নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাবলিক লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় পাবলিক লাইব্রেরিটি উদ্বোধন করেন ২৪-এর গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ।
উপজেলা শহরের প্রাণ কেন্দ্র হাতিয়া দ্বীপ সরকারি কলেজের দক্ষিণ পাশে অবস্থিত দ্বিতল বিশিষ্ট হাতিয়া প্রেসক্লাব ভবনে লাইব্রেরিটি উদ্বোধন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হান্নান মাসউদ বলেন, বই পড়ে শিক্ষার্থীরা অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে। একসময় এ হাতিয়ায় শিক্ষার গুণগত মানসহ শিক্ষার হার ছিল লক্ষণীয়। কিন্তু ইতোপূর্বে হাতিয়ায় পরীক্ষার হল সমূহে নকল সরবরাহ সহ নানান অনিয়মের ফলে শিক্ষার হার ও মান অধঃপতনের দিকে ধাবিত হয়েছে। নকলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় দ্বীপ সরকারি কলেজের এক শিক্ষককে গতবছর পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, লাইব্রেরিতে শুধু শিক্ষার্থীরা বই পড়ে মুক্ত জ্ঞানের চর্চা করবে তা নয়, এখানে সকল শ্রেণির মানুষ যাতে বই পড়ে জ্ঞানের বিকাশ ঘটাতে পারে তার ব্যবস্থা করতে হবে। সকল ধর্ম ও মতাদর্শের বই থাকতে হবে।
এ সময় হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিক ও জেলা সাংবাদিক সহ সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