• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
নোয়াখালীতে পুকুরে ভাসছিল অর্ধগলিত যুবকের মরদেহ
পুরো জাতি বর্তমান সরকারকে সমর্থন করে: ব্যারিস্টার খোকন
বর্তমান সরকারকে পুরো জাতি সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিবাদী অপশক্তির মোকাবিলায় ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ছাত্রদের উদ্দেশে বলেন শুধু রাজনীতি করলে চলবে না নিয়মিত পড়ালেখাও করতে হবে।’ এ সময় আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সহেল উদ্দিন সজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় ছাত্রদল নেতারা। আরটিভি/এমকে/এআর
নোয়াখালীতে ছাত্র-জনতার ওপর হামলা, উপজেলা যুবলীগের আহ্বায়ক গ্রেপ্তার
নেশাজাতীয় ট্যাবলেট খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা
৭ এসএসসি পরীক্ষার্থীকে পেটালেন ছাত্রদল নেতা  
কুকুরের ঘেউ ঘেউ শব্দে মিলল মরদেহ
নোয়াখালীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নোয়াখালীর সদর উপজেলায় উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত দেলোয়ার হোসেন (৩৪) জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের বাতেন মাস্টারের বাড়ির জহির উদ্দিনের ছেলে।   শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।   পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে উপকূল এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে সোনাপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দত্তেরহাট সংলগ্ন আহমদিয়া স্কুল এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন দেলোয়ার। এতে তার শরীর থেকে পা আলাদা হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।     সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. নাছির বলেন, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিআরপি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যাবে। পরবর্তীতে নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরটিভি/এমকে
চাঁদাবাজদের জায়গা বিএনপিতে হবে না: শাহজাহান
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, চাঁদাবাজি-লুটপাটকারীদের জায়গা বিএনপিতে হবে না। আপনি যতবড় নেতাই হোন অন্যায় করলে দল আপনাকে এতোটুকুও ছাড় দেবে না। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে আয়োজিত একটি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘তারেক রহমান বলেছেন সামনের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই জনগণের মন জুগিয়ে আপনাকে চলতে হবে। যে কাজে জনগণ নাখোশ হয় তা করা যাবে না। তাছাড়া অন্যায় কোনো কাজ করে এ মুহূর্তে দলের বিরাগভাজন হবেন না।’ সামাজিক সংগঠন ‘বাংলাদেশ যুব ঐক্য ফাউন্ডেশন’ ওই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিএনপির কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিম উল্যাহ বাহার হিরণ, সাধারণ সম্পাদক ভিপি জসিম, ছাত্রদল নেতা আজগর উদ্দিন দুখু, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ মিয়া প্রমুখ। এ সময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আজাদ উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ইশরাক, যুব ঐক্য ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সিনিয়র সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন রুবেল, কোষাধ্যক্ষ আজগর হোসেন সুমন ও সদস্য নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আরটিভি/এমকে/এআর
এক শিশুর দায়ের আঘাতে আরেক শিশুর মৃত্যু
নোয়াখালীর সুবর্ণচরে খেলার সময় এক শিশুর দায়ের আঘাতে ১৪ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।   রোববার (১৭ নভেম্বর) বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।  শনিবার ভোর ৬টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।  এর আগে, গত ১৩ নভেম্বর দুপুর ১২টায় উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্য চরবাগ্যা গ্রামের আবদুল কাদিরের বাড়ির উঠানে এ ঘটনা ঘটে।   নিহত মো. তামিম হোসেন একই ইউনিয়নের মধ্য চরবাগ্যা গ্রামের মো. দুলালের ছেলে।       পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তামিম নানার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে স্থায়ীভাবে বসবাস করতো। গত ১৩ নভেম্বর নিজেদের বাড়ির উঠানে ভিকটিমের মামাতো ভাই মো. ইসমাইলের (৪) সঙ্গে তার চাচাতো ভাই মো. জুনায়েদ (৭) খেলাধুলা করছিল। খেলার সময় ইসমাইল ও জুনায়েদের ঝগড়া লেগে যায়। একপর্যায়ে ইসমাইল হাতের কাছে থাকা দা জুনায়েদকে লক্ষ্য করে ছুঁড়ে মারে। ওই সময় জুনায়েদ সরে গেলে ভুলবশত তামিমের কপালে গিয়ে দায়ের আঘাত লাগে। এতে তার মাথা কেটে গুরুতর জখম হয়। পরবর্তীতে ভিকটিমের বাবা প্রথমে তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। পরে ১৫ নভেম্বর রাতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ১৬ নভেম্বর সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।   আরটিভি/এমকে
নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার
