• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
নোয়াখালীতে স্বর্ণের বারসহ গ্রেপ্তার ৩
নোয়াখালীতে কৃষককে টার্গেট করে প্রকাশ্যে গুলি
নোয়াখালীর বেগমগঞ্জে প্রকাশ্যে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন। তবে পুলিশ তাৎক্ষণিক এ ঘটনার কোনো কারণ জানাতে পারেনি। গুলিবিদ্ধ আব্দুল মতিন (৫০) উপজেলার ছয়ানী ইউনিয়নের লক্ষণপুর গ্রামের কাজী আলাউদ্দিনের বাড়ির মফিজ উল্লার ছেলে। তিনি পেশায় একজন কৃষক।   সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।  এর আগে রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওসি লিটন দেওয়ান বলেন, উপজেলার ছয়ানী বাজার এলাকায় দুপক্ষের মধ্যে গ্রুপিং চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কাউকে গুলি ছুড়লে লক্ষ্যভ্রষ্ট হয়ে আব্দুল মতিন গুলিবিদ্ধ হয়।   পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল মতিন ও তার প্রতিবেশী শুভন ছয়ানী বাজার এলাকায় একটি দোকানের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গুলি শুরু করে। এতে কৃষক আব্দুল মতিন পেটে গুলিবিদ্ধ হলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ দিকে ভুক্তভোগীর চাচাতো ভাই আলমগীর ওসির বক্তব্য নাকচ করে দিয়ে দাবি করেন, ‘সরাসরি আব্দুল মতিনকে গুলি করা হয়।’   তবে অপর এক প্রশ্নের জবাবে তার ওপর কি কারণে গুলি করা হতে পারে এরকম কোনো কারণ জানাতে পারেননি তিনি।     বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। গুলিবিদ্ধ কৃষক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আরটিভি/এমকে 
জুমার নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মীকে হত্যা
ভাবিকে খুন করে তাবলিগে আত্মগোপন, এরপর যা ঘটল
পরকীয়ায় ব্যর্থ হয়ে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা  
ফ্যাসিস্ট হাসিনার সময়ে দেশে ওয়াজ মাহফিলেও বাধা ছিল: বুলু 
জেল থেকে ছাড়া পেয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া, আটক ৩
নোয়াখালীর বেগমগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।   বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, উপজেলার ছয়ানী ইউনিয়নের কালিকাপুর গ্রামের শওকত আলীর ছেলে মো.তারেক হোসেন (১৮), একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মো.শাকিব (২৪) ও গোপালপুর ইউনিয়নের মহবুল্যাপুর গ্রামের আব্দুল হকের ছেলে বাহার উদ্দিন (২৯)।   স্থানীয় সূত্রে জানা যায়, হাসান গত ৪-৫ দিন আগে জেল থেকে ছাড়া পায়। এরপর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপজেলার গোপালপুরের গাড়ি স্ট্যান্ড ও বাজার দখলের হুমকি দেয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বহিরাগত ছেলেদের নিয়ে গোপালপুর বাজার এলাকায় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দেয়। ওই সময় ফাঁকা গুলি ছোঁড়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদেরকে পাথর নিক্ষেপ করে ও মারধর করে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের হামলায় আটককৃতদের মধ্যে একজন গুরুতর আহত হয়।   গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাইন উদ্দিন বলেন, হাসান মোটরসাইকেল নিয়ে গোপালপুর বাজারে মহড়া দেওয়া সময় গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে আমি তাদের মুখোমুখি পড়ে যাই। এ সময় তারা আমাকে লক্ষ করে গুলি ছোড়ে। এর আগে, গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মহসিনকে কোমরে অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয়। পরে স্থানীয় লোকজন তাদের মারধর করে অস্ত্রসহ পুলিশে সোপর্দ করে। হাসান যুবলীগের রাজনীতির সাথে জড়িত।   অভিযোগের বিষয়ে জানতে মো. হাসানের মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ওই সময় এলাকাবাসী তিনজন একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ পুলিশে সোপর্দ করেছে। আটকৃতদের মধ্যে বাহার গুরুতর আহত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গণপিটুনি দেওয়া হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।     আরটিভি/এএএ
নিখোঁজের ১০ দিন পর খালে মিলল একজনের মরদেহ
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর খাল থেকে মো. খোকন হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের বেদেপল্লীর পলোয়ানপুল এলাকার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত খোকন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের সরদার বাড়ির আবদুল ওহাবের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন তিন বিয়ে করেন। ছোট স্ত্রীর সাথে তিনি আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খালপাড়ে বসবাস করতেন। ১০ নভেম্বর তার স্ত্রী বেগমগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এক জেলে ওয়াপদা খালে মাছ ধরতে যায়। সেখানে তিনি টর্চ লাইটের আলোয় দেখতে পান একটি মরদেহ খালে ভাসমান অবস্থায় কচুরিপানায় আটকে আছে। পরে খবর পেয়ে পুলিশ ভোররাতের দিকে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।   বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বখতিয়ার আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। লাশ পঁচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।    আরটিভি/এফআই-টি
ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে ডাক্তার দেখাতে গিয়ে ট্রাকের ধাক্কায় নুরজাহান বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌনে ৪টার দিকে রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।     নিহত নুরজাহান বেগম উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার মো. জাহাঙ্গীরের স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলের দিকে নিজ বাড়ি থেকে নুরজাহান বেগম ডাক্তার দেখানোর জন্য চৌমুহনী বাজারে যায়। চৌমুহনী পৌরসভার ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রেলগেট এলাকায় দিয়ে রাস্তা পার হওয়ার সময় তাকে ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  আরটিভি/ এমএ  
চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা, ছাত্রলীগ নেতার ফাঁসি দাবি
