বর্তমান সরকারকে পুরো জাতি সমর্থন করে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও নোয়াখালী-১ আসনের সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে বিতাড়িত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন রকম ষড়যন্ত্র করে যাচ্ছে। ফ্যাসিবাদী অপশক্তির মোকাবিলায় ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় তিনি ছাত্রদের উদ্দেশে বলেন শুধু রাজনীতি করলে চলবে না নিয়মিত পড়ালেখাও করতে হবে।’
এ সময় আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজিম উদ্দিন রনির সভাপতিত্বে সদস্য সচিব নুর মোহাম্মদ সাদ্দাম ও পৌর ছাত্রদলের সদস্য সচিব সহেল উদ্দিন সজিবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হক কামাল, পৌর বিএনপির আহ্বায়ক মোতাহার হোসেন মানিক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন সানি, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় ছাত্রদল নেতারা।
আরটিভি/এমকে/এআর