নোয়াখালী জেলা পরিষদের অপসারিত প্যানেল চেয়ারম্যান ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে সোনাইমুড়ী এক্সিম ব্যাংক থেকে তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।  গ্রেপ্তারকৃত বাহারকে নোয়াখালী কোর্টে প্রেরণ করা হয়। তাকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিরালিপুর গ্রামের আসিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।  গ্রেপ্তারকৃত মাহফুজুর রহমান ভিপি বাহার সোনাইমুড়ীর ভানুয়াই গ্রামের শুয়া মিয়ার ছেলে। তিনি নোয়াখালী জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।  সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম গ্রেপ্তারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ভিপি বাহারকে গ্রেপ্তার করে নোয়াখালী আদালতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, গত ৫ আগস্ট সোনাইমুড়ীতে গণঅভ্যুত্থানে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় মিরালিপুর গ্রামের আমির আলী মুন্সি বাড়ীর মোরশেদ আলমের ছেলে মো. আসিফ (২২)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট মৃত্যু তিনি বরণ করে। এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহতের বাবা মোরশেদ আলম বাদী হয়ে নোয়াখালী আদালতে ৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলায় নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র আখতার হোসেন ফয়সালকে আসামী করা হয়।  আরটিভি/এমকে
হাসিনার সংবিধানের প্রতি এতো দরদ কেন, প্রশ্ন সমন্বয়ক হান্নানের 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রশ্ন রেখে বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার সংবিধানের প্রতি এতো দরদ কেন, রাষ্ট্রপতি চুপ্পুর প্রতি এতো দরদ কেন। আসলে ছাত্ররা জীবন দিয়েছে ফ্যাসিবাদকে দূর করার জন্য, কোন অন্যায়কে বরদাস্ত করার জন্য নয়। শনিবার (৯ নভেম্বর) নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ মহাবিদ্যালয় মাঠে ডা. মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি অনুষ্ঠানে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নোয়াখালীর আহত, নিহত সকল পরিবারের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  আবদুল হান্নান মাসুদ বলেন, ২০১৩ সালে খালেদা জিয়া বলেছিলেন, জনগণের সরকার ক্ষমতায় এলে ফ্যাসিস্ট হাসিনার এই সংবিধানকে ছুড়ে ফেলে দেওয়া হবে। আমরা বলতে চাচ্ছি, চব্বিশের গণ-বিপ্লবের মধ্য দিয়ে এখনই জনগণের সরকার ক্ষমতায় আছে। এখনই শেখ হাসিনার এই মুজিববাদী, ফ্যাসিবাদী সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে। বলেন, ‘আমরা যখন বলি, ফ্যাসিস্ট হাসিনা বারবার সংবিধানকে কাটাছেঁড়া করে এ দেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, কেড়ে নিয়েছেন। এ দেশের মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছেন। সেই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে চব্বিশের তরুণদের হাত ধরে বিজ্ঞজনদের পরামর্শ নিয়ে নতুন সংবিধান রচনা করা হবে। তখন অনেকে বলেন, ফ্যাসিবাদী সংবিধানের কোনো প্রকার কাটাছেঁড়া করা যাবে না। ফ্যাসিবাদের এই সংবিধান নাকি ছুড়ে ফেলে দেওয়া যাবে না, এতে সংবিধানের অমর্যাদা হয়। আমি বুঝতে পারছি না, ফ্যাসিস্ট হাসিনার এই সংবিধানের প্রতি এত দয়া, মায়া বা মমত্ব কিসের।’ ফ্যাসিস্টদের প্রতি যারা মায়া ও দরদ দেখাচ্ছে, তারা রাজনৈতিক দলের কাতারে পড়ে না বলে মন্তব্য করেন আবদুল হান্নান মাসুদ। তিনি বলেন, ‘অনেকে বলছেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, তাদের রাজনীতি করার অধিকার দিতে হবে, তাদের ভোটাধিকার দিতে হবে। আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হয়, তবে গত ১৬ বছর কেন এ দেশের মানুষকে ভোটের অধিকার দেয়নি? তারা রাজনৈতিক দল হয়ে থাকলে কেন আমার দুই হাজারের বেশি ভাই-বোনকে হত্যা করেছে? কেন ১৬ বছর ধরে ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নির্যাতনের শিকার হতে হয়েছে? সন্ত্রাসী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য ধরতে না পারলে আমরা বুঝে নেব, আপনারাও রাজনৈতিক দলের কাতারে পড়েন না। সন্ত্রাসীরা আজীবনের জন্য সন্ত্রাসী। কোনো সন্ত্রাসী ভবিষ্যতে এ দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি ও মন্ত্রী হতে পারবেন না। সন্ত্রাসী আর রাজনৈতিক দল কখনো এক হতে পারে না।’ আরটিভি/এমকে
আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫
নোয়াখালী সদর উপজেলায় থেকে ৫ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান, ১টি রামদা, ২টি ছুরি, ৩টি বাটন মোবাইল ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন ও তার অনুসারী একই ইউনিয়নের মেহরাজ (৪৬), মো.লিটন (৩২), মো.সাদ্দাম (২৬) আবির মিয়া (১৮)। সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, একই দিন ভোরে উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালন তার কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র অনুসারীদের কাছে রাখতে দিয়ে ছিলেন। পরে তার অনুসারীরা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক করে অ্যাকাউন্টে ভিডিও পোস্ট দেয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের নজরে আসে। ওই সূত্র ধরে যুবদল নেতা কালনের অনুসারী আবির, সাদ্দামসহ কয়েকজনকে যৌথবাহিনী আটক করে। পরবর্তীতে তাদের ভাষ্যমতে যুবদল নেতা কালনকে গ্রেপ্তার করা হয়। সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজভী বলেন, তাকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই। নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার আরও জানান, জেলার নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারীদের আটক, অবৈধ মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী চরমটুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধ অস্ত্রধারী ৫ জনকে আটক করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়। আরটিভি/এফআই