা মৃত অবস্থাতেই পেয়েছি। পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।’ আরটিভি/এমকে-টি
সড়ক দুর্ঘটনায় বড় বোনের সামনেই ছোট বোনের মৃত্যু
লক্ষ্মীপুরে আন্দোলনে গুলি চালানো যুবলীগ নেতা গ্রেপ্তার 
ক্ষমা না চেয়ে আ.লীগ পুরো জাতিকে হুমকি দিচ্ছে: এ্যানি
লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার 
লক্ষ্মীপুরে বাসচাপায় শিশুর মৃত্যু 
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় আহনাফ হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।  নিহত শিশু আহনাফ সদর উপজেলার যাদৈয়া এলাকার সফিকুল আলমের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের জকসিন বাজারের কাচারী পোলের কাছে দুপুরে রাস্তা পার হচ্ছিল শিশু আহনাফ। এ সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা জোনাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশু আহনাফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। দুর্ঘটনার পরে উত্তোজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাংচুর করে। বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক মো. নুর মোহাম্মদ বলেন, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। যেহেতু এটি দুর্ঘটনা তাই পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়া শিশুটিকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।  উপ-পরিদর্শক মো. নুর মোহাম্মদ আরও বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।’ আরটিভি/এমকে/এআর
ষড়যন্ত্রের শিকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার: এ্যানি
অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে, কিন্তু তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। রোববার (১০ নভেম্বর) দুপুরে জুয়েলার্স ব্যবসায়ী হিরা লাল দেবনাথের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জেলা শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অল্প সময়ের জন্য ক্ষমতায় আছে। তারা দেশ পরিচালনা করতে যেখানেই যাচ্ছে, সেখানেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে। আইনশৃঙ্খলার অবনতি কীভাবে ঘটানো যায়, এর জন্য একটি চক্রান্ত, একটি গোষ্ঠী লেগে আছে। এরা তারাই যারা বিগত দিনে অত্যাচার-নির্যাতন, খুনের সঙ্গে জড়িত ছিল, ডাকাতি-সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। সেই চক্রই বিভিন্নভাবে আগেও যেমন হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছিল, এখনো সুযোগ বুঝে আঘাত করে আসছে। ওই আঘাত করে এ সরকারের বিরুদ্ধে দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগ আনার চেষ্টা করছে। সব ধর্মের মানুষ ও রাজনৈতিক দল সবাই মিলে আমরা একসঙ্গে মিলেমিশে আছি এবং থাকব। মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার ও স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন বাজুস নেতারা। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামে কাজির দিঘীরপাড় বাজারের স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান।  এ্যানি বলেন, অতীতে কারা হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল করেছে। তা বুঝতে কারও বাকি নেই। তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি, দেশে আছে। তারা ষড়যন্ত্রের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়কে আঘাত করছে। আর পার্শ্ববর্তী দেশকে বুঝাতে চায় যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপদ নয়। কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকজনই সব জায়গায় বক্তব্য দিচ্ছে ‘আমরা অতীতে যেভাবে অত্যাচারিত হয়েছি, এখন সেভাবে অত্যাচারিত হচ্ছি না’। আমাদের দায়িত্ব হলো ষড়যন্ত্রের বিরুদ্ধে আরও বেশি সজাগ থাকা। কারণ দেশটা আমাদের সবার। দেশটাকে আমাদেরকেই রক্ষা করতে হবে। জাতিকে রক্ষা করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সবাইকে একত্রিত করেছেন এবং চেষ্টা করেছেন। সকল রাজনৈতিকদলসহ আমরা সবাই মিলে ছাত্র-জনতার আন্দোলন তৈরি করেছি। এ আন্দোলনের ধারাবাহিকতা আমাদেরকে রক্ষা করতো হবে। আন্দোলনের সুফল-ফসল আমাদেরকে ঘরে নিয়ে আসতে হবে। হিরা লাল দেবনাথের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, হিরা লাল দেবনাথকে হত্যার ঘটনায় ডিসি ও এসপির সঙ্গে কথা বলেছি। আবারও বলব। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতেই হবে। রহস্য উদ্ঘাটন করতে হবে। তারা কারা, সমাজে তাদেরকে চিহ্নিত করে দিতে হবে। তারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, তাদের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে হবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, লক্ষ্মীপুর বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলন মন্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল সাহা, বাজুস জেলা শাখার সভাপতি সমীর কর্মকার, সাধারণ সম্পাদক পরেশ কর্মকার ও নিহত হিরার ছেলে প্রিতম দেবনাথ প্রমুখ। উল্লেখ্য, হিরালাল দেবনাথ সদর উপজেলার কাজীর দিঘির পাড় বাজারের মাতৃ শিল্পালয়ের মালিক। শুক্রবার রাতে তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাইসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  আরটিভি/এমকে-টি
বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু 
