• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo
ভোগাই নদীতে ডুবে প্রাণ গেল ২ শিক্ষার্থীর 
সাংবাদিক হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার দস্তগীর গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটে পুলিশের গুলিতে সাংবাদিক এ টি এম তুরাব নিহত হওয়ার মামলায় অন্যতম আসামি অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাউসার দস্তগীরকে গ্রেপ্তার করা হয়েছে।  বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে শেরপুর থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের একটি দল তাকে গ্রেপ্তার করে। মো. সাদেক কাউসার দস্তগীর বর্তমানে শেরপুর জেলা পুলিশে কর্মরত আছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনি সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনারের (ক্রাইম উত্তর) দায়িত্বে ছিলেন। পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রণালয়ের অনুমতি নেওয়ার পর আজ আমাদের টিম শেরপুর থেকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাউসার দস্তগীরকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার আসামিকে আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ১৯ জুলাই জুমার নামাজের পর সিলেট নগরের বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলের পেছনে ধাওয়া করে পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি ও স্থানীয় একটি দৈনিকের নিজস্ব প্রতিবেদক এ টি এম তুরাব। প্রথমে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে নগরের সোবহানীঘাটের ইবনে সিনা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তুরাব। নিহত হওয়ার ঘটনায় ১৯ আগস্ট নিহতের ভাই আবুল হোসেন মোহাম্মদ আজরফ জাবুর বাদী হয়ে সিলেটের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ১৮ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. সাদেক কাউসার দস্তগীর মামলার এজাহার নামীয় দ্বিতীয় আসামি। প্রথমে মামলাটি এসএমপির কোতোয়ালি থানাপুলিশ তদন্ত শুরু করলেও আদালতের নির্দেশে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। গত ৮ অক্টোবর মামলার নথিপত্র কোতোয়ালি থানাপুলিশ পিআইবিকে বুঝিয়ে দেয়। পরদিনই বিকেল ৩টায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুরসালিনের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থল বন্দরবাজার কালেক্টরেট মসজিদ এলাকা পরিদর্শন করে। আরটিভি/এএএ/এআর
শেরপুরে মাদক বিক্রির অভিযোগে ছাত্রদল নেতাকে অব্যাহতি
জিআই স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস
সীমান্তে পৌনে ১ কোটি টাকার ভারতীয় শাড়িসহ যুবক আটক
শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে হত্যা মামলা
শেরপুরে পুকুরে ডুবে যমজ ২ শিশুর মৃত্যু
শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুরে ডুবে ২ যমজ শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (২০ নভেম্বর) দুপুরে ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ। মৃত শিশু দুটির নাম- রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দেড় বছর। কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান। স্থানীয়রা জানান, শিশু দুজন বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকতো। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। এ বিষয়ে ওসি আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের কাজ চলমান রয়েছে। আরটিভি/এমকে
ভগ্নিপতিকে শ্যালকের মারধর, অতঃপর... 
শেরপুরের নালিতাবাড়ীতে শ্যালকের মারধরে ভগ্নিপতি মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন। অভিযুক্ত ইউনুছকে পাশ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার কালিনগর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত ভগ্নিপতি মজিবর রহমান ওরফে ময়েজ উদ্দিন (৬৫) একই উপজেলার আয়নাতলী গ্রামের মৃত মীরু শেখের ছেলে। স্থানীয়রা জানান, মীরু শেখ বিয়ের পর থেকে স্ত্রীসহ সপরিবারে শ্বশুরবাড়ি কালিনগরে বসতবাড়ি করে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শ্যালক ইউনুছ আলী ২ বাড়ির মাঝখানে বাঁশের কঞ্চি দিয়ে বেড়া দিচ্ছিলেন। ভগ্নিপতি বেড়া দিতে নিষেধ করলে এ নিয়ে উভয়ের মাঝে বাকবিতণ্ডা বাঁধে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লোহার দণ্ড (রিকশার এক্সেল) দিয়ে ভগ্নিপতি মজিবরের মাথায় আঘাত করে শ্যালক ইউনুছ। এতে মজিবর গুরুতর আহত হলে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে মজিবর মারা যান।  স্থানীয়রা আরও জানান, তখন পুলিশ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক ইউনুছকে পাশ্ববর্তী এক বাড়ি থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে জবেদ আলী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা গ্রহণ করে অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়েছে।’ আরটিভি/এমকে
ভারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, মরদেহ হস্তান্তর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও ইমিগ্রেশন সীমান্ত দিয়ে এরশাদুল হক নামের এক বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। নিহত এরশাদুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে। জানা যায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যান এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মরদেহের ছবি দেখে এটি এরশাদুলের বলে নিশ্চিত করে পরিবার।  পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে মরদেহ হস্তান্তর করা হয়। নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, ‘পরিবারের কাছে মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।’ আরটিভি/এমকে
ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ, আটক ৩
শেরপুরের নকলায় চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার দুই সন্তানের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের রুনীগাও মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান। স্থানীয়রা জানান, নিহত আইয়্যুব আলী (৬৫) রুনীগাওয়ের দছির উদ্দিন মেম্বারের ছেলে। তিনি পেশায় দর্জি ছিলেন। এ ঘটনার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ভাতিজা মুকুল মিয়া (৪৫) ও তার দুই ছেলে মহসিন হাসান (২৩) এবং জিহান হাসানকে (২০) আটক করেছে পুলিশ। নিহতের ছেলে রাজন বলেন, ‘আমাদের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে মুকুল মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল। সেই ক্ষোভে আমার বাবা আইয়্যুব আলীকে দুদিন আগে হত্যার হুমকি দিয়েছিলেন মুকুল মিয়া। আমার বাবা দর্জির কাজ করে সংসার চালাতেন। প্রতিদিনের মতো সকাল ৯টায় দোকানে যান। কিন্তু গতরাতে বাড়ি ফিরতে দেরি হচ্ছিল তার। মোবাইল বন্ধ পেয়ে বাজারে খোঁজ নিয়ে জানতে পারি, রাত ১০টার দিকে কাজ শেষ করে বাড়ি চলে গেছেন তিনি। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরপাড়ে আইয়্যুব আলীর জুতা ও বাজারের ব্যাগ দেখতে পান স্থানীয়রা। তারপাশে পুকুরে গলা কাটা অবস্থায় মাথার অংশ ডুবে ছিল।’ নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘রাতে রুনীগাও মধ্যপাড়া এলাকায় আইয়্যুব আলী নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদনে নিহতের গলায়, বুকে ও চোখের ওপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের প্রাথমিক অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা রাতেই ৩ জনকে আটক করেছি। যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’ আরটিভি/এমকে
শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৪
শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হলো। এ ছাড়া আহত হয়েছেন তিনজন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)। তারা সবাই অটোরিকশায় ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এটির যাত্রী তায়েবা ও তাজেনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুবিনা ও আলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।  আরটিভি/এএএ/এসএ
শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
শেরপুরের নকলায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আর চারজন আহত হয়েছেন।  বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইসকায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নকলা থানার ওসি হাবিবুর রহমান। নিহতরা হলেন নেত্রকোণার পূর্বধরা উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া এলাকার সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫) ও সুলতান মিয়ার মেয়ে সুবিনা বেগম (২০)। জানা যায়, দুপুরে সিএনজিচালিত একটি অটোরিকশা নকলা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেওয়ার পর সুবিনা বেগমের (২০) মৃত্যু হয়। নকলা থানার ওসি হাবিবুর রহমান বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’ আরটিভি/এমকে