• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo
সাজেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী
সাজেকে আরও ৩ দিন পর্যটকদের না যেতে পরামর্শ
রাঙামাটির সাজেকে পর্যটকদের আরও ৩ দিন না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর থেকে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সাজেকে পর্যটকদের না যাওয়ার জন্য নিরুৎসাহ করার সময় বাড়ানো হলো। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলার ইউএনও শিরীন আক্তার। তিনি বলেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফলে ১ অক্টোবর থেকে ৩ অক্টোবর পর্যন্ত পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।’   তবে এটা কোনো নিষেধাজ্ঞা নয় বলেও জানান তিনি।     এ দিকে সাজেক রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, আরও ৩ দিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বাড়ানো হয়েছে। এতে সব রিসোর্ট পর্যটক শূন্য রয়েছে। ফলে আমরা সকলে বেকার সময় কাটাচ্ছি। মৌসুমে পর্যটক না থাকায় আর্থিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন। সম্প্রতি পাহাড়ে সহিংসতার জের ধরে চলা অবরোধে ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৪ দিন সাজেকে ১৪০০ পর্যটক আটকা পড়ে। সে সময় পানি ও খাবারের সংকট হয়। ২৪ সেপ্টেম্বর সেনাবাহিনীর সহায়তায় পর্যটকরা খাগড়াছড়ি শহরে পৌঁছায়। ওই দিন রাঙ্গামাটিতে আইনশৃঙ্খলা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সাজেকে পর্যটক ভ্রমণে প্রথম দফায় ৩ দিনের জন্য নিরুৎসাহিত পরিপত্র জারি করেন। পরে তা দ্বিতীয় দফায় আরও ৩ দিন বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। আরটিভি/এমকে/এআর
সাজেক থেকে হেলিকপ্টারে ফিরছেন পর্যটকরা
দুর্গম বাঘাইছড়িতে বন্যার্তদের পাশে বিজিবি
বন্যায় ডুবে যাওয়া ২ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার 
বাঘাইছড়িতে বন্যার পানিতে এক শিশুর মৃত্যু, নিখোঁজ আরেক শিশু
কাচালং কলেজ বন্যায় প্লাবিত, নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীরা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ও এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস বন্যার পানিতে তলিয়ে গেছে। এ অবস্থায় এই কলেজের বিভিন্ন বিভাগের ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কলেজ ও আশপাশের এলাকার সব সড়ক তলিয়ে গেছে। বুধবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজের প্রধান সড়কটি ডুবে রয়েছে। এ ছাড়া কলেজের নিচ তলার সবকটি রুম (পরীক্ষা কেন্দ্র) তলিয়ে গেছে। শুধু এইচএসসি পরীক্ষা নয়, কলেজে আজ থেকে শুরু হয়েছে ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। নৌকায় করে পরীক্ষা কেন্দ্রে আসতে দেখা গেছে তাদের।  এ বিষয়ে ডিগ্রি ২য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিতে আসা কয়েকজন শিক্ষার্থী বলেন, আমাদের কলেজ তলিয়ে গেছে। তবুও শত কষ্ট করে হলেও নৌকা দিয়ে পরীক্ষা দিতে এসেছি।’ কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডিগ্রি পরীক্ষায় অংশ নেওয়া ১৭৪ শিক্ষার্থীর পরীক্ষা কোনমতে চার তলায় নিয়েছি। বৃহস্পতিবার থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা খুবই চিন্তিত বন্যার কারণে ৪৬৮ জন শিক্ষার্থীর পরীক্ষা কীভাবে নেবো, বুঝতে পারছি না। ইতোমধ্যে বন্যার বিষয়টি বোর্ড কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো নির্দেশনা আসেনি। রাত পোহালে এইচএসসি পরীক্ষা। অভিভাবক ও শিক্ষার্থীরা উৎকণ্ঠায় রয়েছে। এই পানি মাড়িয়ে কীভাবে কেন্দ্রে যাবে শিক্ষার্থীরা, সেটি নিয়েও আমরাও উদ্বিগ্ন।’ এইচএসসি পরীক্ষার্থী রেজাউল করিম বলেন, ‘আমরা বাড়িতেও পানিবন্দি অবস্থায় আছি। পরীক্ষার শেষ মুহূর্তে যে রকম পড়াশোনার পরিবেশ দরকার তা একদমই নেই। ঘরে পড়ার মতো পরিবেশ নাই। আমার অভিভাবক এ বিষয়ে খুবই চিন্তিত।’  শুধু রেজাউল নয়, একই চিত্র উপজেলার বেশির ভাগ বাড়িতে।  এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে কৃতিত্ব চাকমা (১২) নামে এক স্কুলছাত্র রাস্তা পার হতে গিয়ে বন্যায় ভেসে যান। এখনও ওই ছাত্র নিখোঁজ রয়েছে। 
