• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
দুদিন পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো বিএসএফ
নেত্রকোণায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১ 
নেত্রকোণায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক সিএনজির যাত্রী নিহত হয়েছেন। এতে সিএনজিতে থাকা আরও ৩ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুন) সকাল ৮টার দিকে জেলা সদরের কান্দুলিয়া এলাকায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি আবুল কালাম (পিপিএম)। নিহত সুজন বর্মণ (৪০) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ধলা গ্রামের বরেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।  তিনি নেত্রকোণার মোহনগঞ্জে তার ভগ্নিপতির স্বর্ণের দোকানে কাজ করতেন। নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানায়, সকালে সুজন বর্মন তার স্ত্রীকে নিয়ে সিএনজি করে মোহনগঞ্জ থেকে কিশোরগঞ্জে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সিএনজিটি সকাল ৮টার দিকে সদর উপজেলার কান্দুলিয়া শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। অভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ফলে সিএনজিতে থাকা ৪ জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুজন বর্মনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ব্যক্তিরা সদর হাতপাতালে চিকিৎসা রয়েছেন। ওসি আবুল কালাম বলেন, ‘ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ দিকে মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে কিশোর নিহত 
১৪০টি ঘুমের ওষুধ খেয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
নেত্রকোণায় ৩০ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান, ৬ বোমা নিষ্ক্রিয়
জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণায় একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
রেললাইনের স্লিপার খুলে নাশকতার চেষ্টা
নেত্রকোণার পূর্বধলায় রেললাইনের স্লিপার খুলে রেখে নাশকতার চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে।  সোমবার (১ জানুয়ারি) দিনগত রাতে উপজেলার জারিয়া বালুঘাট এলাকায় দুর্বৃত্তরা স্লিপার খুলে রাখে। জানা যায়, ময়মনসিংহ-জারিয়া রেললাইনে নাশকতা ঘটাতে স্লিপার খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে রেল কর্তৃপক্ষ যোগাযোগ বন্ধ করে লাইন সংস্কার করে। জারিয়া এলাকার দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বলেন, জেলেরা টের পেয়ে আমাকে জানালে বিষয়টি পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে অবহিত করি। পরে তারা ট্রেন থামিয়ে লাইন সংস্কার করে। পূর্বধলা রেলস্টেশন মাস্টার মো. মনির হোসেন জানান, রেলপথের জারিয়া এলাকায় লাইনের ১৪টি স্লিপারের ২৮টি নাট খুলে রেখে দেয় দুর্বৃত্তরা। সকাল পৌনে ৮টার দিকে দায়িত্বরত আনসার কমান্ডার জিয়াউর রহমান বিষয়টি জানায়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে দ্রুত লোক পাঠিয়ে সংস্কার করা হয়। বিষয়টি আগে জেনে যাওয়ায় ২৭২ নম্বর লোকাল ট্রেনটি ২ ঘণ্টা ৫ মিনিট থামিয়ে লাইন সংস্কার করা হয়েছে বলেও জানান রেল বিভাগের এ কর্মকর্তা। পূর্বধলার ইউএনও খবিরুল আহসান বলেন, স্লিপারের নাট খুলে রেখেছিল দুর্বৃত্তরা। বিষয়টি টের পেলে কর্তৃপক্ষের সহযোগিতায় সেটি সংস্কার করে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। নেত্রকোণার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।