• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo
শেরপুরে পুকুরে ডুবে যমজ ২ শিশুর মৃত্যু
ভগ্নিপতিকে শ্যালকের মারধর, অতঃপর... 
শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের মারধরে ভগ্নিপতি মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন। অভিযুক্ত ইউনুছকে পাশ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) একই উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখের ছেলে। স্থানীয়রা জানান, মীরু শেখ বিয়ের পর থেকে স্ত্রীসহ সপরিবারে শ্বশুরবাড়ি কালিনগরে বসতবাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী ২ বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দণ্ড (রিকশার এক্সেল) দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে শ্যালক ইউনুছ। এতে মজিবর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবর মারা যান।  স্থানীয়রা আরও জানান, তখন পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক ইউনুছকে পাশ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে।’ আরটিভি/এমকে
ভারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, মরদেহ হস্তান্তর
ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ, আটক ৩
শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৪
শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
বিয়েতে ‘রাজি না হওয়া’ অপহৃত সেই তরুণের মরদেহ উদ্ধার
বিয়ে করতে রাজি না হওয়ায় অপহরণের শিকার সুমন নামে সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১টার দিকে শেরপুর শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। মরদেহ উদ্ধারের সময় জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ম্যাজিস্ট্রেট, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। সুমন শেরপুর পৌরসভার কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে। তিনি শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। স্বজনরা জানায়, সদর উপজেলার বাসিন্দা আন্নি নামে এক তরুণীর সঙ্গে সুমনের প্রেমের সম্পর্ক ছিল। অনেক দিন আগে তাদের সম্পর্ক ভেঙে হয়। এরপর আন্নি আরেকজনের সঙ্গে প্রেমে জড়ায়। কিন্তু কিছুদিন ধরে মেয়েটি বিয়ের জন্য সুমনকে প্রস্তাব দিলে তাতে রাজি হয়নি একাদশ শ্রেণিতে পড়ুয়া ছেলেটি। সাত দিন আগে আন্নি ফোন করে সুমনকে ময়মনসিংহে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। গতরাতে আন্নির আরেক প্রেমিক রবিন মিয়ার বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়।  নিহত সুজনের স্বজনরা আন্নি ও প্রেমিক রবিনসহ হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন। জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, সুমন নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে নেয় তারা। তাকে উদ্ধারে সাঁড়াশি অভিযান চালানো হয়। এসপি আরও বলেন, সুমনকে উদ্ধারে প্রথমে অভিযুক্ত তরুণী আন্নিসহ দুইজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমনের মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের সঙ্গে আরও কে কে জড়িত তদন্তসাপেক্ষে বিস্তারিত বেরিয়ে আসবে। এর আগে, পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেছিলেন, মুঠোফোন ট্র্যাকিং করে সুমনের সর্বশেষ অবস্থান ময়মনসিংহে ছিল বলে জানতে পেরেছিলেন তারা। তবে সুমনের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পান তারা। আরটিভি/এমকে-টি
বৈদ্যুতিক তারে জ‌ড়িয়ে হাতির মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে ধান খেত ও পাহাড়ের ঢালে কৃষকদের দেওয়া জেনারেটরের তারে জড়িয়ে বন্যহাতির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।  জানা যায়, উপজেলার সীমান্তবর্তী পোড়াগাও ইউনিয়নের বাতকুচি গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল থেকে জেনারেটরসহ একজনকে আটক করেছে বন বিভাগ। আটককৃতর শহিদুল ইসলাম জেনেরেটরের অপারেটর। আর জেনেরেটরটি জব্দ করে মধুটিলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে।  