• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক সেনাসদস্যসহ নিহত ২
পূজায় যাওয়ার পথে নৌকা ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে ফুফু-ভাতিজার মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।  নিহতরা হলেন, হরিণধরা গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অমিত তালুকদার (৭), অপরজন একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৭)। নিহতরা সম্পর্কে ফুফু-ভাতিজা। স্থানীয়রা জানান, উপজেলার হরিণধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া পূজা দেখতে যাওয়ার সময় নৌকা ডুবে ওই দুই শিশুর মৃত্যু হয়। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম গণমাধ্যমকে বলেন, পূজা দেখতে যাওয়ার পথে নৌকা ডুবে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটলো। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরটিভি/এএএ  
কলমাকান্দায় শতাধিক বিদ্যালয় পানির নিচে
কলমাকান্দায় যৌথ অভিযানে ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ
নেত্রকোণায় নৌকাডুবি, ২ নারীর মৃত্যু
জায়নামাজে বসা গৃহবধূকে নির্যাতন, কেটে নিল মাথার চুল
ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জনের মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় ঈদে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে সীমান্ত সড়কের লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কবির মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৪), আমতলা গ্রামের মো. জয়নাল মিয়ার ছেলে হালিম মিয়া (২২), হাটশিরা শিবনগর গ্রামের মজিবুর মিয়ার ছেলে নবী হোসেন (৩৫)।  স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, আজ ঈদের নামাজ শেষে ওই তিন যুবক মোটরসাইকেলে করে কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সীমান্ত সড়কে ঘুরতে যান। দুপুর ৩টার দিকে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলা বন এলাকায় পাহাড় দেখে ফেরার পথে চেংগ্নী বাজার এলাকায় সড়কের বাঁক ঘুরতে গিয়ে চালক মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে পড়ে যান।  পুলিশ আরও জানায়, পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকেই মৃত ঘোষণা করেন।   ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শনসহ ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিয়ে যেতে আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় মালতি হাজং (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত নয়টার দিকে ওই উপজেলার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মালতি হাজং গোবিন্দপুর গ্রামের হিরেন্দ্র হাজং এর স্ত্রী। আর মোটরসাইকেল চালক একই উপজেলার বামনগাঁও গ্রামের মো. সুজন মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২২)। তিনিও গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মালতি হাজং গোবিন্দপুর বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে একটি মোটরসাইকেল এসে মালতিকে সজোরে ধাক্কা দেয়। এরপর তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শামীম রানা শাকিল তাকে মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।