ঢাকার ধামরাইয়ে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামের একটি ফ্যাক্টরিতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল রাতে ১৮ থেকে ২০ জনের একটি ডাকাত দল অতর্কিতভাবে কারখানাটির দেয়াল পেরিয়ে ভেতরে প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তাকর্মীদের হাত-পা মুখ বেঁধে এক জায়গায় আটকে রাখে। ডাকাতরা নগদ টাকা, জেনারেটরের কেবল ও ব্যাটারি, ল্যাপটপসহ আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
নিরাপত্তাকর্মী আজগর আলী জানান, রাতে ৫ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছিল। এ সময় ডাকাতরা অতর্কিত এসে তাদের হাত-পা বেঁধে মারধর করে কারখানা থেকে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ভোরের দিকে নিজেরা বাঁধন খুলে বের হয়ে দেখেন ডাকাতরা পালিয়ে গেছে। পরে কারখানা কর্তৃপক্ষকে জানান তারা।
ধামরাই থানা পুলিশ জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনাটি জানার পরপরই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) অমল কুমার রায় বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ/এআর