• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
নোয়াখালীর সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইকবাল হোসেন রনি (১৯) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও গ্রামে আবুল কাশেম ড্রাইভার বাড়ির এয়াছিনের বসত ঘরে এ ঘটনা ঘটে। নিহত রনি উপজেলার বিজবাগ ইউপির দক্ষিণ শ্যামেগাঁও গ্রামের জিয়াউল হক কাজী বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। ৬ ভাই ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। স্থানীয় লোকজন আহত অবস্থায় রনিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল। আরটিভি/এএএ 
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার
সেচ দিতে গিয়ে প্রাণ গেল মৎস্য চাষির  
সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা
আবুধাবিতে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
আবুধাবিতে বাংলাদেশি মহিন উদ্দিন লিটনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহত লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁওয়ের কেয়াম উদ্দিন হাজী বাড়ির হাজী আবদুল ছালামের ছেলে। নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা গত সাড়ে তিন বছর আগে জীবন ও জীবিকার তাগিদে আবুধাবি গিয়ে আল খাতাম নামক স্থানে চাকরি নেয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কোন এক সময় কর্মস্থলের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা চালায়। পরে পথচারী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এদিকে দুদিন স্বামীর খোঁজখবর না পাওয়ায় তার মা নাছিমা আক্তার সেখানে অবস্থানকারী রিমনের মামা জাহিদুল ইসলাম টিটুকে ফোন করে তার স্বামীর বিষয়টি জানায়। টিটু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তার ভগ্নিপতি মহিউদ্দিন লিটনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।  শনিবার (২৮ সেপ্টেম্বর) সে দেশের স্থানীয় সময় সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১ মেয়ে ২ ছেলের জনক। নিহত বাংলাদেশি মহিন উদ্দিন লিটনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।  বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজাল। আরটিভি/এমএ/এসএ
সেনবাগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
বানভাসি মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসে দিনব্যাপী ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন ও শিশু রোগ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা ৬ শতাধিক রোগীকে সেবা ও রোগীদের ফ্রি ওষুধ প্রদান করা হয়। এ উপলক্ষে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন নাওয়াজ, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুস ছাত্তার বিএসসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ফাউন্ডেশনের সেক্রেটারি ইসহাক প্রমুখ।  পরে বন্যায় বানভাসিদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদস্যরদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা। আরটিভি/এমকে
সেনবাগে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষক সমিতির মানববন্ধন
নোয়াখালীর সেনবাগে ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বৈষম্যবিরোধী মাদরাসা শিক্ষক ফোরাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বৈষম্যবিরোধী মাদরাসা শিক্ষক ফোরামের ব্যানের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক উপস্থিত ছিলেন। ৪ দফাগুলো হলো- বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়করণ, জাতীয়করণে পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত কর্মসূচির (ঝঊঝওচ) জনবলকে রাজস্ব খাতে হস্তান্তর করা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মো. মনিরুল ইসলাম ও বৈষম্যবিরোধী মাদরাসা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আমিরুজ্জামান। মানববন্ধন শেষে উভয় সংগঠন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের কাছে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। আরটিভি/এমকে/এসএ
সেনবাগ প্রেসক্লাবের নতুন সভাপতি সাখাওয়াত, সেক্রেটারী জাহাঙ্গীর 
জাতীয় দৈনিক ও স্যাটেলাইট টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের নতুন কমিটির গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ ও দিনকালের সেনবাগ প্রতিনিধি সাখাওয়াত উল্ল্যাহকে সভাপতি ও দৈনিক জনকন্ঠ এবং এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রেসক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  এতে সহ-সভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিনের সেনবাগ প্রতিনিধি নুর হোসাইন সুমন, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, দপ্তর সম্পাদক পদে রশির আহম্মদ ও প্রচার, প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদের সেনবাগ প্রতিনিধি মো. ইব্রাহিম, নির্বাহী সদস্য পদে ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।  এ ছাড়াও দৈনিক প্রথম আলোর নোয়াখালীর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক আজকের পত্রিকার সেনবাগ প্রতিনিধি আবদুল আউয়াল, বৈশাখী বার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম ছারওয়ার রিপন, খবরপত্রে সেনবাগ প্রতিনিধি জামাল হোসেন কচি, ইত্তেফাকের মুজিবুর রহমান মোল্লা ও সমকাল প্রতিনিধি মঞ্জুর আলমকে সদস্য করা হয়েছে। এর আগে বিদায়ী সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।  
সেনবাগে বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ
টানা ভারী বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে সৃষ্ট আকস্মিক বন্যার কবলে পড়া নোয়াখালীর সেনবাগে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পর গত তিন দিনে পানি কিছুটা কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ কমেনি। উপজেলায় প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও ত্রাণের সংকট রয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণের গাড়ি দেখলেই ছুটে যাচ্ছেন দুর্ভোগে থাকা বন্যার্তরা। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শিশু খাদ্যের চরম সংকট। এখনও ত্রাণের জন্য চারদিকে মানুষের হাহাকার। বন্যাকবলিত প্রতিটি এলাকায় রয়েছে নৌযানের সংকট। সড়কের পাশের আশ্রয়কেন্দ্রগুলো ছাড়া গ্রামগুলোর ভেতর ত্রাণ সামগ্রী ঠিকভাবে পৌঁছে না। ফলে ওইসব পানিবন্দি মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। পানি কমার সঙ্গে সঙ্গে সড়কের ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে।  শুক্রবার (৩০ আগস্ট) সরেজমিনে উপজেলার বন্যাকবলিত কাদরা, জিরুয়া, মগুয়া, বাবুপুর শ্রীপুর, ডমুরুয়া, হরিনকাটাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ধীরগতিতে কমতে শুরু করেছে বন্যার পানি। এ উপজেলায় এখনও কমপক্ষে দেড় লাখের বেশি মানুষ পানিবন্দি রয়েছেন। সেনবাগ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. এনামুল হক বলেন, বন্যার্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে এই উপজেলায় দুশ’ ১৫ টন চাল এবং সাড়ে চার লাখ টাকার নগদ বরাদ্দ দেওয়া হয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ বলেন, গত কিছুদিনের টানা বর্ষণ আর উজানের পানির কারণে সেনবাগে ভয়াবহ বন্যা দেখা দেয়। এখন পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। ধীর গতিতে হলেও পানি কমতে শুরু করেছে। আর বৃষ্টি না হলে আশা করছি, পানি আরও কমে যাবে।
সেনবাগে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০
নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ দামে গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।  শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি গ্রামের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।  গুরুতর আহতদের মধ্যে মো. ইমন ও আরজু নামের দুইজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বর্ণনা দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান বলেন, ছাতারপাইয়া বাজারের সফিকের দোকানে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির ঘটনা নিয়ে প্রথমে শুক্রবার দুপুরে কয়েকজন ছাত্রের সঙ্গে কথাকাটি হয়। যার জের ধরে বিকেলে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, এ সময় দুটি দোকানে অগ্নিসংযোগ ও অন্তত ২০টি দোকানে হামলা, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।