লক্ষ্মীপুরে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক ব্যাটারিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। তার নাম আবু তাহের (৫০)। এ সময় সুমন নামে আরও একজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সদর উপজেলার জকসিন বাজার এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ।  নিহত আবু তাহের সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের আজিজ উল্যাহর ছেলে ও পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। স্থানীয়রা জানান, ঘটনার সময় অটোরিকশা নিয়ে তাহের জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক আবু তাহের ও যাত্রী সুমন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাহেরকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি আব্দুল মুন্নাফ বলেন, ‘দুর্ঘটনায় একজন অটোরিকশা চালক মারা গেছেন। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
লক্ষ্মীপুরে পিস্তলসহ এক যুবক আটক
লক্ষ্মীপুরে দুটি বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সোহেল নামে এক যুবককে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা। সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার টুমচর ইউনিয়নের কালিরচরের তালতলা নামক এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটককৃত স্থানীয় বাসিন্দা মো. হারুনের ছেলে বলে জানা যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জের ধরে স্থানীয় বাসিন্দা আরিফ, আলমগীর ও সোহেল অটোরিক্সাযোগে এসে একই এলাকার প্রতিবেশী তারেককে হুমকি ধামকি দিয়ে গুলি করার ভয় দেখায়। এ সময় তারা পিস্তল প্রদর্শন করে। খবর পেয়ে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। আরিফ ও আলমগীর অস্ত্র ফেলে দিয়ে পালিয়ে গেলেও জনতার হাতে সোহেল ধরা পড়ে। এ সময় তার কাছ থেকে রিভলবার ও নাইন এম এম নামে দুটি পিস্তল ও একটি ব্যাগ ভর্তি চাপাতি (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।  পরে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদসহ সেনাসদস্যরা ও সদর থানা পুলিশ ঘটনাস্থল এলাকা থেকে অস্ত্রধারী যুবক ও অস্ত্রগুলো উদ্ধার করে তাদের হেফাজতে নেন। সদর থানার এসআই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি অস্ত্রসহ এক যুবককে আটক করে জনগণ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে। অস্ত্রগুলো কার কিংবা কিভাবে এখানে আসছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  আটককৃতকে জিজ্ঞাসাবাদসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। আরটিভি/এমকে
স্ত্রীর জানাজায় অসুস্থ হয়ে জামায়াত নেতার মৃত্যু 
লক্ষ্মীপুরের রামগঞ্জে স্ত্রী মরিয়ম বেগমের (৬৪) জানাজায় অসুস্থ হয়ে মাদরাসা শিক্ষক মাজহারুল ইসলাম (৭০) মারা গেছেন। মাজহারুল উপজেলার লামচর ইউনিয়ন শাখার জামায়াত ইসলামীর আমির ছিলেন। একদিন না যেতেই স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার লামচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাশিমপুর গ্রামের বাড়িতে মাজহারুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান ও লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, রোববার রাত ৭টার দিকে মাজহারুল ইসলামের স্ত্রী মারা যান। মাজহারুল ও তার স্ত্রী মরিয়মের মৃত্যুতে জামায়াতে ইসলামের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। মাজহারুল বেড়ি বাজার নূরানী মাদরাসার সহকারী শিক্ষক ও লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। লামচর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মনির হোসেন বলেন, রোববার সকাল ৯টার দিকে মাজহারুল তার স্ত্রীর জানাজায় অংশ নেন। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সোমবার দুপুর ২টার দিকে তিনি মারা যান। রাত সাড়ে ৮টায় জানাজা শেষে মাজহারুলের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আরটিভি/এমকে
লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের কোপে গৃহবধূ খুন, গৃহকর্তা হাসপাতালে
লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে হারুনুর রশিদ নামে এক ইটভাটার মাঝিকে (শ্রমিক সরদার) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে বাঁচাতে গেলে গৃহবধূ জেসমিন আক্তারকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য হারুনের ছোট ভাই হিরনকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে, মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়িতে এ ঘটনা ঘটে।  আহত হারুন ওই বাড়ির মৃত আনিছ মোল্লার ছেলে। নিহত জেসমিন হারুনের স্ত্রী।  স্থানীয়রা জানান, হারুনের ৪ থেকে ৫টি গরু রয়েছে। এর মধ্যে একটি গরু অসুস্থ। ঘটনার সময় বাইরে শব্দ হচ্ছিল। হারুন মনে করেছিল তার গরু আবার অসুস্থ হয়ে পড়েছে। এতে তিনি ঘরের বাইরে বের হন গরু দেখতে। হঠাৎ দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। এ সময় চিৎকার দিলে হারুনের স্ত্রী জেসমিন ঘর থেকে বের হয়ে ঘটনাটি দেখতে পান। একপর্যায়ে স্বামীকে বাঁচাতে হামলাকারীদের কাছে অনুনয়বিনয় করেন। স্বামীর প্রাণভিক্ষা চান। এর মধ্যে হারুন দৌড়ে পালিয়ে যান। ধারণা করা হচ্ছে, হামলাকারীদের মধ্যে কাউকে জেসমিন চিনে ফেলেছেন। সে কারণে হয়তো তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারী ৭ থেকে ৮ জন ছিলেন। হারুনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এ দিকে হারুনের সঙ্গে তার ছোট ভাই হিরনের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা হিরনকে আটক করে পুলিশে সোপর্দ করে।  হারুনের চাচাতো ভাই খুরশিদ আলম বলেন, ধারণা করা হচ্ছে, ডাকাতি করতে বাড়িতে ঢুকে আমার চাচাতো ভাইকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় আমার ভাবিকে কুপিয়ে হত্যা করা হয়। পরে হামলাকারীরা পালিয়ে যায়। তবে বাড়ি থেকে কোন কিছু লুট হয়নি। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহত হারুনের সঙ্গেও কথা হয়েছে। নিহত জেসমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হারুনের ভাই হিরনকে আটক করে রাখে। পরে জিজ্ঞাসাবাদের জন্য আমরা তাকে থানায় নিয়ে এসেছি। হিরনের সঙ্গে হারুনের জমি নিয়ে বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরেই ঘটনাটি ঘটতে পারে। আরটিভি/এমকে-টি