• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
নির্বাচনের ৩ বছর পরও নৌকায় সিল মারা ব্যালট উদ্ধার
এ যেনো নাই মামার চেয়ে কানা মামা ভালো!
যেখানে দেশের শহরে আকাশ ছোঁয়া উড়াল সেতু আর ইট-পাথরের কাঠামোতে ঢেকে যাচ্ছে সব রাস্তা, সেখানে সোমেশ্বরী নদীর বুকে তৈরি হলো কাঠের সেতু। দীর্ঘদিন ধরে একটা সেতুর অভাবে নদীর এপার-ওপারের মানুষগুলো বয়ে বেড়াচ্ছিলেন অসহনীয় দুর্ভোগ। সে দুর্ভোগ অবসানে বানানো হয়েছে ২শ মিটার দীর্ঘ কাঠের সেতু।  রোববার দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুটির দ্বার খুলে দেওয়া হয়। সেতুর ওপর দিয়ে এখন রিকশা, মোটরসাইকেল এমনকি চলবে ছোট গাড়িও। এতে বাড়বে ব্যবসা-বাণিজ্য, নিরাপদে স্কুলে যেতে পারবে শিক্ষার্থীরা। নেত্রকোনার দুর্গাপুরের শিবগঞ্জ আর পৌরশহর দুর্গাপুর—এই দুই এলাকার মাঝে সোমেশ্বরী নদী যেন এক অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। দিনের পর দিন মানুষজন ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করছিলেন। বৃষ্টি-বাদলে সেই দুর্ভোগ আরও বেড়ে যেত। স্কুলপড়ুয়া বাচ্চাদের জন্য নদী পেরোনো যেন একটা যুদ্ধ ছিল।  একাধিকবার দাবি জানানো হলেও এগিয়ে আসেনি বিগত সরকারের কোন জনপ্রতিনিধি কিংবা স্থানীয় প্রশাসন। এই বাস্তবতায় এগিয়ে আসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তাঁর অর্থায়নেই তৈরি হয় এই কাঠের সেতু। এলাকাবাসীর মতে, এটা কোনো ছোট কাজ নয়। রিকশা, ভ্যান, মোটরসাইকেল—সবকিছুই পারাপারের উপযোগী করে গড়া এই সেতু এক কথায় দুর্গাপুরের মানুষের জন্য এক নতুন আশার আলো। সেতু উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা-কর্মীরা। তবে অনেকে বলছেন, কাঠের সেতুটা আপাতত সমস্যার সমাধান করলেও ভবিষ্যতে আরও টেকসই একটি সেতুর প্রয়োজন হবে। কিন্তু তার পরও এই সেতু যেন মানুষের হৃদয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই সেতু দুর্গাপুরের মানুষের জীবনযাত্রায় নিয়ে আসবে আমূল পরিবর্তন, এমনটাই প্রত্যাশা সকলের।  আরটিভি/এফআই
বগুড়ার সাবেক এমপি রাগিবুল গ্রেপ্তার
বিটিএস ভক্ত দুই মাদরাসাছাত্রী নিখোঁজ
গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নিন্দনীয় কাজ: কায়সার কামাল
স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৫
নেত্রকোণার পূর্বধলায় আট মিনিটের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন কর্মী। যদিও মিছিলের বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট ও মাক্স পরিহিত। তবে এ ঘটনায় ভিডিও দেখে শনাক্তের পর ৫ ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের বালুচরা এলাকায় মিছিলটি বের করা হয়। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করা হয়। এরপর রাতে পুলিশ ছাত্রলীগের ৫ জন নেতাকর্মীকে আটক করে। জানা গেছে, মিছিলে নেতৃত্ব দেয়া শাহাদত নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের (ভাতিজা) বড় ভাইয়ের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালের দিকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বিভিন্ন স্লোগানে মিছিল বের করে। কয়েক মিনিট মিছিল করার পর তারা মোটরসাইকেলে দ্রুত এলাকা ত্যাগ করে।  এদিকে মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুক পেজে শেয়ার করার পর এটি ছড়িয়ে পড়ে। এ ছাড়াও শাহাদত হোসাইন নিজের আইডিতে ভিডিওটি শেয়ার করেন। সেখানে লেখা হয়, দেশরত্ম শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোণা-৫ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বারুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।  শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ১৫-২০ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন। তবে নেতাকর্মীদের কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট, আবার কারও মাথা-মুখ মাফলার দিয়ে পেঁচানো ছিল।  পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ গণমাধ্যমকে জানান, সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে মিছিল করে পালিয়ে যায়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। আটক অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/এএএ/এআর  
নেত্রকোণায় দুই জুয়াড়িকে আটক করল সেনাবাহিনী
নেত্রকোণা জেলা শহরের মেছুয়া বাজার এলাকায় জুয়ার আসর থেকে জুয়া বোর্ডের পরিচালকসহ সাবেক সেনা সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৭ নভেম্বর) রাতে মেছুয়া বাজারের সবজির আড়তের দ্বিতীয়তলা থেকে তাদেরকে জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ক্যাম্পের উপ-অধিনায়ক জিসানুল হায়দার। আটকৃতরা হলেন- সদর উপজেলার খতিবনগুয়া গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. আলামিন (৪৫) ও তার সহযোগী সাতপাই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে এবং সাবেক সেনা সদস্য মোসেফ কাক্কা বুলবুল। অভিযানে নগদ ৫৪০০ টাকা, আট সেট তাস ও একটি মোবাইল ফোন জব্দ করে সেনা সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা সেনা ক্যাম্পের সার্জেন্ট মোত্তাহিরুলের নেতৃত্বে টহল দল পৌরশহরের মেছুয়া বাজার কাঁচামালের আড়তের ২য় তলায় অভিযান পরিচালনা করেন। জুয়ার আসর পরিচালনার অপরাধে তাদেরকে আটক করে টহল দলটি। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। তারা দীর্ঘদিন যাবত জুয়ার আসর পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে রোববার প্রমাণসহ তাদেরকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আটককৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই সেনা কর্মকর্তা। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জুয়ার আসর পরিচালনা করছিলেন বুলবুল। ৫ আগস্ট পট পরিবর্তনের পরে ছোটবোন সময় টিভি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলপনা বেগম ও ভাগিনা নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের পরিচয়ে জুয়ার আসর চালানো অব্যাহত রাখে। নিরাপত্তার জন্য সময় টিভি ও নিউজ ২৪ এর নামে দৈনিক ১০ হাজার টাকা চাঁদা নিতেন বলে জানান স্থানীয়রা।  নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ সেনাবাহিনী কর্তৃক আটক দুজনকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে আদালতে প্রেরণ করা হবে।
