• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ ফুট গভীর খাদে পর্যটকবাহী জিপ, আহত ১০ 
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।   আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।  সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার গণমাধ্যমকে বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন।  তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। আরটিভি/এএএ/এস
৫ ডিসেম্বর থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন
পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন
রাঙ্গামাটিতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ১
নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ণার্থীবাহী বাস উল্টে আহত ২০
ভোটার তালিকা হালনাগাদের পরই নির্বাচন: ধর্ম উপদেষ্টা
বর্তমান সরকার নির্বাচ‌নের‌ দি‌কে অগ্রসর হ‌চ্ছে। তাই নির্বাচন ক‌মিশন গঠন করা হ‌য়ে‌ছে। ভোটার তা‌লিকা হালনাগাদ ক‌রে প্রধান উপদেষ্টা নির্বাচ‌নের তা‌রিখ‌ ঘোষণা কর‌বেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খা‌লিদ হো‌সেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটিতে এক শিক্ষা সেমিনারে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা খা‌লিদ হো‌সেন বলেন, এদে‌শের জনগণ দীর্ঘদিন তা‌দের ভোটা‌ধিকার প্রয়োগ কর‌তে পা‌রেনি। যার ভোট‌, সে যাতে দি‌তে পা‌রে সেই প‌রি‌বেশ তৈরি করা হ‌চ্ছে। বৈষম‌্যহীন দুর্নী‌তিমুক্ত বাংলা‌দেশ গড়‌তে সবাইকে সহ‌যোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। তারা সমাজের বোঝা নয়। তাদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে। এ জাতীয় শিক্ষা তাদের স্বনির্ভর হতে বিশেষভাবে সহায়তা করবে। তারা সমাজে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারবে। সভায় এ সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, মাও. সালাউদ্দিন নানুপুরি, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আতিকুর রহমান, মাও. জসিম উদ্দিন, মাও. হেলাল উদ্দিনসহ অনেকে। আরটিভি/এএইচ/এস
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
উইমেন্স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন ফুটবল কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে রাঙামাটিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জাঁকজমক-পূর্ণভাবে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ এবং জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন, পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩ জন খেলোয়াড়কে ৩ লাখ করে মোট ৯ লাখ টাকা ও স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এ ছাড়া পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়াড়কে ৫০ হাজার টাকাসহ সম্মাননা স্মারক প্রদান করেন রাঙ্গামাটি পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা। জেলা বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মামুনুর রশিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।  এ ছাড়া জেলা জামায়াতের পক্ষ থেকে জামায়াত আমির আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মনসুরুল হক ও স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়। গণ সংবর্ধনা অনুষ্ঠানের আগে সকাল ১০টায় রাঙামাটির ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত তিনটি ট্রাকে করে সাফজয়ী ঋতুপর্ণা, মনিকা ও রূপনাসহ তাদের সাবেক ফুটবল, প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারি ও রাঙ্গামাটির কৃতী সন্তান জয়া চাকমাসহ পুলিশের ব্যান্ড পার্টি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। গাড়ির বহরে সঙ্গে শতাধিক মোটরসাইকেল বাংলাদেশ পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। গাড়ি বহরটি ঘাগড়া থেকে শহরে প্রবেশ করে রাঙ্গামাটির পুরো শহর প্রদক্ষিণ করে বনরূপা হয়ে রাঙ্গামাটির চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। আরটিভি/এএএ/এস
রাঙ্গামাটি হবে ‘বিশুদ্ধ বাতাসের শহর’
রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা রাঙ্গামাটিকে বিশুদ্ধ বাতাসের শহর ঘোষণার প্রস্তাব করেন। তিনি বলেন, পাহাড় আর হ্রদের মিতালি রাঙ্গামাটির বিশুদ্ধতাকে আরও বাড়িয়ে তোলে।একিউআই-এর মান অধিকাংশ সময় ৫০-এর কম থাকে। যে কারণে রাঙ্গামাটিকে বিশুদ্ধ বাতাসের শহর বলা যায়।  সোমবার (১৮ নভেম্বর) রাঙ্গামাটি জেলাপ্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ প্রস্তাব করেন। তিনি বলেন, একিউআই তথ্যানুসারে ০ থেকে ৫০ পর্যন্ত গুড এয়ার কোয়ালিটি, ৫১ থেকে ১০০ পর্যন্ত মডরেট এয়ার কোয়ালিটি, ১০১ থেকে ১৫০ পর্যন্ত আনহেলথি এয়ার কোয়ালিটি এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত সেনসেটিভ গ্রুপ আনহেলথি কোয়ালিটি হিসেবে পরিমাপ করা হয়। রাঙ্গামাটি শহরে একিউআই-এর মান ১৭ থেকে ২০ এর মধ্যে থাকে, যা গুড এয়ার কোয়ালিটি। ফলে রাঙ্গামাটিকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা করা হলে দেশ-বিদেশের লোকজন ভ্রমণের জন্য রাঙ্গামাটিকে বেছে নেবে সর্বাগ্রে। প্রকৌশলী সবুজ চাকমার এ প্রস্তাবে জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ উপস্থিত সকলে তাকে সাধুবাদ জানায়।  আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করার আগে সকালে তিনি তার ফেসবুকে রাঙ্গামাটি শহরের ছবির সঙ্গে উপরোক্ত তথ্যটি পোস্ট করেন। তার এ পোস্টের পর অসংখ্য লোকজন তা শেয়ার করে তার প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। জেলাপ্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বিষয়টি অবশ্যই চমকপ্রদ। পরীক্ষা-নীরিক্ষা ও রাঙ্গামাটির প্রাকৃতিক পরিবেশের ধারণা নিয়ে রাঙ্গামাটি শহরকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত বিবেচনা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহামদ শফি, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ। আরটিভি/এমকে-টি
কাপ্তাই হ্রদে সুবলং চ্যানেল জয়ে জলে ৩০ প্রতিযোগী
‘কাপ্তাই লেকে কাটবে সাঁতার, ভয় করবে জয়, নিয়মিত কাটলে সাঁতার স্বাস্থ্য ভালো রয়’ এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে সুবলং চ্যানেল সুইমিং। শনিবার (১৬ নভেম্বর) সকালে সুবলং বাজার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। কাপ্তাই হ্রদের মোট ১৩ দশমিক ৫ কিলোমিটার পথ সাঁতরে পাড়ি দেবেন প্রতিযোগিতায় অংশ নেওয়া বেঙ্গল ডলফিনস সাঁতারু দলের মোট ৩০ জন প্রতিযোগী। শহরের শহীদ মিনার ঘাটে এসে প্রতিযোগিতা শেষ হয়। এতে প্রথম হয়েছে বরগুনার প্রতিযোগী সাইফুল ইসলাম রাসেল। রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলম বলেন, রাঙামাটির শিশু-কিশোররা যাতে কাপ্তাই হ্রদকে আর ভয় না পায় সে জন্যই আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাঁতারুরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আমি আশা করছি সাঁতারের এই বিপ্লব রাঙামাটির আনাচে কানাচে ছড়িয়ে যাবে। প্রতিযোগিতা শেষে দুপুরে জেলা শহীদ মিনার প্রাঙ্গণে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনি আগামী বছর রাঙামাটি-কাপ্তাই হ্রদে এই প্রতিযোগিতার আয়োজনের ঘোষণা দেন। আরটিভি/এমএ-টি
রাঙ্গামাটিতে ২ ভারতীয় নাগরিক আটক
রাঙ্গামাটির বরকল উপজেলায় ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।  শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে স্পিডবোট যোগে রাঙামাটি আসার পথে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন- সুরেশ চাকমা (৩৯) ও অরং খান চাকমা। তাদের কাছ থেকে নগদ ২ লাখ ৬৮ হাজার একশো টাকা পাওয়া যায়।  সূত্র জানায়, স্পিডবোট যোগে ৬ যাত্রী রাঙামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে সূত্র জানায়।  বরকল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল আউয়াল বলেন, বরকল বিজিবি চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিককে আটকের খবর পেয়েছি। বিজিবির কাজ সম্পন্ন হলে পুলিশের কাছে হস্তান্তর করবে। আরটিভি/এমকে
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৪ সদস্যের দায়িত্ব গ্রহণ 
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে পুনর্গঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার ও ১৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন। নবগঠিত জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১০তম চেয়ারম্যান হিসাবে পরিষদ চেয়ারম্যান পদে আসীন হলেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিমসহ পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ৭ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জারী করা এক প্রজ্ঞাপনে নতুন পরিষদ গঠন করা হয়। দেশের ৬১ জেলার জেলা পরিষদ গুলোর চেয়ে তিন পার্বত্য জেলা পরিষদগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলায় ১৯৮৯ সালে প্রণীত পৃথক ৩টি আইন অনুযাযী জেলা পরিষদগুলো গঠিত। আইন এ বিধান অনুযায়ী বর্তমান চেয়ারম্যান ও ১৪ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ গঠণ করা হয়েছে। বর্তমান পরিষদে ২ জন উপজাতীয় এবং ১ জন অ-উপজাতীয়সহ মোট ৩ জন মহিলা সদস্যের পদ সংরক্ষিত রাখা হয়েছে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কাছে ২৫টি সরকারী দপ্তর ও বিষয় হস্তান্তরিত। দপ্তর সমূহের পরিচালনার দায়িত্ব পরিষদের কাছে ন্যস্ত। রাঙ্গামাটিতে বসবাসরত ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও অ উপজাতীয় সকল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অগ্রগতির জন্য অবকাঠামোসহ অন্যান্য খাতসমূহে সুষম উন্নয়নের লক্ষ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আইন অনুযায়ী নব গঠিত অন্তরবর্তীকালীন পরিষদ কাজ চালিয়ে যাবেন। আরটিভি/এফআই