• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নেত্রকোণায় ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু
শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
নেত্রকোণার দুর্গাপুরে শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে বিষপানে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই গৃহবধূর নাম সাথী আক্তার (৩৫)। সোমবার (২০ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযুক্ত শাশুড়ির নাম জরিনা খাতুন। নিহত সাথী আক্তার দক্ষিণ ভবানীপুর এলাকার হোসেন আলীর স্ত্রী। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্থানীয়রা জানান, জমিসংক্রান্ত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সাথী আক্তারকে অত্যাচার করে আসছিলেন তার শাশুড়ি। বিভিন্ন সময় মারধরও করতেন। এসব সহ্য করতে না পেরে থানায় অভিযোগ করেন সাথী আক্তার। এরপর অত্যাচার আরও বেড়ে যায়। সোমবার দুপুরে শাশুড়ি ও দেবর গালমন্দ করলে একপর্যায়ে বিষপান করেন সাথী। পরে স্বামী ও সন্তানরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাথী আক্তারের মেয়ে সেলিনা আক্তার বলেন, ‘দাদির অত্যাচার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার মা বিষপান করেছেন।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ছলিম উদ্দিন বলেন, ‘মরদেহের সুরতহাল করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’
সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
প্রেমিককে না পেয়ে প্রেমিকার আত্মহত্যা 
নেত্রকোণায় ইউপি চেয়ারম্যান আউয়াল গ্রেপ্তার
পরিত্যক্ত টিউবওয়েল থেকে পানির সঙ্গে বেরুচ্ছে গ্যাস