• ঢাকা সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
logo
লক্ষ্মীপুরে আ.লীগ নেতা পারভেজ গ্রেপ্তার
নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল জেলের 
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. খবির নামে এক জেলের মৃত্যু হয়েছে।  শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার মেঘনা নদীর বালুরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, উপজেলার আলেকজান্ডারের জনতা বাজার এলাকার খবিরসহ ৫-৬ জন জেলে সকালে নদীতে মাছ ধরতে যান। ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বজ্রপাতে খবিরের মৃত্যু হয়।  রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, নদীতে জেলের মৃত্যুর খবর শুনেছি। ঘটনার বিস্তারিত কেউ জানায়নি। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। আরটিভি/এএএ/এআর
লক্ষ্মীপুরে অটোরিকশাকে ট্রাকের ধাক্কা, নিহত ২
মেঘনায় ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে হত্যা
কালভার্ট ধসে রামগতিতে সড়ক বিচ্ছিন্ন, দুর্ভোগ চরমে
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে আয়ান নামে (৫) এক শিশুর মৃত্যু হয়েছে।  শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় রামগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আঙ্গারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়ান রামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও আঙ্গারপাড়া এলাকার বাসিন্দা আহসান হাবিবের ছেলে। আয়ানের বাবার বন্ধু দুলাল মোল্লা বলেন, আয়ানদের বাড়ির পাশেই তার নানার বাড়ি। বিকেলে আয়ান নানার বাড়ি যায়। সেখানেই অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ঘটনাটি জানা নেই। পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়া হবে।
ভবনের জন্য খোঁড়া গর্তে পড়ে ভাই-বোনের মৃত্যু
লক্ষ্মীপুরের রামগতিতে পাকা ভবনের পিলারের জন্য খোঁড়া গর্তে জমে থাকা পানিতে পড়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  শনিবার (১১ মে) দুপুরে উপজেলার চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে এ ঘটনা ঘটে। তারা হলো, তাহিয়া আক্তার (৫) ও মো. আবদুল্লাহ (৩)। তারা চরবাদাম ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামের হেলাল উদ্দিনের সন্তান।   শনিবার (১১ মে) রাত ৯টার দিকে উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মাঈনুদ্দিন ভূঁইয়া তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের জন্য পাকা ভবন নির্মাণে পিলারের জন্য বাড়িতে গর্ত খোঁড়া হয়। গর্তগুলোর গভীরতা প্রায় ৫ ফুট। শনিবার দুপুরে রামগতিতে বৃষ্টি হয়। এতে গর্তগুলোতে পানি জমে যায়। বিকেলে খেলতে গেলে ওই গর্তে পড়ে তাহিয়া ও তার ভাই আবদুল্লাহ ডুবে যায়। পরে তাদরেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তাদের বাবা হেলাল ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। তিনি আসলে তাদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রেমে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত মো. নাহিদ হোসেন (২৩) উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের নুরু বেপারী বাড়ির মো. বেলালের ছেলে।   শুক্রবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের আজাদনগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. গোলাম মোর্শেদ।     প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামি ভিকটিমকে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ৭ এপ্রিল বিকেল সোয়া ৩টার দিকে ভিকটিমের মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় নির্যাতিতা কিশোরী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিলেন। কাজ শেষে ভুক্তভোগী কিশোরীর মা নিজ ঘরে এসে ভিকটিমের কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় বিকেল ৪টার দিকে বসতঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।  প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিলেন। র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করেছে।