• ঢাকা বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫, ১৫ মাঘ ১৪৩১
logo
নাটোরে দেয়ালে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনা, নিহত ২
নাটোরের গুরুদাসপুরে ঘন কুয়াশার কারণে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর ২টা পর্যন্ত উপজেলার পৃথক তিন স্থানে দুর্ঘটনাগুলো ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন। জানা যায়, ভোর ৪টার দিকে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের টোল প্লাজার কাছে বাস চাপায় অজ্ঞাত এক নারী নিহত হন। মহাসড়কের নয়াবাজার নামকস্থানে ভোর ৬টায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন আকন্দ নামে একজন নিহত হয়েছেন। অপরদিকে সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন। মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষে নিহত শাহিন আকন্দ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার গয়াহাট্টা এলাকার আলতাফ আকন্দের ছেলে। আর নিহত অজ্ঞাত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, উভয় স্থানের নিহত ব্যক্তির মরদেহ বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পুলিশ ট্রাক দুটি জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে পারেনি। এরপর সকাল ৭টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস আইরমাড়ি তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের অন্তত ৭ যাত্রী আহত হন।  ওসি ইসমাইল আরও বলেন, মহাসড়কটি চলনবিলের ওপর হওয়াতে ফাঁকা জায়গাগুলোতে ব্যাপক কুয়াশা পড়ে। কুয়াশার কারণে দুর্ঘটনাগুলো ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আরটিভি/এমকে
নাটোরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
নাটোরে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১
ঘুষের ভিডিও ভাইরাল, সেই এসআই ক্লোজড
থানায় বসে এসআইয়ের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে: দুলু  
একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার (১১ জানুয়ারি) নাটোর সদরের শংকরভাগ মাঠে বড় হরিশপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দুলু বলেন, একটি দল সভা সমাবেশে ইচ্ছে মতো উলটো পালটা বলছে। ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। তারা জানে না ক্ষমতা এতো সহজ নয়, আসলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। ক্ষমতায় যেতে হলে জনগণের সঙ্গে দেশের ভোটারদের সঙ্গে দীর্ঘ সুসর্ম্পকের প্রয়োজন হয়। জনগণের আস্থার দলে পরিণত হতে হয়। স্বাধীনতার পর থেকে কখনো ক্ষমতায় আসতে না পারা সেই দলটির বাংলাদেশে এমন জনপ্রিয়তাও নেই, তাদের প্রতি এদেশের মানুষের তেমন কোনো আস্থাও নেই। বিগত কোনো সংসদ নির্বাচনে দেশের প্রাপ্ত ভোটের হারে কখনো তারা দুই অংকের ঘরেই যেতে পারেনি।  জামায়াতে ইসলামীর নাম উচ্চারণ না করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু তাদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা বহুদূর। ক্ষমতায় যেতে চাইলে আগে এদেশের মানুষের আস্থা বিশ্বাস অর্জন করুন। জনগণের দলে পরিণত হন, তারপর ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন। এদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক জিয়ার এবং তাদের হাতে গড়া দল বিএনপির প্রতি আস্থাশীল। আগামী নির্বাচনে এদেশের মানুষ বিএনপিকে নিরংকুশ ভাবে বিজয়ী করবে। বিএনপি ক্ষমতায় গিয়ে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের সকল শোষণ, বঞ্চনা ও নির্যাতনের উপযুক্ত বিচার করবে। সকল হত্যা অন্যায় অবিচারের জন্য সকল দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করবে।  ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে সাবেক চেয়ারম্যান মাহতাব হোসেনের সঞ্চালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম। জনসভায় দুলু আরও বলেন, আওয়ামী লীগের সময় শতভাগ ভোটার উপস্থিতি দেখানো হয়েছিল। তাদের সময়ে মরা মানুষও ভোট দিয়েছে। সাড়ে ১৫ বছর যারা এই দেশকে শোষণ করা হয়েছে। দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে জামায়াতের আমির তাদের বিরুদ্ধে না বলে তিনি নাটোরে এসে বলেছেন, আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় গেলে তাই করবে। তার এসব কথা সত্য নয়।  দুলু বলেন, বিএনপির সময়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমিকসহ কাউকে কোন চাঁদা দিতে হবে না।  তিনি জামায়াতের উদ্দেশ্যে বলেন, আপনার স্বাধীনতার পক্ষে না বিপক্ষে তা আগে পরিষ্কার করুন। ১৯৭১ সালের ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত। জামায়াতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম নয়, যারা গত সাড়ে ১৫ বছর এদেশে হত্যা, গুম, সন্ত্রাস, নৈরাজ্য চালিয়েছে আমাদের সংগ্রাম তাদের বিরুদ্ধে। আরটিভি/এমকে
