• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষ, আহত ৭
চলন্ত ট্রেনের বগিতে আগুন, নেভালেন স্থানীয়রা
নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক জ্যাম হয়ে বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রেন। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুরের আজিমনগর স্টেশনের পূর্বে মহিষাখোলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়। স্থানীয়রা জানান, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় এক নারীযাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন, এতে তিনি আহত হন। আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান গণমাধ্যমকে জানান, আনুমানিক রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে পুনরায় যাত্রা শুরু করে। আরটিভি/এএএ/এআর
আগুনে পুড়ে ৯ মাসের শিশুর মৃত্যু
বগি ফেলে চলে গেল ট্রেন, এরপর যা ঘটল 
মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের ৭ জন গ্রেপ্তার
১২ বছরের সাজা থেকে দুলুকে খালাস
জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, বিএনপি নেতাকে শোকজ
নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। অবেশেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি। ওই নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। শনিবার (৭ ডিসেম্বর) জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে শোকজ করা হয়েছে। এতে বলা হয়, গত শুক্রবার সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে; যা দলীয় শৃঙ্খলা পরিপন্থি বলে বিবেচিত হয়। আপনাদের এমন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যদিকে সিংড়া উপজেলা বিএনপির পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডা. ফারজানা রহমান দৃষ্টি বিএনপির কোনো আমন্ত্রিত অতিথি ছিলেন না। তিনি সবার অজান্তে মঞ্চে উঠে পেছনের একটি চেয়ারে বসে পড়েন। পড়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। আরটিভি/এএএ-টি 
বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, সমালোচনার ঝড়
নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান দৃষ্টির উপস্থিতি নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে সিংড়া উপজেলায় কোর্ট মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়।  জানা গেছে, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আল মামুন সভামঞ্চে ছিলেন। রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আল মামুনের ঠিক পেছনেই বসেন ফারজানা রহমান দৃষ্টি। সভা শেষে রাতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদের অনুসারীরা সভামঞ্চে বিএনপিকর্মীদের পাশে বসা ফারজানা রহমানের ছবি ফেসবুকে পোস্ট করে তাকে উপজেলা যুব মহিলা লীগের সহসভাপতি দাবি করেন। ফারজানার সঙ্গে তার ভগ্নিপতি জুনাইদ আহমেদ পলকের ছবি পোস্ট করে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় কারা ফারজানাকে সভায় ডেকেছেন তা খুঁজে বের করে সাংগঠনিক ব্যবস্থা নিতে আহ্বান জানান। সিংড়া পৌর বিএনপির সদস্যসচিব তায়েজুল ইসলাম বলেন, অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলাম। পিছনে তাকিয়ে ফারজানা রহমান দৃষ্টিকে দেখতে পাই। তাৎক্ষণিক মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। এমন একজন নারীকে বিএনপির একটি জনসভা মঞ্চে বসতে দেওয়ার ঘটনা সত্যিই লজ্জাজনক। এ বিষয়ে ফারজানা রহমান গণমাধ্যমকে বলেন, তিনি পেশায় একজন চিকিৎসক। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকেন। এরই ধারাবাহিকতায় তিনি বিএনপির জনসভা মঞ্চে বসেছিলেন। এতে রাজনৈতিক কোনো অভিপ্রায় ছিল না।  বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত সংবাদমাধ্যমকে বলেন, ফারজানা রহমান যদি আওয়ামী লীগের কেউ হন, তাহলে তাকে মঞ্চে ডেকে আয়োজকেরা ঠিক করেননি। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে। দলের কাউকে জড়িত পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এএএ/এআর 
নাটোরে ৫ হাজার টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
