• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo
পাবনায় লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার
টিসিবির কার্ড নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
পাবনার ঈশ্বরদীতে টিসিবির কার্ড বণ্টন করা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির তিন কর্মীসহ চারজন আহত হয়েছেন।  বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিলন বিশ্বাস, রাজিব মোল্লা ও রাব্বি মোল্লা। তাদের মধ্যে রাজিব ও রাব্বি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লার ছেলে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন আগে বিএনপি ও জামায়াত নেতাদের যৌথ মতামতের ভিত্তিতে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ১০০ জন ও জামায়াতের জন্য ৫০ জনকে টিসিবির কার্ড দেয়ার সিদ্ধান্ত হয়। বুধবার বিকেলে জামায়াতের স্থানীয় নেতা আকরাম হোসেনসহ কয়েকজন তাদের লোকজনের নামে টিসিবির কার্ড বরাদ্দ ঠিকঠাক আছে কিনা দেখতে ইউপি পরিষদে যান। এ নিয়ে সেখানে আগে থেকে উপস্থিত ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লার সঙ্গে তারা কথা বলেন। একপর্যায়ে বিরু মোল্লা জামায়াত নেতা আকরামকে উদ্দেশ্য করে বলেন, তুমিতো আওয়ামী লীগের রাজনীতি করতে, জামায়াতের নেতা হলে কবে? এ কথায় ইউপি সচিবের কক্ষের মধ্যেই তাদের দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রঞ্জু বিশ্বাস ও ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান খোকনের মধ্যস্থতায় দু’জনের ঝগড়া মীমাংসাও করা হয়। এ ঘটনার কিছুক্ষণ পরে বিএনপির লোকজন দলবদ্ধ হয়ে জামায়াতে ইসলামীর নেতা আকরাম হোসেনের বাড়ির দিকে বিক্ষুব্ধ হয়ে যাওয়ার সময় তার লোকজন তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সেখানে গুলিবর্ষণের ঘটনাও ঘটে। পরে খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান খোকন বলেন, ১০-১২টি মোটরসাইকেলের বহর নিয়ে একদল যুবক ইউনিয়ন পরিষদের সামনে এসে গুলিবর্ষণ করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবর্ষণের ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। ঘটনাস্থলে উপস্থিত থাকা ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাহাবুল হক বিশ্বাস বলেন, ঘটনার সময় সাবেক ছাত্রদল নেতা তানভির হাসান সুমনের নেতৃত্বে নেতারা সেখানে হাজির হলেও কিছুক্ষণ সেখানে থেকে তারা চলে যান। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বিরু মোল্লা বলেন, আকরাম হোসেন কিছুদিন আগেও আওয়ামী লীগ করতেন। এখন জামায়াতে যোগ দিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করছেন। অভিযোগ অস্বীকার করে জামায়াত নেতা আকরাম হোসেন বলেন, সংঘর্ষের জন্য বিরু মোল্লার লোকজন দায়ী। তারাই প্রথমে আমাদের লোকজনের ওপর হামলা চালাতে যান। এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, টিসিবির কার্ড নিয়ে তাদের দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। কাউকে আটকও করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আরটিভি/এএএ   
শেখ হাসিনার ট্রেনবহরে হামলা, সাজাপ্রাপ্ত বিএনপির ১২ নেতাকর্মী মুক্ত
অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু
পাবনায় প্রাইভেটকার দুর্ঘটনা: নিহত বেড়ে ৫
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার ঘটনায় নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর।  নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার গ্রামেরভারইমারি গ্রামের মাসুম হোসেনের ছেলে শিশির ইসলাম (২২) ও ওয়াজ উদ্দিনের ছেলে শাওন হোসেন (২৪), কালিকাপুর গ্রামের রেজাউল করিমের ছেলে জিহাদ হোসেন (২৫), আনোয়ার হোসেনের ছেলে বিজয় হোসেন (২৫) এবং ইলিয়াস হোসেনের ছেলে সিয়াম হোসেন (২৩)। নিহতরা সবাই বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রাইভেটকারটি দ্রুতগতিতে পাবনা জেলা শহরের দিকে যাচ্ছিল। ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এলাকায় আসার পর প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রাইভেটকারটিতে আরও দুজন আরোহী ছিলেন। তাদের গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তারা পাবনা শহরে বেড়ানোর উদ্দেশ্যে আসছিলেন। এ দিকে একই এলাকার পাঁচজন তরুণ নিহতের ঘটনায় ঈশ্বরদীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঈশ্বরদী থেকে একটি প্রাইভেটকার কয়েকজন যাত্রী নিয়ে পাবনার দিকে যাচ্ছিল। কারটি পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুড়িয়া ডিগ্রিপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং কারটি সজোরে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আর হাসপাতালে মারা যান আরও দুজন। নিহতরা সবাই বন্ধু।’
অপমান সইতে না পেরে নবদম্পতির আত্মহত্যা
