• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত
পর্যটকবাহী গাড়ি উল্টে ৯০ ফুট গভীর খাদে, আহত ৫ 
রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র যাওয়ার পথে চাঁদের গাড়ি নামে পরিচিত পর্যটকবাহী একটি ফোর হুইল জিপ উল্টে সড়কের ৯০ ফুট গভীর খাদে পড়ে গেছে। এতে আহত হয়েছেন কলেজ শিক্ষার্থীসহ ৫ পর্যটক। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে সিজক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতরা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। আহতদের মধ্যে ৩ শিক্ষার্থীর নাম জানা গেছে। তারা হলেন— ছাবিনা (২১), মিনি (২০) ও মিলি (২১)।  স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, নোয়াখালী সরকারি মহিলা কলেজে ২১ জন ছাত্রী ও দুজন শিক্ষক দুটি চান্দের গাড়ি নিয়ে সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে সিজক ছড়া থেকে সাজেক উঠার সময় একটি গাড়ি ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে ৯০ ফুট নিচে খাদে পড়ে যায়।   পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে একজন শিক্ষকের অধীনে খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী। আরটিভি/এএএ/এআর
বর্তমান প্রেস কাউন্সিল গ্রহণযোগ্যতা হারিয়েছে: কামাল আহমেদ
রাঙ্গামাটিতে ইউপিডিএফ’র ক্যাম্পের সন্ধান পেয়েছে সেনাবাহিনী
সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন বাঘাইহাট সেনা জোন
নিখোঁজের ৪২ ঘণ্টা পর কর্ণফুলী নদীতে মিলল ২ পর্যটকের লাশ
রাঙ্গামাটিতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে বড়দিন
সারাদেশের মতো পার্বত্য জনপদ রাঙ্গামাটিতে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন।  বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বড়দিন উপলক্ষে শহরের আসামবস্তি নির্মলা মারিয়া গির্জার উদ্যোগে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।  প্রার্থনায় অংশ নেন পাহাড়ের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ রাঙ্গামাটির বাইরে থেকে আসা অনেক খ্রিস্টান পর্যটক। সমবেত প্রার্থনায় দেশ, জাতি ও সবার মঙ্গল কামনা করা হয়। প্রার্থনা শেষে কেক কেটে যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। কুষ্টিয়া থেকে বেড়াতে আসা পর্যটক সুমিত মণ্ডল বলেন, আমরা রাঙ্গামাটিতে বেড়াতে এসেছিলাম। যেহেতু রাঙ্গামাটিতে খ্রিষ্টান কমিউনিটি কম তাই দুশ্চিন্তায় ছিলাম বড়দিনের প্রার্থনা কোথায় করবো। কিন্তু এখানে এসে প্রার্থনায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। সবাই খুব আপন করে নিয়েছে আমাদের।  নির্মলা মারিয়া গির্জার কার্টিকিস্ট স্যামুয়েল আসাম বলেন, আমাদের প্রার্থনায় অনেক পূর্ণার্থীর সমাগম হয়েছে। আমাদের মূল গির্জার নির্মাণ কাজ চলমান থাকায় গির্জার পাশে অনুষ্ঠান আয়োজন করেছি। আগামী বছর থেকে আরও বড় পরিসরে বড়দিন উদযাপন করতে পারবো বলে আশা করি।  সেন্ট ট্রিজার কনভেন্টের অধ্যক্ষ সিস্টার কাকলি রোজারিও বলেন, আজ আমাদের জন্য বিশেষ দিন। যুগে যুগে যে মহামানবের জন্ম হয়েছে তিনি প্রভু যিশু। বড়দিন উপলক্ষ্যে আমরা আধ্যাত্মিক প্রস্তুতি নিয়েছি। বিভিন্ন জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন হবে। সবাই আনন্দ ও ভালোবাসায় আজকের দিনটি উদযাপন করবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। রাঙ্গামাটির কেন্দ্রীয় গির্জা সেন্ট যোসেফ চার্চের প্রধান পুরোহিত ফাদার মাইকেল রায় বলেন, আজকের দিনটি আমাদের শিক্ষা দেয় আমরা যাতে চিন্তা চেতনায়, হৃদয়ে, মন-মানসিকতায় বড় হয়ে উঠতে পারি। আজকের দিনে আমরা দেশ জাতি ও সবার মঙ্গলের জন্য প্রার্থনা করি। আরটিভি/এএএ     
নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে দুই পর্যটক। