• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
চাঁপাইনবাবগঞ্জে দুজনকে কুপিয়ে হত্যা, ২ আসামি রিমান্ডে
পৌরসভার ল্যাম্পপোস্ট নিজের বাড়িতে নিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা
চুয়াডাঙ্গা পৌরসভার সৌর ল্যাম্পপোস্ট তুলে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জুয়েল রানা নামে স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। জুয়েল রানা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক। স্থানীয়দের অভিযোগ, জোরপূর্বক জায়গা দখলের উদ্দেশ্যে বুধবার (১১ ডিসেম্বর) সকালে ল্যাম্পপোস্টটি মাটি খুঁড়ে তুলে বাড়িতে নিয়ে যান জুয়েল রানা। তালতলা এলাকার বটতলা মোড়ে সৌর ল্যাম্পপোস্টটি স্থাপন করেছিল পৌরসভা।  এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক জুয়েল রানা বলেন, ‘ল্যাম্পপোস্টটি আমার জমিতে স্থাপন করা হয়েছিল। সিঁড়িঘর নির্মাণের জন্য ল্যাম্পপোস্টটি তুলেছি। এটি আবার পুঁতে দেবো।’ চুয়াডাঙ্গা পৌরসভার সচিব এসএম রেজাউল করিম বলেন, ‘আমাদের অনুমতি ছাড়া কেউ ল্যাম্পপোস্ট সরিয়ে নিতে পারেন না। এটি সরকারি সম্পদ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ট্রানজিট পয়েন্ট পরিদর্শন নেপাল দূতাবাস কর্মকর্তার
চাঁপাইনবাবগঞ্জে যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার 
চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
নাচোলে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পেয়ারা বাগানের পাশের একটি ড্রেন থেকে কামরুল ইসলাম নামে (৪২) নামে এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার নাচোল ইউনিয়নের হাঁকরইল সাঁওতাল পাড়া এলাকার দক্ষিণ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরুল নাচোল ইউনিয়নের সূর্যপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে ও একই ইউনিয়নের ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পেয়ারা বাগানেরা পাশের ড্রেনে কামরুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কীভাবে মৃত্যু হয়েছে তা এখনই বলা সম্ভব না। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আরটিভি/এএএ 
ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সঙ্গে দ্বায়িত্বশীলদের যোগাযোগ বৃদ্ধিতে রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন
কমিউনিটি রেডিওর মাধ্যমে ক্ষুদ্র-জাতিগোষ্ঠির সমস্যা চিহ্নিত করণ ও তা-সংস্লিষ্ট কতৃপক্ষের কাছে তুলে ধরতে নির্মিত রেডিও অনুষ্ঠান সেতুবন্ধন নিয়ে চাঁপাইনবাবগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ।  স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্রনাথ উরাওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা বেগম, রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন, গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টির পরামর্শক সাংবাদিক হাসিবুর রহমান বিলু, সমষ্টির কর্মসূচী সমন্বয়কারী জাহিদুল হক খান, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমুসহ অনান্যরা।  চাঁপাইনবাবগঞ্জের কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার আয়োজনে এ সেমিনারে ক্ষুদ্র-জাতিগোষ্টির প্রতিনিধিরা সুপেয় পানি সংকটসহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন ও শেষে লিখিত আকারে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে থাকা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সহ বিভিন্ন দপ্তর প্রধানরা ক্ষুদ্র-জাতিগোষ্টির জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।  আরটিভি/এএএ 
সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় নাগরিক আটক 
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে মো. নাজির উদ্দিন কার্তিককে (২৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে ১৬ বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানানো হয়। এদিন সকাল ৯টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) বিজিবি সদস্যরা গোমস্তাপুর উপজেলার কেতাব বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি বিজিবির নিয়মিত টহল দল মঙ্গলবার সকালে সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে কেতাব বাজার এলাকায় টহল পরিচালনা করছিলেন।  টহল দেওয়ার সময় একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তিনি অসংলগ্ন বক্তব্য দিতে থাকেন। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করেন তিনি ভারতীয় নাগরিক। ওই ব্যক্তির ভাষ্যমতে তার নাম, নাজির উদ্দিন কার্তিক। তিনি ভারতের বিহার রাজ্যের কাঠিয়ার জেলার আবাদপুর থানার গাবিন্দপুর গ্রামের বাসিন্দা। তল্লাশী করে ওই ব্যক্তির কাছ ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশী ২৫০ টাকা পাওয়া গেছে। তার কাছ থেকে কোনো পাসপোর্ট বা বৈধ ডকুমেন্ট পাওয়া যায়নি।  তিনি আরও বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের লালাপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় ফজুল (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের গোয়ালটুলী গ্রামের মৃত সাজ্জাত মন্ডলের ছেলে।  চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, লালাপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ফজলুকে ধাক্কা দেয়। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যায়, তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। মরদেহ হাসপাতালের মর্গে আছে, পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। আরটিভি/এএএ/এস
সোনামসজিদ দিয়ে এলো সাড়ে ৫ হাজার টন আলু-পেঁয়াজ
এক দিন বন্ধ থাকার পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে আড়াই হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ২ হাজার ৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান। সোনামসজিদের অন্যতম বৃহৎ আমদানিকারক প্রতিষ্ঠান শুভ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, চিন্ময় দাসকে গ্রেপ্তারের পর থেকে অন্যান্য বন্দরের ন্যায় সোনামসজিদ বন্দরেও এর প্রভাব পড়তে শুরু করে। মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলুভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। তবে বুধবার দুপুর থেকে আগের এলসি করা পেঁয়াজগুলো দিচ্ছে ভারতীয় ব্যবসায়ীরা। সোনামসজিদ স্থল বন্দরের একাধিক আমদানিকারকের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর পশ্চিমবঙ্গ সরকার আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পর মঙ্গলবার এই বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আসেনি। তবে অন্য পণ্য আমদানি চালু ছিল। কিন্তু বুধবার সারা দিনে ৯৪টি ট্রাকে ২৫০২ টন পেঁয়াজ ও ১০৯টি গাড়িতে ২৯৪২ টন আলু আমদানি করা হয়েছে। আমদানিকারকরা জানান, জটিলতার কারণে ভারতে ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ থাকায় নতুন করে পেঁয়াজ ও আলু ট্রাকে লোড করা হচ্ছে না।  বন্দর সূত্র জানিয়েছে, এখনও ভারতে শতাধিক পেঁয়াজ ও আলুর ট্রাক আটক রয়েছে।  আরটিভি/এফআই
ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুলাহ আল ওসমান (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ওসমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিল্কিপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে এবং বিদিরপুরস্থ আলোর দিশারী মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় আটক ট্রাক্টর চালকের নাম ও ঠিকানা তাৎক্ষণিক জানায়নি চাঁপাইনববাগঞ্জ সদর থানা পুলিশ। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টর পিছন থেকে বাইসাইকেল আরোহী আব্দুল্লাহ আল ওসমানকে ধাক্কা দেয়। এতে ভিকটিম আবদুলাহ আল ওসমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখেন।  খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও ট্রাক্টর চালককে পুলিশ হেফাজতে নেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ আল ওসমান নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আরটিভি/এমকে-টি