• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
সেনবাগে ট্রাক্টর চাপায় ছোট ভাই নিহত, বড় ভাই আহত
সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
নোয়াখালীর সেনবাগে পরিত্যক্ত ঘর থেকে একটি লোকাল গান, ৬টি তাজা কার্তুজ, ২টি বড় ছোরা উদ্ধার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার ভোর রাতে সেনবাগ বাজারের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।  বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার। জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে মঙ্গলবার ভোর রাতে সেনবাগ বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান করে। এসময় বাজারের সন্নিকটে একটি পরিত্যক্ত বাড়ি থেকে একটি লোকাল গান, ছয়টি তাজা কার্তুজ, দুইটি বড় ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করা যায়নি।  এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত যৌথবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে।’ আরটিভি/এমকে
সেনবাগে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সেনবাগে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
সেনবাগে উপজেলা কৃষক লীগের সভাপতি ওমর ফারুক মিলন গ্রেপ্তার
সেচ দিতে গিয়ে প্রাণ গেল মৎস্য চাষির  
সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালীর সেনবাগে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা কাদরা ইউনিয়ন নজরপুর টুংকু আবদুল রহমান একাডেমির মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  কাদরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি গোলাম হোসেন শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসহাক খন্দকার।   কাদরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু শাকের মিজীর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সায়েদ আহম্মেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এয়াছিন করিম, সহকারী সেক্রেটারি মাওলানা মো. হানিফ, পৌর আমির এয়াছিন মিয়াজী, সাবেক ছাত্রনেতা দ্বীন মোহাম্মদ, গোলাম হায়দার সোহেল, শেখ বদরুল হাছান মামুন, সামছুদ্দিন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পাটোয়ারী, ছাত্রশিবিরের সেনবাগ সদর থানার সভাপতি আবু বক্কর ছিদ্দিক সুজনসহ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিরা সভায় বক্তব্য রাখেন। আরটিভি/এমকে
দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা
বছর ঘুরে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দরজায় এখন কড়া নাড়ছে দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগে পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দুর্গাপূজা ঘিরে চারপাশে এখন উৎসবের আমেজ, দেবী দুর্গাকে বরণে চলছে মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি। দিনরাত টানা পরিশ্রম করে যাচ্ছেন প্রতিমার কারিগররা।  মঙ্গলবার (৮ অক্টোবর) সরেজমিনে বিভিন্ন মণ্ডপে গিয়ে দেখা যায়, কাদা মাটির প্রলেপের কাজ শেষ কারিগরদের। এখন রং তুলিতে সাজসজ্জার কাজ শেষে চলছে নানা অলংকার দিয়ে সাজানোর কাজ। শিল্পীর নরম হাতের তুলিতে ফুটে ওঠছে দেবী দুর্গা সরস্বতী, কার্তিক, গণেশ, লক্ষ্মী। এবার দেবী আসবে পালকিতে চড়ে আর কৈইলাসে ফিরে যাবে। এবার উপজেলায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এবার ১২টি মন্দিরে দুর্গাপূজা ও ৫টি ঘটপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং মন্দির কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন আনসার ও পুলিশ সদস্যরা। এবার বিএনপি ও জামায়াতে ইসলামী আলাদা আলাদ ভাবে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।   আগামী ৮ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ অক্টোবর বিজয়ী দশমীতে বিসর্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এ দিকে বছর ঘুরে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবকে ঘিরে মণ্ডপে মণ্ডপে বেড়েছে প্রতিমা শিল্পীদের ব্যস্ততা। অপরদিকে পূজামণ্ডপ ঘিরে সকল ধরনের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। কয়েকজন প্রতিমা শিল্পীর সঙ্গে বললে তারা জানান, সেনবাগসহ বিভিন্ন এলাকার দুর্গা মন্দিরের প্রতিমাগুলো নতুন করে রং ও তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তুলছেন তারা। আগে প্রতিমা তৈরি করা থেকে সাজানো পর্যন্ত খরচ হতো কম। এখন মালামালের দাম বৃদ্ধি, শিল্পীদের পারিশ্রমিক বাড়ার কারণে খরচ প্রায় দিগুণ। তবুও এ কাজ তাদের করতেই হবে কারণ এটা আমাদের ধর্মীয় রীতিনীতি। শেষ মুহূর্তে দেবীকে পড়ানো হবে পোশাক-পরিচ্ছেদসহ অন্যান্য আল্পনা। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার দাস বলেন, আমাদের উপজেলায় দুর্গাপূজায় অতীতেও কোন ঘটনা ঘটেনি এবারও কোন কিছু হবে না বলে আমরা আশা রাখি। প্রশাসনিকভাবে আমাদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। রাজনৈতিকভাবেও আমাদের সহযোগিতা দেওয়া হবে, বিএনপি-জামায়াতের পক্ষ থেকে এমনটিই আমাদের জানানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ উপজেলার প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক দায়িত্ব পালন করা হচ্ছে।  আরটিভি/এমকে
আবুধাবিতে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
