• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo
ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলাকেটে হত্যার অভিযোগ, আটক ৩
শেরপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৪
শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় শিশুসহ চারজনের মৃত্যু হলো। এ ছাড়া আহত হয়েছেন তিনজন। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের পাইস্কা বাইপাস মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, নেত্রকোণার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া (১৫), ময়মনসিংহের ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের সুবিনা বেগম (২০) এবং একই উপজেলার সাহাপুর উত্তর গ্রামের বাসিন্দা ও অটোরিকশাচালক আলাল উদ্দিন (৩৫)। তারা সবাই অটোরিকশায় ছিলেন। আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এটির যাত্রী তায়েবা ও তাজেনের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় কয়েকজন আহত যাত্রীদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সুবিনা ও আলালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।  আরটিভি/এএএ/এসএ
শেরপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
ষষ্ঠ বারের মতো এমপি নির্বাচিত হলেন মতিয়া চৌধুরী