• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী ৩ দিন পর উদ্ধার
ট্রাক্টরের ধাক্কায় মাদরাসাছাত্র নিহত, চালক আটক
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুলাহ আল ওসমান (১৩) নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল ওসমান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মিল্কিপাড়া এলাকার উজ্জ্বল আলীর ছেলে এবং বিদিরপুরস্থ আলোর দিশারী মডেল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় আটক ট্রাক্টর চালকের নাম ও ঠিকানা তাৎক্ষণিক জানায়নি চাঁপাইনববাগঞ্জ সদর থানা পুলিশ। স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টর পিছন থেকে বাইসাইকেল আরোহী আব্দুল্লাহ আল ওসমানকে ধাক্কা দেয়। এতে ভিকটিম আবদুলাহ আল ওসমান রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখেন।  খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও ট্রাক্টর চালককে পুলিশ হেফাজতে নেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিদিপুর এলাকায় ট্রাক্টরের ধাক্কায় আব্দুল্লাহ আল ওসমান নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর চালককে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। আরটিভি/এমকে-টি
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ
চাঁপাইনবাবগঞ্জে কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু
বদলির পর আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে
বদলির পর থানার আসবাবপত্র ও টিভি খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার বিদায়ী ওসি মিন্টু রহমানের বিরুদ্ধে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন। জানা যায়, সম্প্রতি বদলিজনিত কারণে থানা ছেড়ে যাওয়ার সময় নিজ কক্ষে ব্যবহৃত ১০টি চেয়ার, একটি ফাইল ক্যাবিনেট ও ৫৬ ইঞ্চির একটি এলইডি টিভি নিয়ে যান ওসি মিন্টু রহমান। গত বছরের ৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা থেকে বদলি হয়ে সদর মডেল থানায় যোগদান করেন তিনি। এখানে এসে তিনি চাকচিক্য, সাজানো-গুছানো মনোরম পরিবেশের একটি কক্ষ পেয়েছিলেন। কারণ এর আগের ও বর্তমানে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ওই কক্ষের ইন্টেরিয়র ডিজাইনের কাজ করিয়েছিলেন। কিন্তু সম্প্রতি পুলিশের এক সংক্ষিপ্ত আদেশে সিলেট রেঞ্জে বদলি করা হয় মিন্টু রহমানকে।  চলে যাওয়ার সময় থানার ওসির কক্ষের আসবাবপত্র নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নাম প্রকাশ না করার শর্তে সদর থানার কয়েকজন পুলিশ সদস্য জানান, থানায় আগতদের বসার জন্য এক ব্যবসায়ী ১০টি চেয়ার দিয়েছিলেন। একইভাবে এলইডি টিভিটিও দিয়েছেন আরেক ব্যবসায়ী। কিন্তু সিলেটে যাওয়ার আগে ওসি মিন্টু রহমান এসব জিনিসপত্র সঙ্গে নিয়ে গেছেন। ওসির ঘরে লাগানো একটি এসি খুলেও সঙ্গে নিতে চেয়েছিলেন। কিন্তু ওই এসির গায়ে দাতা প্রতিষ্ঠান রনি কম্পিউটার্সের নাম লেখা থাকার কারণে সেটা নেননি ওসি মিন্টু। এ দিকে আরটিভির সঙ্গে এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ওসি মিন্টু রহমান।  অভিযোগের বিষয়ে বিদায়ী ওসি মিন্টু রহমান বলেন, ‘রাজশাহী থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা থানা পরিদর্শনে আসা উপলক্ষে শহরের ব্রাদাস ফার্নিচার থেকে কয়েকটি ভালো চেয়ার আনা হয়েছিলো। সেগুলো অফিসেই ছিলো। ধার হিসেবে আনা চেয়ারগুলো, আমি আসার আগে সেই দোকানে বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে টিভির টাকা পরিশোধ করতে না পারায় সেটিও রনি ইলেকট্রনিক্সকে ফেরত দিয়ে দেওয়া হয়েছে। আমি কোনো কিছু নিজের সঙ্গে আমার নতুন কর্মস্থলে নিয়ে আসিনি। এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমার ইমেজকে ক্ষুণ্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’ চাঁপাইনবাবগঞ্জ সদর থানার নতুন ওসি মেহেদি হাসান বলেন, ‘থানায় যোগদানের পর সরকারি চেয়ার-টেবিল পেয়েছি। আগে কী হয়েছে আমার জানা নেই।’ ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, ‘থানায় সরকারিভাবে টিভি, এসি দেওয়া হয় না। এগুলো ব্যক্তিগতভাবে সংগ্রহ করেন ওসিরা। থানায় নতুন ওসি যায় আসে। এ সময় সরকারি নিয়ম অনুযায়ী সরকারি যে মালামাল থাকে তা বিদায়ী ওসির কাছ থেকে নতুন ওসি বুঝে নেন। এবারও তাই হয়েছে। নতুন যিনি এসেছেন তিনি সরকারি যে মালামাল ছিলো তা সবকিছু বুঝে নিয়েই দায়িত্ব গ্রহণ করেছেন।’
চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ঈদ উদযাপন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ৩ শতাধিক মানুষ ঈদ উদযাপন করছেন।  রোববার (১৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোল ও বাগানপাড়ায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন। অন্যদিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘি এলাকায় শতাধিক পরিবার ছিয়াত্তর বিঘি আম বাগানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা। সেই সঙ্গে সবাই মিলে পশু কোরবানি দেন। উল্লেখ্য, কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।
জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ইমামের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার কল্যাণপুরে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় জাহিদ হাসান শামসুল (৪৫) নামে এক ইমাম নিহত হয়েছেন।  শুক্রবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মেহেদী হাসান। নিহত জাহিদ হাসান শামসুল নাচোল উপজেলার নেজামপুর এলাকার মৃত আব্দুল মাতিনের ছেলে।  তিনি নাচোল সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ছিলেন। শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়াতেন। জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের নমোশংবাটি জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল যোগে রওনা দেন জাহিদ হাসান শামসুল। পথে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুর-সংলগ্ন ফকল্যান্ড মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি মেহেদী হাসান বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। কিন্তু ট্রাকচালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ছাড়া নিহত জাহিদ হাসানের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ম্যাংগো ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে যাত্রা করল ক্যাটল ট্রেন 
ম্যাংগো স্পেশাল ট্রেনের সঙ্গে যুক্ত হয়ে এবার চালু হলো কোরবানির পশু পরিবহনে বাংলাদেশ রেলওয়ের ক্যাটল স্পেশাল ট্রেন।  বুধবার (১২ জুন) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ছেড়ে যায় কোরবানির পশু ও আমবাহী এ ট্রেনটি। আম পরিবহনে আশানুরূপ সাড়া না মিললেও পশু পরিবহনের জন্য নির্ধারিত ৪টি ওয়াগনই বুক হয়। এ দিন চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৭১টি গরু ও ৯টি ছাগল নিয়ে ট্রেনটি রওনা হয় ঢাকায়। এর আগে বিকেল ৪টা থেকে খামারি ও ব্যবসায়ীরা তাদের গরু ও ছাগলগুলোতে ট্রেনে তোলার কাজ শুরু করলেও কিছু গরুকে ট্রেনে উঠাতে বেশ বেগ পেতে হয় খামারিদের। এতে সন্ধ্যা ৬টার পরিবর্তে অন্তত ২০ মিনিট বিলম্বে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন ছেড়ে যায় ট্রেনটি। ট্রাকের চেয়ে ট্রেনে পশু পরিবহনে খরচ অনেক কম, সেই সঙ্গে নিরাপদ স্বস্তির যাত্রা বলছেন খামারি ও ব্যবসায়ীরা। সেই সঙ্গে এড়ানো যায় পথের দীর্ঘ যানজট ও চাঁদাবাজির বাড়তি খড়গ।  চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার মোহাম্মদ ওবাইদুল্লাহ বলেন, চতুর্থবারের মতো কম খরচে কোরবানির পশু পরিবহনের জন্য ক্যাটল স্পেশাল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আরও দুদিন এ ট্রেন চলবে। ট্রেনে পশু পরিবহনে প্রতি ওয়াগনে ভাড়া ১৫ হাজার ৪৭০ টাকা। প্রতি ওয়াগনে ২০টি গরু পরিবহন করা যাবে।
স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক
স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।  এ কে এম গালিভ খাঁন ব্যক্তিগত জীবনে ২০১২ সাল থেকে স্কাউটিংয়ে যুক্ত হন। প্রশাসনিক কার্যক্রমের পরেও তিনি নিয়মিতই সময় দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় শতভাগ স্কাউট দল রেজিস্ট্রেশন ও সকল বিদ্যালয়ে স্কাউট ইউনিফরমসহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় তারই পৃষ্ঠপোষকতায়। বরাবরই স্কাউট আন্দোলনে দক্ষ সংগঠকের ভূমিকায় ছিলেন বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁন।  বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সম্পাদক গোলাম রশিদ বলেন, চাঁপাইনবাবগঞ্জে স্কাউট আন্দোলনের সার্বিক বিকাশ সাধন ও সম্প্রসারণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ চাঁপাইনবাবগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জের সভাপতি এ কে এম গালিভ খাঁনকে মেডেল অব মেরিট অ্যাওয়ার্ডে ভূষিত করেছে বাংলাদেশ স্কাউট। ৫২ তম জাতীয় কাউন্সিলের সাধারণ সভায় সম্মানসূচক বাংলাদেশ স্কাউটসের মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী
চাঁপাইনবাবগঞ্জের কিংবদন্তি শিল্পী রতিকান্ত পাল, যিনি ঝড়ু পাল নামেই পরিচিত, তার স্মরণে শুরু হয়েছে দুদিনের চিত্রকর্ম প্রদর্শনী। চাঁপাইনববাবগঞ্জ সাধারণ পাঠাগারে শুরু হওয়া এ প্রদর্শনীর আয়োজক চাঁপাইনবাবগঞ্জে রংয়ের ভাষা আর্ট এ্যান্ড ডিজাইন স্কুল।  শনিবার (১৮ মে) বিকেলে প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বছর সমাজ সেবায় একুশে প্রদক প্রাপ্ত জিয়াউল হক। ঝড়ুপালের ছেলে শিল্পী গোপাল চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন  জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, আশরাফুল আম্বিয়া সাগর, সাধারণ পাঠাগারের সম্পাদক আসিক আহমেদ ফারুক, কবি আনিফ রুবেদ, অভিভাবক পরিমল কুমার কুন্ডুসহ অনান্যরা।  কবি আশরাফুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিত্রকর্ম প্রদর্শনীর উদ্যোক্তা, রংয়ের ভাষা স্কুলের পরিচালক জগন্নাথ শাহা।  প্রদর্শনীতে রংয়ের ভাষা আর্ট এ্যান্ড ডিজাইন স্কুল শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম স্থান পেয়েছে। আগামীকাল রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।