স্থানীয়রা জানান, এক সপ্তাহ ধরে ২৫ থেকে ৩০টি বন্য হাতির পাল উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের বিভিন্ন টিলায় ও জঙ্গলে অবস্থান করছে। দিনের বেলায় টিলা বা জঙ্গলে অবস্থান করলেও সন্ধ্যা নামার পর হাতির পাল দল বেঁধে ধান খেতে, লোকালয়ে নেমে আসে। এ জন্য কৃষকরা ফসলরক্ষায় ধান খেত ও তার আশপাশে জেনারেটরের লাইন দিয়ে পুরো এলাকা বৈদ্যুতিক জিআই তারের মাধ্যমে ঘিরে রাখে। আবার মশাল জ্বালিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে হাতির পাল প্রতিরোধের চেষ্টা করছেন। শেরপুরের সহকারী বন সংরক্ষণ মো. সাদেকুল ইসলাম খান বলেন, ‘বাতকুচি গ্রামের টিলাপাড়া এলাকায় পাহাড়ের ঢালে বৃহস্পতিবার রাতে হাতির পাল ফসল খেতে হানা দেয়। এ সময় একটি হাতি পাহাড়ে ঢালে ধান খেতের পাশে পাহাড়ের উঁচু স্থানে বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় অন্য হাতিগুলো মৃত হাতিটিকে ঘিরে রাখে। রাত ১২টার দিকে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থল থেকে জেনারেটর জব্দ করে নিয়ে যান। শুক্রবার সকালে মৃত হাতিটি রেখে অন্য হাতিগুলো জঙ্গলে ফিরে যায়।’ তিনি আরও বলেন, ‘বন্যহাতি যেন মারা না যায় এ জন্য আমাদের জনসচেতনতা কার্যক্রম অব্যাহত আছে। আমাদের শেরপুর জেলায় ৩৪টি এআরটি টিম আছে। আমরা এআরটি টিমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করছি। এ ঘটনার সঙ্গে ১০ থেকে ১২ জন জড়িত। তাদের খোঁজা হচ্ছে।’ আরটিভি/এমকে/এআর
১৪০ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
শেরপুরে প্রাইভেটকার থেকে ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জব্দ করা মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে শহরের খোয়ারপাড় মোড়ে একটি প্রাইভেটকার থেকে এসব মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার রমজান আলী (২৪) জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ী জালিয়ারপাড় মোড় এলাকার আব্বাছ আলীর ছেলে। শেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো. সালেমুজ্জামান গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শহরের খোয়ারপাড় মোড়ে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় নালিতাবাড়ী থেকে জামালপুরগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক হলে প্রাইভেটকারটিকে চ্যালেঞ্জ করে তারা। পরে প্রাইভেটকারের গতিরোধ করে তাতে তল্লাশি চালালে প্রাইভেটকারে থাকা ৬টি প্লাস্টিকের বস্তায় আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৪০ বোতল মদ পাওয়া যায়। তিনি জানান, মদসহ প্রাইভেটকার জব্দ করে চালক রমজান আলীকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।  আরটিভি/এএএ/এসএ
মাছ ধরার জালে ধরা পড়ল অজগর
শেরপুরের নালিতাবাড়ীতে মাছ ধরার নিষিদ্ধ (চায়না দুয়ারি) জালে ধরা পড়েছে একটি অজগর সাপের বাচ্চা। অজগরটির ওজন ৪ কেজি, লম্বায় ৫ ফুট। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভটপুর গ্রামে সাপটি ধরা পড়ে।  স্থানীয়রা জানায়, নালিতাবাড়ীর গারো পাহাড়ের ভটপুর গ্রামের আশকর আলী নামে এক কৃষক মাছ ধরার জন্য চায়না দুয়ারী জাল বা ট্রেন জাল ধানখেতে পেতে রাখেন। বৃহস্পতিবার দুপুরে ওই জাল ওঠাতে গেলে ভেতরে একটি অজগরের বাচ্চা আটকে থাকতে দেখেন। পরে তিনি সাপটিকে জালসহ ডাঙ্গায় উঠিয়ে আনেন। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা এসে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। বিকেলে অজগরটিকে মধুটিলা ইকোপার্কের বনে অবমুক্ত করা হয়। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে মধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।  আরটিভি/এএএ
শেরপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
শেরপুরের শ্রীবরদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সবুজ মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে মাহমুদুল হাসান জয় (২৬) নামের আরেক যুবক আহত হয়েছেন বলে জানা যায়। মঙ্গলবার পৌর শহর থেকে দহেড়পাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  বুধবার (২৩ অক্টোবর) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ। নিহত মোটরসাইকেল চালক সবুজ মিয়া উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে। আহত মাহমুদুল হাসান জয় (২৫) উপজেলার মুন্সীপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে। আহত জয়কে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।   প্রত্যক্ষদর্শীরা জানান, সবুজ মিয়া মোটরসাইকেলে দহেরপাড় সড়কে শ্রীবরদী শহরের দিকে আসছিল। অপরদিকে জয় শ্রীবরদী থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিল। এ সময় পৌর শহরের শ্বষাণঘাট এলাকায় এলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন জয়। পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় দায়িত্বরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ‘এ ঘটনায় এক যুবক মারা গেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ আরটিভি/এমকে