আবুধাবিতে বাংলাদেশি মহিন উদ্দিন লিটনকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। নিহত লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁওয়ের কেয়াম উদ্দিন হাজী বাড়ির হাজী আবদুল ছালামের ছেলে। নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা গত সাড়ে তিন বছর আগে জীবন ও জীবিকার তাগিদে আবুধাবি গিয়ে আল খাতাম নামক স্থানে চাকরি নেয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কোন এক সময় কর্মস্থলের পাশে অজ্ঞাত দুর্বৃত্তদের হামলা চালায়। পরে পথচারী লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এদিকে দুদিন স্বামীর খোঁজখবর না পাওয়ায় তার মা নাছিমা আক্তার সেখানে অবস্থানকারী রিমনের মামা জাহিদুল ইসলাম টিটুকে ফোন করে তার স্বামীর বিষয়টি জানায়। টিটু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তার ভগ্নিপতি মহিউদ্দিন লিটনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।  শনিবার (২৮ সেপ্টেম্বর) সে দেশের স্থানীয় সময় সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১ মেয়ে ২ ছেলের জনক। নিহত বাংলাদেশি মহিন উদ্দিন লিটনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।  বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজাল। আরটিভি/এমএ/এসএ
সেনবাগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
বানভাসি মানুষের স্বাস্থ্যসেবায় এগিয়ে এসে দিনব্যাপী ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৭ সেপ্টেম্বর) নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন ও শিশু রোগ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তাররা ৬ শতাধিক রোগীকে সেবা ও রোগীদের ফ্রি ওষুধ প্রদান করা হয়। এ উপলক্ষে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি লায়ন মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রফিকুল ইসলাম আলাল।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, সেনবাগ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন নাওয়াজ, সেনবাগ থানার ওসি মিজানুর রহমান, ওসি (তদন্ত) হেলাল উদ্দিন, অর্জুনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন রিপন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবদুস ছাত্তার বিএসসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, ফাউন্ডেশনের সেক্রেটারি ইসহাক প্রমুখ।  পরে বন্যায় বানভাসিদের সেবা প্রদানের স্বীকৃতি হিসেবে ইদিলপুর শিক্ষা ও সাংস্কৃতিক ফাউন্ডেশনের সদস্যরদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা। আরটিভি/এমকে
সেনবাগে ৪ দফা দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষক সমিতির মানববন্ধন
নোয়াখালীর সেনবাগে ৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বৈষম্যবিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বৈষম্যবিরোধী মাদরাসা শিক্ষক ফোরাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ও বৈষম্যবিরোধী মাদরাসা শিক্ষক ফোরামের ব্যানের এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার শিক্ষক উপস্থিত ছিলেন। ৪ দফাগুলো হলো- বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়করণ, জাতীয়করণে পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষিত কর্মসূচির (ঝঊঝওচ) জনবলকে রাজস্ব খাতে হস্তান্তর করা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মো. মনিরুল ইসলাম ও বৈষম্যবিরোধী মাদরাসা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আমিরুজ্জামান। মানববন্ধন শেষে উভয় সংগঠন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদের কাছে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন। আরটিভি/এমকে/এসএ
সেনবাগ প্রেসক্লাবের নতুন সভাপতি সাখাওয়াত, সেক্রেটারী জাহাঙ্গীর 
জাতীয় দৈনিক ও স্যাটেলাইট টেলিভিশনের কর্মরত সাংবাদিকদের সংগঠন নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের নতুন কমিটির গঠন করা হয়েছে। এতে দৈনিক আমার দেশ ও দিনকালের সেনবাগ প্রতিনিধি সাখাওয়াত উল্ল্যাহকে সভাপতি ও দৈনিক জনকন্ঠ এবং এশিয়ান টেলিভিশনের সেনবাগ প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক করে দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।  মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রেসক্লাবের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  এতে সহ-সভাপতি হিসেবে দৈনিক যায়যায়দিনের সেনবাগ প্রতিনিধি নুর হোসাইন সুমন, যুগ্ম সম্পাদক পদে দৈনিক যুগান্তর ও আরটিভির সেনবাগ প্রতিনিধি জাহাঙ্গীর পাটোয়ারী, দপ্তর সম্পাদক পদে রশির আহম্মদ ও প্রচার, প্রকাশনা সম্পাদক দৈনিক সংবাদের সেনবাগ প্রতিনিধি মো. ইব্রাহিম, নির্বাহী সদস্য পদে ইত্তেফাকের সেনবাগ প্রতিনিধি খোরশেদ আলম, দৈনিক ইনকিলাবের সেনবাগ প্রতিনিধি কাজী ফখরুল ইসলামকে মনোনীত করা হয়েছে।  এ ছাড়াও দৈনিক প্রথম আলোর নোয়াখালীর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, দৈনিক আজকের পত্রিকার সেনবাগ প্রতিনিধি আবদুল আউয়াল, বৈশাখী বার্তার সম্পাদক ও প্রকাশক গোলাম ছারওয়ার রিপন, খবরপত্রে সেনবাগ প্রতিনিধি জামাল হোসেন কচি, ইত্তেফাকের মুজিবুর রহমান মোল্লা ও সমকাল প্রতিনিধি মঞ্জুর আলমকে সদস্য করা হয়েছে। এর আগে বিদায়ী সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শায়েস্তনগরী সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত সদস্যবৃন্দের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।