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের সীতারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই পর্যটকের নাম প্রিয়ন্ত দাস (১৬) ও শাওন দত্ত (১৭)। নিখোঁজ শাওন চট্টগ্রামের রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং চট্টগ্রামের সদরঘাট নালাপাড়া এলাকার জিদান দত্তের ছেলে। অপর কিশোর শাওনের খালাতো ভাই হলেও তার বাবার পরিচয় পাওয়া যায়নি। ঘটনার বর্ণনা দিয়ে নিখোঁজদের সঙ্গে থাকা বন্ধু সালমান আহমেদ বলেন, আমরা ৯ বন্ধু মিলে রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা মিশন ঘাট থেকে একটি নৌকায় করে কাপ্তাই ভ্রমণে আসি। এরপর আমরা চারজন কর্ণফুলী নদীর সীতার ঘাট এলাকায় গোসল করতে নামি। পানিতে নামার পর দুজন কূলে উঠে আসে। কিন্তু প্রিয়ন্ত ও শাওন নদীতে তলিয়ে যায়। তবে তারা নদীতে নামার আগে মাদক সেবন করেছিল বলে বলে জানান সালমান। বিকেল ৩টা পর্যন্ত নিখোঁজ দুই পর্যটকের খোঁজ পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কাপ্তাই ফায়ার স্টেশনের সদস্য ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত আছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ বলেন, নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে। আরটিভি/এএএ/এস 
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল। নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ (৪৩) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। স্থানীয়রা জানান, সোমবার রাতে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কারা জড়িত এবং পূর্বের কোনো শত্রুতা আছে কিনা এ ব্যাপারে কিছুই জানাতে পারেনি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা। এ বিষয়ে ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি রিমোট (দুর্গম) এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আরটিভি/এমকে
প্রধান উপদেষ্টা লোক দেখানো পরিবর্তন চান না: পার্বত্য উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুধু লোক দেখানো পরিবর্তন চান না বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার (২১ ডিসেম্বর) রাঙ্গামাটিতে মোনঘরের সুর্বণজয়ন্তী অনুষ্ঠানের সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস শুধু লোক দেখানো পরিবর্তন চান না। উনি এমন একটি পরিবর্তন চান, যেই পরিবর্তন আমরা সবাই নির্ভয়ে চর্চা করতে পারবো। ৫ আগস্টে যে পরিবর্তনটি এসেছে, সেই পরিবর্তনটি সবার জন্য এসেছে। অধিকার সবার জন্য, এই অধিকারটি প্রতিষ্ঠা করার জন্যই এই পরিবর্তন।’ সুপ্রদীপ চাকমা বলেন, ‘আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমরা যেন দেশ, রাষ্ট্র ও সংবিধানের মানুষ হিসেবে অধিকারের পাশাপাশি দায়িত্বটাও পালন করি।’ মোনঘরের সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপনী অধিবেশনের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। আলোচনা সভা শেষে মোনঘরের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আরটিভি/এমকে
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা 
মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটির নানিয়ারচরের বুড়িঘাটে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। স্বাধীনতার এ বীর সন্তানের সমাধিতে বিজিবি মহাপরিচালকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন পিবিজিএম পিএসসি। পরে রাঙ্গামাটি সেক্টরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।  এ সময় বিজিবির কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের দেহ সমাহিত করা ও শনাক্তকারী দয়াল কৃঞ্চ চাকমা, বীরেশ্রষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের পরিচালক ইয়াছিন রানা সোহেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিউগলের করুণ সুর বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয় জাতির এই সূর্য সন্তানকে।  এ ছাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ বীর শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।  পরে দয়াল কৃঞ্চ চাকমাকে আর্থিক অনুদান প্রদান করেন বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার।    এ দিকে মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গামাটি জিমনেসিয়াম চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়। আরটিভি/এমকে
রাঙ্গামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমমার (৯ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার, ড. ফরহাদ হোসেন, দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আহামদ ফরহাদ হোসেন প্রমুখ।  আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে পারে তরুণরা। আমাদের আগামী প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশে সবাই দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকবে। দেশের অফিস আদালতসহ সব ক্ষেত্রে দুর্নীতি থাকবে না বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।