নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে একটি লোকাল গান, ৬টি তাজা কার্তুজ, ২টি বড় ছোরা উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার ভোর রাতে সেনবাগ বাজারের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে সেনবাগ বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। এসময় বাজারের সন্নিকটে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি লোকাল গান, ছয়টি তাজা কার্তুজ, দুইটি বড় ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।’
আরটিভি/এমকে