• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo
সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে, ৬ শিক্ষার্থী আহত
সাজেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন বাঘাইহাট সেনা জোন
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতীয় পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উপহার দেওয়া হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুরে সাজেক অদ্বিতীয় পাবলিক স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের সরকারি প্রাক প্রাথমিক হইতে ৩য় শ্রেণির বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন। বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেকের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতীয় পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, ৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), স্কুল পরিচালনা কমিটির সদস্য সাজেক ইউনিয়নের মহিলা মেম্বার সুমিতা চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সহ-সভাপতি মো. রায়হান উদ্দিন, সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যসহ বাঘাইহাট এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকরা। প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে. কর্ণেল মো. খায়রুল আমিন বলেন, সরকার কর্তৃক সমগ্র বাংলাদেশে বিনামূল্যের বই বিতরণ হচ্ছে। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ দরিদ্র অভিভাবকদের জন্য স্বস্তির ব্যাপার। রাষ্ট্রের পক্ষ থেকে এ সহায়তায় তাদের আর্থিক কষ্টের বোঝা অনেকটাই লাঘব হবে বলে আমাদের বিশ্বাস। শুধু বিনামূল্যের বই নয়, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে আরও অনেক কিছু করার চিন্তা আছে।  আরটিভি/এমকে
সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
সাজেকে আরও ৩ দিন পর্যটকদের না যেতে পরামর্শ
সাজেক থেকে হেলিকপ্টারে ফিরছেন পর্যটকরা
দুর্গম বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে বিজিবি
বন্যায় ডুবে যাওয়া ২ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার 
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থী মারা গেছে।  বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ। জানা যায়, বাঘাইছড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কৃতিত্ব চাকমা (১৩) ও বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সোহামণি চাকমা (১১) নামে ২ স্কুলশিক্ষার্থী সম্প্রতি পৃথক পৃথক জায়গাতে বন্যার পানিতে ডুবে যায়। তাদের মধ্যে কৃতিত্ব চাকমার মরদেহ বাঘাইছড়ি পৌর এলাকার বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় উদ্ধার করা হয়। আর সোহামণির মরদেহ বুধবার বিকেলে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রাম থেকে উদ্ধার হয়। স্থানীয়রা জানান, গত রোববার (৩০ জুন) জুন থেকে টানা তিন দিন বৃষ্টি হয়েছে। এতে পাহাড়ি ঢলে বন্যায় প্লাবিত হয়েছে উপজেলার নিম্নাঞ্চল। গত ২ জুলাই বিকেল ৫টায় বাঘাইছড়ি পৌর এলাকার বাঘাইছড়ি গ্রাম সংলগ্ন নারিকেল বাগান এলাকায় রাস্তার ওপর সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে বন্যার পানির স্রোতে পড়ে নিখোঁজ হয়ে যায় মিল্টন চাকমার ছেলে কৃতিত্ব চাকমা। দুদিন খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় নিখোঁজ হওয়া স্থানেই ভেসে উঠে কৃতিত্ব চাকমার মরদেহ। পরে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। সে বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিঠেল চাকমা।  এ দিকে বুধবার (৩ জুলাই) বিকেলে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে সোহামনি চাকমা বন্যার পানিতে ডুবে যায়। এ বিষয়ে বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য শেফালী চাকমা বলেন, ‘বাড়ির পাশে বিলে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে যাওয়া বেশ কিছু সময় পর মৃত অবস্থায় ভেসে ওঠে সোহামণির মরদেহ।’ এ দুই ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘বন্যায় ডুবে যাওয়া ২ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার স্থানীয়রা উদ্ধার করেছেন।’
বাঘাইছড়িতে বন্যার পানিতে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরেক শিশু
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বন্যার পানিতে ডুবে সুহামণি চাকমা (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে উপজেলায় বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুহানি চাকমা বালুখালী গ্রামের মহিনি কুমার চাকমার মেয়ে এবং সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার নাতনি।  জানা যায়, বাড়ির পাশে জলাশয়ের পানিতে তলিয়ে যায় সুহামণি। অনেক খোঁজাখুঁজির পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।  এর আগে, মঙ্গলবার বিকেলে বন্যায় তলিয়ে যাওয়া বাঘাইছড়ি নারিকেল বাগান সড়ক পার হওয়ার সময় স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছে কৃতিত্ব চাকমা (১১) নামে আরেক শিশু। সে বাঘাইছড়ি উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শান্তি বিকাশ চাকমা জানান, বাঘাইছড়ি থানা পুলিশ রেডক্রিসেন্ট ও স্থানীয় যুবকরা ট্রলার নিয়ে দিনভর খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি।  বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করছেন।