নাটোর সুগার মিলস লিমিটেডের ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে।  শুক্রবার (২৯ নভেম্বর) ডঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে এই মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের উপ-সচিব ও পরিচালক আবুল কালাম আজাদ। চলতি মাড়াই মৌসুমে ৯০ হাজার টন আখ মাড়াই করে পাঁচ হাজার ১৩০ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের গড় হার ধরা হয়েছে ৫ দশমিক ৭০ শতাংশ। এর আগে গত বছর চিনিকলটি ৬৯ হাজার ৮৪৪ টন আঁখ মাড়াই করে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদন করে।  উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদুর রহমান, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকতার জাহান সাথী, বাংলাদেশ আখ চাষি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি মুসলিম উদ্দিন প্রামাণিক প্রমুখ।
নাটোরে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল যুবকের
নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন। নিহত মো. মুক্তার হোসেন (৩২) দিনাজপুর জেলার বিরল থানার মোখলেসপুর এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, নিহত যুবক পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। বাংলাবান্ধা ট্রেনটি নাটোরের মাধনগর স্টেশনে যাত্রাবিরতি দিলে তিনি পানি খেতে নিচে নামেন। পানি পান করে ট্রেনে উঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মাধনগর রেলস্টেশন মাস্টার মো. মমিন উদ্দিন বলেন, বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে যাত্রাবিরতি দিলে মুক্তার হোসেন পানি পান করতে নিচে নামেন। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। আরটিভি/এমকে/এআর
নাটোরে রেললাইনে ফাটল, ট্রেন চলছে ধীরগতিতে
নাটোরের লালপুরে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। এতে ধীরগতিতে চলছে ট্রেন।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে আজিমনগর স্টেশন ও আব্দুলপুর জংশনের মধ্যবর্তী নর্থ বেঙ্গল সুগার মিলস-সংলগ্ন বিহারীপাড়া রেলগেটের অদূরে ডাউন রেললাইনে ভাঙন দেখা গেছে।  জানা গেছে, বৃহস্পতিবার সকালে রেলওয়ের কর্মীরা নিয়মিত রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙা দেখতে পান। এরপর ওই লাইন দিয়ে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। ইতোমধ্যে লাইন মেরামত কাজ শুরু করেছে রেলওয়ের কর্মীরা। আব্দুলপুর রেলস্টেশনের মাস্টার জিয়া উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেললাইনে ফাটলের খবর পাওয়ার পরেই সেখানে রেলের শ্রমিকরা গিয়েছেন। ফাটল মেরামতের কাজ চলছে। রেল চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যে লাইনে মেরামতের কাজ চলছে, সে লাইন রেলগাড়ি ধীরগতিতে চলছে। আরটিভি/এএএ/এস
ছিনতাই করতে এসে নাটোরে আটক ব্রাহ্মণবাড়িয়ার ৫ নারী
নাটোরে ছিনতাইয়ের সময় পাঁচ নারীকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৭ নভেম্বর) দুপুরে নাটোর শহরের মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডরমন্ডল নতুনবাজার এলাকার কাউসার রহমানের স্ত্রী পারুল বেগম (৩০), সফর উদ্দিনের স্ত্রী নাইমা বেগম (২৮), এরশাদ আলীর স্ত্রী মাফিয়া বেগম (২০), জাকির হোসেনের স্ত্রী সীমা বেগম (৩০) এবং আশরাফ উদ্দিনের স্ত্রী লাভলি বেগম (২০)। ছিনতাইয়ের শিকার বরগাছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ খানম জানান, তিনি কানাইখালী বাসস্ট্যান্ড থেকে অটোরিকশায় করে কালেক্টরেট স্কুলে যাচ্ছিলেন। পথে পাঁচ নারী অটোতে ওঠেন। অটোরিকশাটি মাদরাসা মোড়ে পৌঁছালে তাদের একজন অসুস্থতা বোধ করছেন বলে তার ঘাড়ে মাথা এবং গলায় হাত রাখেন। এরপর তার গলায় থাকা সোনার চেইন খুলে নেওয়ার চেষ্টা করেন। ভ্যানিটি ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করেন অন্যরা। এ সময় শাহনাজ বেগম চিৎকার করলে কর্তব্যরত ট্রাফিক পুলিশসহ স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তারা ঘটনা জানতে চাইলে তিনি সব খুলে বলেন। পরে ট্রাফিক পুলিশ তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, এরা ছিনতাই চক্রের সদস্য। ছিনতাই করাই এদের পেশা। এদের সঙ্গে কারা জড়িত আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আরটিভি/এএএ/এস