• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
ছাগল চুরি করে পালাতে গিয়ে ডিবির গাড়িতে ধাক্কা, অতঃপর...
সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যা, মূলহোতা গ্রেপ্তার
জামালপুরের মেলান্দহে এক সেনাসদস্যের স্ত্রীকে ধর্ষণের পর হত্যার মামলা দায়েরের ২৯ দিন পর মূলহোতা রাসেল খানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার রাসেল খান মেলান্দহ থানার সুলতান খালি গ্রামের বাবুল খানের ছেলে।   র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর ক্যাম্পের পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার মেলান্দহ উপজেলার দুরমুট এলাকায় একাই বসবাস করতেন সেনা সদস্য আব্দুল সালামের স্ত্রী শাহিদা আক্তার। গত ১১ সেপ্টেম্বর সকালে নিজ ঘরে শাহিনা আক্তারকে চোখ, হাত-পা বাঁধা মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ডাকাতি করতে এসে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার পর দিন নিহতের ভাই মুঞ্জুরুল ইসলাম মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে ছায়া তদন্তে ও গোয়েন্দা নজরদারির মধ্যে ঘটনার ২৯ দিন পর গত রাতে সদর থানার পলাশীগর থেকে আসামি রাসেল খানকে গ্রেপ্তার করা হয়৷   এ বিষয়ে র‌্যাব-১৪ সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ‘আসামিকে জামালপুর জেলার মেলান্দহ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’ আরটিভি/এমকে
প্রেমিকা আসায় বিয়ের আসর থেকে পালালেন পুলিশ সদস্য
বন্যার পানিতে গোসল, ৪ জনের মৃত্যু 
জামালপুরে সিএনজি-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা!
জামালপুরের মেলান্দহ উপজেলার কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে শামিয়ানার নিচে এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব মো. মুনায়েম। তিনি বলেন, কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা কলাবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেন্যুতে পরীক্ষা দিচ্ছেন। প্রাথমিক বিদ্যালয়ে আসন সংকট থাকায় শামিয়ানা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। তিনি একটি আবেদন দিতে বলেছেন। আমরা আজকেই আবেদন করব। যদিও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, আমাদেরকে না জানিয়ে শামিয়ানা টানিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি জানার পর ওই পরীক্ষাকেন্দ্রের পাশে একটি বালিকা উচ্চবিদ্যালয়ে রয়েছে, সেখানে পরীক্ষা নেওয়ার কথা বলেছি। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভূঁইয়া বলেন, একই বিদ্যালয়ের শিক্ষার্থী একই বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম নেই। আর শামিয়ানার বিষয়টি আমি জানি না। উল্লেখ্য, কলাবাধা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে চারটি বিদ্যালয়ের ৭০৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছেন। এর মধ্যে কলাবাধা বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১২০ জন পরীক্ষার্থী রয়েছেন।
জামালপুরে ট্রেনে কাটা পড়ে ২ স্কুলছাত্রের মৃত্যু
জামালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার উপপরিদর্শক এনামুল ইসলাম। তিনি জানান, রেললাইনে বসে গেম খেলার সময় কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় তাদের। তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।