জামালপুরের মেলান্দহে আনিছুর রহমান আনিছ (৫০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চরগোবিন্দী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আনিছুর রহমানের ছেলে আরাফাত হোসেন (১৬) আহত হয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান।
জানা যায়, অভিযুক্ত মাহবুব আকন্দ (৩৮) উপজেলার চর গোবিন্দি মধ্যপাড়ার মোজাফফর আকন্দ ওরুফে হান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, আনিছুরের ক্ষেতের ধান গাছ খায় মাহবুবুর রহমানের ছাগল। এ নিয়ে সোমবার (১১ নভেম্বর) বলতে গেলে তাদের মাঝে কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার দুপুরে আরাফাত তাদের বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মাহবুবুরসহ আরও কয়েকজন আরাফাতকে মারধর করা হয়। খবর পেয়ে আরাফাতের বাবা আনিছুর ঘটনাস্থলে গেলে তাকেও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আনিছুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে বিকেলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন৷
আরটিভি/এমকে