কাচালং কলেজ বন্যায় প্লাবিত, নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় এই কলেজের বিভিন্ন বিভাগের ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কলেজ ও আশপাশের এলাকার সব সড়ক তলিয়ে গেছে। বুধবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের প্রধান সড়কটি ডুবে রয়েছে। এ ছাড়া কলেজের নিচ তলার সবকটি রুম (পরীক্ষা কেন্দ্র) তলিয়ে গেছে। শুধু এইচএসসি পরীক্ষা নয়, কলেজে আজ থেকে শুরু হয়েছে ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গেছে তাদের।  এ বিষয়ে ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের কলেজ তলিয়ে গেছে। তবুও শত কষ্ট করে হলেও নৌকা দিয়ে পরীক্ষা দিতে এসেছি।’ কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিগ্রি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৪ শিক্ষার্থীর পরীক্ষা কোনমতে চার তলায় নিয়েছি। বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা খুবই চিন্তিত বন্যার কারণে ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষা কীভাবে নেবো, বুঝতে পারছি না। ইতোমধ্যে বন্যার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। রাত পোহালে এইচএসসি পরীক্ষা। অভিভাবক ও শিক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছে। এই পানি মাড়িয়ে কীভাবে কেন্দ্রে যাবে শিক্ষার্থীরা, সেটি নিয়েও আমরাও উদ্বিগ্ন।’ এইচএসসি পরীক্ষার্থী রেজাউল করিম বলেন, ‘আমরা বাড়িতেও পানিবন্দি অবস্থায় আছি। পরীক্ষার শেষ মুহূর্তে যে রকম পড়াশোনার পরিবেশ দরকার তা একদমই নেই। ঘরে পড়ার মতো পরিবেশ নাই। আমার অভিভাবক এ বিষয়ে খুবই চিন্তিত।’  শুধু রেজাউল নয়, একই চিত্র উপজেলার বেশির ভাগ বাড়িতে।  এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে কৃতিত্ব চাকমা (১২) নামে এক স্কুলছাত্র রাস্তা পার হতে গিয়ে বন্যায় ভেসে যান। এখনও ওই ছাত্র নিখোঁজ রয়েছে। 
নাঈম হত্যার বিচারের দাবিতে সাজেকে বিক্ষোভ ও সমাবেশ
নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। বুধবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটির সাজেকের উজো বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, গঙ্গারাম মুখ পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) জ্যোতিলাল চাকমা, সাজেক ইউপি মেম্বার পরিচয় চাকমাসহ অন্যরা। সমাবেশে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা বলেন, ঠ্যাঙারে বাহিনীর গুলিতে গতকাল নিরপরাধ বাস কর্মচারী নাঈম নিহত হয়েছেন। তাদের অত্যাচারে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন যদি ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকরীদের গ্রেপ্তার ব্যর্থ হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) দুই দলের মধ্যে গোলাগুলিতে স্থানীয় শান্তি পরিবহনের কর্মচারী মো. নাঈম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। উল্লেখ্য, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অপর সংগঠনকে ইউপিডিএফ গণতান্ত্রিক ঠ্যাঙারে বাহিনী বলে অভিহিত করে থাকে।
বাঘাইছড়িতে নির্বাচন ৯ জুন, হেলিকপ্টারে কেন্দ্রে পৌঁছাচ্ছে মালামাল
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৯ মে স্থগিত হওয়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ জুন। এরইমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৯টি ভোটকেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯ জন, পুরুষ ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৯৬ জন, মহিলা ভোটার সংখ্যা ৩৭ হাজার ২৩২ জন এবং হিজড়া ভোটার মাত্র ১ জন। ৩৯ কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম ৫টি ও বাঘাইছড়ি ইউনিয়নে ১টি কেন্দ্রে শুক্রবার (৭ জুন) সকাল থেকে ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম পৌঁছানোর কথা থাকলেও মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার কারণে মারিশ্যা জোন ২৭ বিজিবির হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারের মাধ্যমে মাত্র ২টি কেন্দ্রে মালামাল পৌঁছানো হয়েছে। হেলিসর্টির ৪টি কেন্দ্রসহ বাকি ৩৭ কেন্দ্রের মালামাল পৌঁছানোর কথা রয়েছে শনিবার। এদিকে ১১ দিন স্থগিত থাকার পর শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে জাতীয় কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাহাড়ের বড় দুই আঞ্চলিক সংগঠন। নির্বাচনে জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফ প্রসীত দলের সমর্থন নিয়ে আনারস প্রতীকের অভিভ চাকমা এবং জেএসএস সংস্কার দলের ঘোড়া প্রতীকের সুদর্শন চাকমা। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে ঘিরে সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।  নিরাপত্তা জোরদার করতে শুক্রবার বিকেল থেকে মারিশ্যা জোন ২৭ বিজিবি, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি ও রাজনগর জোন ৩৭ বিজিবি মাঠে কাজ করছে। নিরাপত্তার জন্য ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।    উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাঘাইছড়িতে সহিংসতায় ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এবার যেন কোনোভাবেই বড় কোনো সহিংসতা না ঘটে সেদিকে সতর্ক নজর রাখছে স্থানীয় প্রশাসন।
প্রচারণায় জমে উঠেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রতীক বরাদ্দ। আর এর মধ্য দিয়ে প্রচারণায় জমে উঠেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের মাঠ। তৃতীয় ধাপের এই নির্বাচনে বাঘাইছড়ি উপজেলা পরিষদসহ দেশের মোট ১১২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ আমলে নেন।  রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে লড়বেন বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা আর তার বিপরীতে আনারস প্রতীকে থাকছেন বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিভ চাকমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং প্রজাপতি প্রতীকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা নির্বাচন করবেন।  বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৫ জন প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বই প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, তালা প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, টিউবওয়েল প্রতীকে মনসুর আলী, উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা এবং চশমা প্রতীকে আনোয়ার হোসেন।  বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, এখন পর্যন্ত উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। আশা করছি, আগামী ২৯ মে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৭৯৬ জন, মহিলা ভোটার ৩৭ হাজার ২৩২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন৷