কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার দীর্ঘ ৫৬ দিন পর ভেসে উঠেছে সিম্বল অব রাঙ্গামাটি খ্যাত ঝুলন্ত সেতু।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সেতুর পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে সেটি দৃশ্যমান হতে শুরু করে।
রাঙ্গামাটি ট্যুরিস্ট বোট মালিক সমিতির সহসভাপতি রমজান আলী গণমাধ্যমকে বলেন, রাঙ্গামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে ঝুলন্ত সেতু প্রধান আকর্ষণ। তাই এতদিন বেড়াতে আসা পর্যটকদের ঝুলন্ত সেতুর আনন্দ উপভোগ না করে হতাশ হয়ে ফেরত যেতে হয়েছে। কিন্তু সৌভাগ্যক্রমে বৃষ্টিপাত কমে যাওয়ায় আজ থেকে সেতু জেগে উঠেছে। এখন থেকে পর্যটক সমাগম বাড়বে বলে আশা করছি।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাঙ্গামাটি জেলায় ভারী বৃষ্টিপাতের ফলে উজান হতে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যেতে শুরু করে ঝুলন্ত সেতু। এরপর দীর্ঘ ৫৬ দিন পানির নিচে থাকার পর ভেসে উঠেছে সেতুটি।
আরটিভি/এএএ