নোয়াখালীর বেগমগঞ্জে চাচিকে ধর্ষণে ব্যর্থ হয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান খান আকাশ ওরফে রাহুলের (১৯) ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। সোমবার (১১ নভেম্বর) নোয়াখালী প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।  পরে প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করে বক্তব্য রাখেন, নিহেতর মেয়ে ইসরাত জাহান ইসু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়ক হাসিব আহমেদ আসিফ, নোয়াখালী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফরহাদুল ইসলাম, নোয়াখালী কলেজের ছাত্র আক্তারুজ্জামান তারেক। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, কিছু দিন আগে মামলার ২নং আসামি নিলুফা জাহান রত্না জামিনে বের হয়ে এসে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নানান রকম হুমকিধমকি দিচ্ছেন। খুনি আকাশের জন্ম নিবন্ধনে বয়স কমিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছেন একটি মহল।       এর আগে, গত বুধবার ৩০ অক্টোবর রাতে কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবদুল্লাহপুর হাসপাতালের টেক এলাকায় ওই ঘটনা ঘটে। এরপর ২ নভেম্বর রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।   অভিযুক্ত ইমরান খান আকাশ বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলম মানিকের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওই ওয়ার্ডের বর্তমান কমিটির সহসভাপতি। জানা যায়, তিন কন্যার মা নিহত তাজ নাহার বেগম (৪৬) সম্পর্কে ইমরান খান আকাশের চাচি হন। ৮ মাস আগে তার স্বামী আলমগীর খান মারা যান। গত ৩০ অক্টোবর রাতে অভিযুক্ত আকাশ তার সহযোগীদের নিয়ে আপন চাচিকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীর শরীরের বিভিন্নস্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামি গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেবে।     আরটিভি/এমকে-টি
নোয়াখালীতে ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি    
নোয়াখালীর বেগমগঞ্জে এক ছাত্রদল নেতার হাঁটুতে অস্ত্র ঠেকিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কাঁচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক।     গুলিবিদ্ধ ইব্রাহিম মাসুম (২৭) আমান উল্যাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।     এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে বেগমগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম বলেন বুধবার সকালে স্থানীয় কাঁচিহাটা বাজারের পাশে একটি ঘরে স্থানীয় এক যুবক ইয়াবা সেবন করছিল। ওই সময় কিছু যুবক তাকে আটক করে। তখন পাশেই ছিল ছাত্রদল নেতা মাসুম। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মাদকসেবীকে মারধর করতে উদ্যত হয়। তখন একই এলাকার শিবিরের কয়েকজন লোক মুঠোফোনে কল দিয়ে মাসুমকে জানায় বিষয়টি বিকেলে তারাসহ বসে সমাধান করে দেবে। তারা যেন আটক ছেলেটিকে ছেড়ে দেয়। তাৎক্ষণিক ছাত্রদলের নেতারা আটক ছেলেটিকে ছেড়ে দেয়। খোরশেদ আলম অভিযোগ করে আরও বলেন, সন্ধ্যার দিকে মাসুম কাঁচিহাটা বাজারের একটি দোকানে বসে আড্ডা দিচ্ছিলো। সেখানে কয়েকজন ছেলে এসে তাকে মারধর করে। এরপর সে একটি ফার্মেসি দোকানে প্রাথমিক চিকিৎসা নিতে যায়। পরে ওই দোকান কয়েকজন ছেলে মোটরসাইকেল নিয়ে এসে পুনরায় মাসুমের ওপর হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা ওপরে একটি ফাঁকা গুলি ছোঁড়ে। পরবর্তীতে মাসুমের বাম পেয়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়।     যোগাযোগ করা হলে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন, বিষয়টি আমি শোনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলমকে পাঠিয়েছি। তারা বিষয়টি খতিয়ে দেখছে। যদিও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, যে ছেলেটাকে সকালে মারধর করা হয়েছে তিনি সম্প্রতি জামায়াতের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। অনেক আগে তিনি ছাত্রদল করতেন। গত ৬ মাস আগে তিনি জামায়াতে যোগদান করেন। এজন্যই সকালে তাকে মারধর করা হয়। তবে কে বা কারা ছাত্রদল নেতার ওপর হামলা করছে বিষয়টি আমাদের জানা নেই।  অপর এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, ইয়াবারতো প্রশ্নই আসেনা। পরিকল্পিতভাবে মামলা সাজানোর জন্য ইয়াবার কথা বলা হচ্ছে।  নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ আল ফারুক বলেন, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের দুটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। গুলিবিদ্ধ যুবক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কি নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে এ বিষয়ে এখনও পুরোপুরি জানা যায়নি। আরটিভি/এমকে
বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, চালক গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মা-ছেলেসহ একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে গ্রেপ্তারকৃত আসামিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় সোপর্দ করা হয়। এর আগে, একই দিন বিকেলে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারি ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আনোয়ার হোসেন (৩৬) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জের মৃত মো.বসির উল্যার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ঘটনার ২৬দিন পর র‍্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।     ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালকের ভাই বাদী হয়ে সড়ক পরিবহন আইনে অভিযুক্ত চালকের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় বুধবার দুপুরে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  প্রসঙ্গত, গত ৩ আগস্ট বেগমগঞ্জের দোকানঘর এলাকায় স্টার লাইন পরিবহনের বেপরোয়া গতির একটি বাস উল্টো পথ দিয়ে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি চালিত অটোরিকশা চালক জসিম উদ্দিন, তার মা তাহেরা বেগম ও ভাবী কোহিনুর বেগম মারা যান। ঘটনার পরপরই বাসচালক গাড়ি রেখে পালিয়ে যান। আরটিভি/এএএ