নাঈম হত্যার বিচারের দাবিতে সাজেকে বিক্ষোভ ও সমাবেশ
নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও ঠ্যাঙারে বাহিনী ভেঙে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। বুধবার (১৯ জুন) সকালে রাঙ্গামাটির সাজেকের উজো বাজারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা, সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা, গঙ্গারাম মুখ পাড়ার কার্বারী (গ্রাম প্রধান) জ্যোতিলাল চাকমা, সাজেক ইউপি মেম্বার পরিচয় চাকমাসহ অন্যরা। সমাবেশে সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য সচিব নতুন জয় চাকমা বলেন, ঠ্যাঙারে বাহিনীর গুলিতে গতকাল নিরপরাধ বাস কর্মচারী নাঈম নিহত হয়েছেন। তাদের অত্যাচারে সাজেকের সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। আমরা নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। বাঘাইছড়ি উপজেলা প্রশাসন যদি ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকরীদের গ্রেপ্তার ব্যর্থ হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হবো। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এবং ইউপিডিএফ (প্রসীত) দুই দলের মধ্যে গোলাগুলিতে স্থানীয় শান্তি পরিবহনের কর্মচারী মো. নাঈম (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। উল্লেখ্য, প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ অপর সংগঠনকে ইউপিডিএফ গণতান্ত্রিক ঠ্যাঙারে বাহিনী বলে অভিহিত করে থাকে।
বাঘাইছড়িতে নির্বাচন ৯ জুন, হেলিকপ্টারে কেন্দ্রে পৌঁছাচ্ছে মালামাল
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ২৯ মে স্থগিত হওয়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৯ জুন। এরইমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৯টি ভোটকেন্দ্রের বিপরীতে ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯ জন, পুরুষ ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৯৬ জন, মহিলা ভোটার সংখ্যা ৩৭ হাজার ২৩২ জন এবং হিজড়া ভোটার মাত্র ১ জন। ৩৯ কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম ৫টি ও বাঘাইছড়ি ইউনিয়নে ১টি কেন্দ্রে শুক্রবার (৭ জুন) সকাল থেকে ভোটগ্রহণ কর্মকর্তা ও সরঞ্জাম পৌঁছানোর কথা থাকলেও মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকার কারণে মারিশ্যা জোন ২৭ বিজিবির হেলিপ্যাড থেকে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টারের মাধ্যমে মাত্র ২টি কেন্দ্রে মালামাল পৌঁছানো হয়েছে। হেলিসর্টির ৪টি কেন্দ্রসহ বাকি ৩৭ কেন্দ্রের মালামাল পৌঁছানোর কথা রয়েছে শনিবার। এদিকে ১১ দিন স্থগিত থাকার পর শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে জাতীয় কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাহাড়ের বড় দুই আঞ্চলিক সংগঠন। নির্বাচনে জনসংহতি সমিতি জেএসএস ও ইউপিডিএফ প্রসীত দলের সমর্থন নিয়ে আনারস প্রতীকের অভিভ চাকমা এবং জেএসএস সংস্কার দলের ঘোড়া প্রতীকের সুদর্শন চাকমা। এ ছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচনকে ঘিরে সকল প্রকার সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।  নিরাপত্তা জোরদার করতে শুক্রবার বিকেল থেকে মারিশ্যা জোন ২৭ বিজিবি, বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি ও রাজনগর জোন ৩৭ বিজিবি মাঠে কাজ করছে। নিরাপত্তার জন্য ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।    উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বাঘাইছড়িতে সহিংসতায় ৮ জন নির্বাচনী কর্মকর্তা নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এবার যেন কোনোভাবেই বড় কোনো সহিংসতা না ঘটে সেদিকে সতর্ক নজর রাখছে স্থানীয় প্রশাসন।
প্রচারণায় জমে উঠেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচন
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রতীক বরাদ্দ। আর এর মধ্য দিয়ে প্রচারণায় জমে উঠেছে বাঘাইছড়ি উপজেলা নির্বাচনের মাঠ। তৃতীয় ধাপের এই নির্বাচনে বাঘাইছড়ি উপজেলা পরিষদসহ দেশের মোট ১১২টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সোমবার (১৩ মে) দুপুরে রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসারের সম্মেলন কক্ষে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও পরামর্শ আমলে নেন।  রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ উপজেলা বাঘাইছড়িতে এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে লড়বেন বর্তমান চেয়ারম্যান সুদর্শন চাকমা আর তার বিপরীতে আনারস প্রতীকে থাকছেন বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান অলিভ চাকমা। ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা এবং প্রজাপতি প্রতীকে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা নির্বাচন করবেন।  বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ৫ জন প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, বই প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, তালা প্রতীকে সাবেক ভাইস চেয়ারম্যান দিপ্তীমান চাকমা, টিউবওয়েল প্রতীকে মনসুর আলী, উড়োজাহাজ প্রতীকে নিখিল জীবন চাকমা এবং চশমা প্রতীকে আনোয়ার হোসেন।  বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের বর্তমান পরিস্থিতি জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান, এখন পর্যন্ত উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি। আশা করছি, আগামী ২৯ মে সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৩৯টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৭৯৬ জন, মহিলা ভোটার ৩৭ হাজার ২৩২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১ জন৷ 
বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক খাদে, নিহত ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মো. সাজ্জাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সফিকুল ইসলাম (২৫) নামে আরও একজন। বুধবার (৮ মে) চট্টগ্রাম থেকে বালুবোঝাই ট্রাক বাঘাইছড়ি উপজেলা সদরে আসার পথে সকাল ৯টায় মারিশ্যা - দিঘীনালা সড়কের ৯ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক, হেলপারসহ দুজন আহত হয়।  পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে গাড়ির হেলপার মো. সাজ্জাদ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত সাজ্জাদ হোসেন ফটিকছড়ি উপজেলার রাবারবাগান এলাকার মৃত আজাদ উদ্দিনের ছেলে। এ ছাড়া অপর আহত হেলপার সফিকুল ইসলাম (২৫) দিঘীনালা উপজেলার উত্তর মিলনপুর গ্রামের মো. সাদিরের ছেলে বলে পুলিশ পরিচয় নিশ্চিত করেছে। গাড়ির চালক পলাতক রয়েছেন।  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাঘাইছড়িতে পিকআপ উল্টে নারী নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়িতে যাত্রীবাহী পিকআপ উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছেন। তার নাম জিকু চাকমা। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বাঘাইছড়ির কচুছড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস মোহাম্মদ। তিনি বলেন, খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি বিহারপাড়া এলাকা থেকে পিকআপযোগে ২০-২২ জন নারী-পুরুষ দুপুর ১টায় বাঘাইছড়ি ইউনিয়নের মিলনপুর ভাবনা কুঠির বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে বিকাল ৫টায় অনুষ্ঠান শেষে মহালছড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সীমান্ত সড়কের কচুছড়ি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে দুর্ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি। পিকআপে থাকা প্রত্যেকেই আহত হয়েছেন। যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও বলেন, এ দুর্ঘটনায় জিকু চাকমা নামের একজন মারা গেছেন। তার মরদেহ খাগড়াছড়িতে পাঠানো হয়েছে।