চুরি করতে দেখে ফেলায় ভবঘুরেকে হত্যা
নাটোরের কেন্দ্রীয় মহাশ্মশানে চুরি ও তরুণ দাস (৫৬) নামের এক ভবঘুরেকে হত্যাকাণ্ডের ঘটনায় সবুজ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় নাটোরের বড়হরিশপুরে কেন্দ্রীয় মহাশ্মশানে সাংবাদিকদের সামনে গ্রেপ্তার যুবককে উপস্থিত করে পুলিশ।  নাটোর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘সবুজ হোসেনসহ অন্যরা মহাশ্মশানে চুরি করতে গেলে সেখানে উপস্থিত তরুণ চন্দ্র দাস তাদের দেখে ফেলেন। এ সময় তারা তরুণ চন্দ্র দাসের হাত-পা ও মুখ বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। পরে গত ২১ ডিসেম্বর সকালে নাটোর কেন্দ্রীয় মহাশ্মশান থেকে তরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়।’ পুলিশ সুপার আরও বলেন, ‘এ ঘটনায় নিহত তরুণ দাসের ছেলে তপু দাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সবুজ এবং জড়িত আরও কয়েকজনের তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ না করে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সবুজ হোসেন নাটোর শহরের বড়হরিশপুর এলাকার রমজান আলীর ছেলে। আরটিভি/এমকে
ভালোবাসার ১৪ বছর, নাটোরে এলেন মালয়েশিয়ার তরুণী
মালয়েশিয়ার তরুণী সিটি হাসনার সঙ্গে নাটোরের যুবক আনিছ রহমানের পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। দীর্ঘ ১৪ বছর প্রেম করে অবশেষে নাটোরের গুরুদাসপুরে এলেন মালয়েশিয়ার তরুণী সিটি হাসনা (৩২)। শনিবার (৪ ডিসেম্বর) সকালে গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকায় মায়ের সঙ্গে প্রেমিকের বাড়িতে আসেন ওই তরুণী। আনিছ রহমান (৪২) নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকার জলিল রহমানের ছেলে ও সিটি হাসনা মালয়েশিয়ার একটি শহরের মশিন জাকরি’র মেয়ে। পরিবার জানান, ২০১০ সালে মালয়েশিয়ায় এক কর্মক্ষেত্রে আনিছ রহমানের সঙ্গে মালয়েশিয়া তরুণী সিটি হাসনার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। ৫ বছর আগে পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়। তবে ভিসা জটিলতার কারণে ওই তরুণী বাংলাদেশে আসতে পারেননি। তবে প্রেমের টানে মাঝে মাঝে আনিছ মালয়েশিয়ায় যেতেন। অবশেষে শনিবার সকালে ওই মালয়েশিয়া তরুণী নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর এলাকায় আসেন। সঙ্গে ছিলেন তার মা। রোববার নাটোর আদালতে তাদের বিয়ে হওয়ার কথা রয়েছে। আনিছ রহমান বলেন, দীর্ঘ ১৪ বছরের সম্পর্ক আমাদের। পারিবারিকভাবে দুজনের ইচ্ছায় বিয়ে হচ্ছে। আমাদের নতুন জীবনের জন্য সবাই দোয়া করবেন। ৩ নম্বর খুবজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মনিরুল ইসলাম বলেন, মালয়েশিয়া থেকে একজন তরুণী খুবজিপুরে এসেছেন। তিনি যে উদ্দেশ্যে নাটোরে এসেছেন, তা যেন সফল হয়। তাদের দুজনের জন্য শুভকামনা ও দোয়া রইল। আরটিভি/এএএ/এস  
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষ, আহত ৫
নাটোরের লালপুরে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেড়াতে আসা সেনা সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি নুরুজ্জামান। আহতরা হলেন– আড়বাব আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয়, সেনা সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট করেন ছাত্রলীগ কর্মী জয়। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ছাত্রলীগ নেতাকে মারধর করেন। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করেন। পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে তিন আওয়ামী লীগ সমর্থকের বাড়ি ভাঙচুর করেন। এ সময় মান্নানের বাড়িতে বেড়াতে আসা ছুটিতে থাকা সেনাবাহিনীর সদস্য জিহাদসহ অনন্ত ৪ জন আহত হন। এ বিষয়ে লালপুর থানার ওসি নুরুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে এখনো পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে আ.লীগ: জামায়াত আমির
বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নাটোর শহরের জেলা পরিষদ (অনিমা চৌধুরী) মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।   জামায়াত আমির বলেন, দেশে এখন প্রায় ১১ কোটি ভোটার রয়েছে। বিগত ১৫ বছরে আওয়ামী লীগ পৌনে ২ কোটি ভুয়া ভোটার তৈরি করেছে। সেগুলো বাদ দিলে ভোটার সংখ্যা কমে আসবে। তবে অনেক তরুণ-তরুণী ভোটার তালিকাভুক্ত হতে পারেনি। তাদের ভোটার করা হলে এ সংখ্যা আরও বাড়বে। এজন্য প্রয়োজনীয় সংস্কারকাজ দ্রুত শেষ করতে হবে। শেখ হাসিনা সরকার পতনের পর যেসব রাজনৈতিক দলের নেতাকর্মীরা চাঁদাবাজি, দখলবাজিতে মেতেছেন তাদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, গত ৫ আগস্ট পর্যন্ত দেশে এত রক্ত, এত গণহত্যা, এত মানুষ পঙ্গুত্ববরণ করল, এত মানুষ ঘর ছাড়লো, দেশ ছাড়লো তবুও কী এ জাতির শিক্ষা হবে না। এ শিক্ষা যারা নেবে না, আমরা কী তাদের সমর্থন করতে পারি। তাদের কী বন্ধু মনে করতে পারি, রাজনীতিবিদ মনে করতে পারি। একজন রাজনীতিবিদ কখনো চাঁদাবাজ হতে পারে না। চাঁদাবাজের দলীয় কোনো পরিচয় নেই, সে চাঁদাবাজ। ডা. শফিকুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি দিক-নির্দেশনা দিয়েছেন। এটাকে জামায়াত অযৌক্তিক মনে করছে না। তবে তাদের আন্তরিকতার পরিচয় দিতে হবে। যে সংস্কার জাতির প্রাণের দাবি, সেখানে মৌলিক বিষয়গুলো সংস্কারে যেন কোনো গড়িমসি না হয়। কোনো ষড়যন্ত্রের কাছে সংস্কার যাতে হারিয়ে না যায়। যাতে গুলিয়ে না যায় এজন্য দৃঢ়ভাবে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল। তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। তাদের নিয়ে বহু ষড়যন্ত্র হয়েছে। আমাদের নেতারা মাথা নত করেননি। তারা জীবন দিয়েছেন, হাসতে হাসতে ফাঁসিতে ঝুলেছেন, মাথা কিন্তু নত করেননি। বহু ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। সমস্ত প্রস্তাব ও ষড়যন্ত্র ঘৃণা মনে করে প্রত্যাখ্যান করা হয়েছে। গত ১৬ বছরে দেশে খুন, গুম, গণহত্যা, লুটপাট ও বিদেশে টাকা পাচারে জড়িতদের বিচারের তাগিদ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, এসবের বিচারের মাধ্যমেই তারা দেশ ও জনগণের কাছে নিষিদ্ধ হয়ে যাবে, যা এখন বড় দায়িত্ব ও কর্তব্য। কেননা তারা যত খুন করেছে, গুম করেছে, গণহত্যা চালিয়েছে, লুট করেছে, বিদেশে টাকা পাচার করেছে এজন্য তাদের বিচার হওয়া প্রয়োজন। এখন বিচারের মাধ্যমে তাদের নিষিদ্ধ করাটাই সবচেয়ে উপযুক্ত দাওয়াই। আশা করি, সরকার সেদিকে লক্ষ্য রাখবে এবং সংস্কার কাজ চালিয়ে যাবে। সুধী সমাবেশে চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির ড. মীর নুরুল ইসলাম। এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন ও মোবারক হোসেন, নাটোর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মো. ইউনুস আলী, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আতিকুল রহমান রাসেল প্রমুখ। পরে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে মহিলা সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াত আমির।  এর আগে সকালে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। আরটিভি/এমকে
কারও লাল চোখ দেখতে চাই না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারও হাতে যাওয়ার জন্য নয়। কারও লাল চোখ আমরা দেখতে চাই না।  শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে নাটোর জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে তি‌নি এ কথা ব‌লেন। জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ গড়তে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এ দেশের হিন্দু-মুসলমান, বৌদ্ধ, খ্রিস্ট্রান সবাই গর্বিত নাগরিক।  ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করেছে। কম-বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত ১৫ বছর যারা ছিল।  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, এতো মানুষ কেন জীবন দিয়েছে? তারা বৈষম্যহীন সমাজ চায়। তারা বলেছে, আমরা চাঁদাবাজি বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে। জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। আরটিভি/আইএম/এস