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২
নেত্রকোণার কলমাকান্দায় জমিতে মোটর মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনাসদস্যসহ দুজন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন।  মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের বেকরিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের শুনই বেকরিকান্দা এলাকার সদর আলী ফকিরের ছেলে সাবেক সেনাসদস্য রফিকুল ইসলাম (৫৫), একই এলাকার কর্মচারী ফজু মিয়ার ছেলে সুমন মিয়া (৩২)। আহত ব্যক্তি ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জায়েদুল (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেকরিকান্দা এলাকায় মঙ্গলবার সকাল ৮টার দিকে রফিকুল ইসলামের বাড়ির পেছনে জমিতে সেচ দেওয়ার বৈদুতিক মেশিন মেরামতের কাজ করছিলেন তিনি। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান রফিকুল ইসলাম। পরে তার দুই কর্মচারী তাকে বাঁচাতে গেলে তারাও তারে জড়িয়ে পড়েন। এতে মারাত্মক আহত হন তারা। পরে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জায়েদুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কলমাকান্দা থানায় অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে/এআর
নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার 
নেত্রকোণার মোহনগঞ্জের টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।  মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আমিনুল ইসলাম বলেন, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে মরদেহ ভেসে এখানে এসেছে বলে ধারণা করছি। পরিচয় শনাক্তে সিবিআইয়ের সঙ্গে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কয়েকদিন আগে হত্যার পর মরদেহ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করছি। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।  আরটিভি/এমকে
ডিবি পরিচয়ে বাসে ডাকাতির চেষ্টা, আটক ২
নেত্রকোণায় ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে ২ ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। শনিবার রাত ১১টায় জেলার পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ সড়ক থেকে থেকে তাদের আটক করা হয়। রোববার (৩ নভেম্বর) নেত্রকোণা সেনাক্যাম্পের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেন। আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে খায়রুল ইসলাম (৪২) ও একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আব্দুল হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)। সেনা কর্মকর্তা জিসানুল হায়দার বলেন, নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গতরাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস (সেন্টমার্টিন পরিবহন) ডাকাতির উদ্দেশ্যে থামান ওই ২ ব্যক্তি। বাসে উঠে ডিবি পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করেন তারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। তিনি আরও বলেন, সেনাবাহিনী দেখে ওই দুই যুবক পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করে সেনাবাহিনী।  জব্দ করা মোটরসাইকেলসহ আটকদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। বিকেলে তাদের আদালতে পাঠানো হবে। আরটিভি/এমকে
দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
ভারত সীমান্তে নিহত বাংলাদেশি যুবক রেজাউল করিমের (২৭) মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধীনস্থ বিজয়পুর সীমান্ত দিয়ে জেলা পুলিশের মাধ্যমে লাশ হস্তান্তর করে বিএসএফ। এ সময় রেজাউল করিমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিল। নিহত রেজাউল করিম শেরপুর সদর উপজেলার আলিনাপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। নেত্রকোনার ৩১ বিজিবির অধিনায়ক কর্নেল এ এস এম কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।  বিএসএফের বরাত দিয়ে বিজিবি জানায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যায় ৩১ বিজিবির অধীনস্থ মুন্সিপাড়া বিওপির ময়মনসিংহের ধোবাউরা উপজেলার দীগলবাঘ এলাকায় সীমান্ত পিলারের কাছ দিয়ে ৭ বাংলাদেশি নাগরিক ভারতের অভ্যন্তরে ঢুকে পড়েন। তখন ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের দমদমা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া দিলে ছয়জন পালাতে পারেন। এ সময় রেজাউল করিম কালভার্ট থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে বিএসএফ সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে ভর্তি করেন। পরে সেখানেই তার মৃত্যু হয়। ভারতে লাশের ময়নাতদন্তের পর শনিবার বাংলাদেশে হস্তান্তর করা হয়েছে। পরে জেলার দুর্গাপুর থানা পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত করে ওই ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসএপি-টি