পাবনায় প্রতিবেশীর কটূক্তি সইতে না পেরে নবদম্পতি রিয়া খাতুন (১৯) ও সাজেদুল ইসলাম (২১) বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (৩০ জুন) জেলার ঈশ্বরদী উপজেলার চরগড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার সকালে রিয়া মারা যান। রাত সাড়ে ৯টার দিকে মারা যান সাজেদুল ইসলাম। জানা গেছে, চরগড়গড়ি এলাকার আজতব প্রামাণিকের ছেলে সাজেদুল ও সাহাপুর ইউনিয়নের আজিজলতলা এলাকার লেরু মোল্লার মেয়ে রিয়া এক মাস আগে পালিয়ে বিয়ে করেন। সম্প্রতি রিয়ার চাচির মা তার শ্বশুরবাড়ি গিয়ে কটু কথা শোনায় এবং থুথু ফেলে ঘৃণা প্রকাশ করেন। এ অপমান সইতে না পেরে ওই দম্পতি কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের মানুষ টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করে। সেখানে সোমবার সকালে রিয়া মারা যান। রাত সাড়ে নয়টার দিকে মারা যান সাজেদুল ইসলাম। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। নবদম্পতির বিষপানের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নিখোঁজের সাত দিন পর ট্রাঙ্কে মিলল কিশোরের খণ্ডিত মরদেহ
পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের সাত দিন পর ট্রাঙ্কের  ভেতর থেকে তপু হোসেন (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুন) বিকেল ৩টার দিকে পৌর শহরের মশুরিয়াপাড়া ক্যাপ্টেন খানের গলির ‘অরন্য’ ছাত্রাবাসের ৩০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তপু মশুরিয়াপাড়া এলাকার কাশেম হোসেনের ছেলে। সে স্থানীয় একটি ওয়ার্কশপে (কারখানায়) মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতো।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। তারা হলেন- শহরের মশুরিয়াপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে আলিফ হোসেন (১৬) ও মনিরুজ্জামান (২২)। তপুর চাচাতো ভাই রাজু বলেন, ১৫ জুন তপু নিখোঁজ হয়। এরপর তার মোবাইল থেকে কাশেম হোসেনকে ফোন দিয়ে জানানো হয় তপুকে আটকে রাখা হয়েছে। ১০ হাজার টাকা পাঠালে তাকে ছেড়ে দেওয়া হবে। কাশেম হোসেন ওই নম্বরে ১০ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন। এরপর থেকে ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার বিকাল ৩টার দিকে কয়েকজন ছাত্র ঈদ শেষে ছাত্রাবাসে ফিরে ৩০৫ নম্বর কক্ষের সামনে গেলে একটি ট্রাঙ্ক থেকে দুর্গন্ধ বের হয়। এ সময় তারা ছাত্রাবাসের মালিক টিপু হোসনকে ডেকে আনেন। খবর দিলে পুলিশ ট্রাঙ্কের ভেতর থেকে তপু হোসেনের মরদেহ উদ্ধার করে। পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ছাত্রবাসের ট্রাঙ্ক থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। তিনি বলেন,  ধারণা করা হচ্ছে তপুকে হত্যার পর লাশ কয়েক টুকরা করে বাক্সের মধ্যে রেখেছিল দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।
নির্বাচনী সমাবেশে খিচুড়ির আয়োজন, আ.লীগ নেতাকে জরিমানা
পাবনার ঈশ্বরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থক ও আওয়ামী লীগ নেতা তরিকুল ইসলাম ভাদুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাত ডেকচি খিচুড়িও জব্দ করা হয়। শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান।  এ সময় তিনি নির্বাচনী সমাবেশে খিচুড়ি রান্না করায় তরিকুল ইসলাম ভাদুকে জরিমানা করা হয়। অভিযুক্ত ভাদু উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক। স্থানীয়রা জানান, চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদারের সমর্থনে শুক্রবার সন্ধ্যায় পাকশী ইউনিয়নের দিয়ার বাঘইল গ্রামে তরিকুল ইসলাম ভাদুর বাড়িতে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত জনতার জন্য খিচুড়ি খাওয়ার আয়োজন করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহদত হোসেন খান বলেন, নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করে সমাবেশের জন্য অভিযুক্তের বাড়ির পাশে খোলা স্থানে খিচুড়ি রান্না হয়েছিল। পরে জব্দকৃত খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রূপপুরে নতুন বিদ্যুৎ লাইন চালু, ৩ জেলায় সতর্কতা
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া (পশ্চিম) ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ৮৯ দশমিক ৯২ কিলোমিটার দীর্ঘ ‘৪০০ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইন’ দিয়ে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় এ লাইন পরীক্ষামূলক চালু হয়। এ কারণে পাবনা, নাটোর ও বগুড়া জেলার কিছু এলাকায় সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) আইডিআরএনপিপির প্রকল্প পরিচালক প্রকৌশলী মাসুদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টা থেকে নবনির্মিত লাইনটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে। এ অবস্থায় নবনির্মিত ৪০০ কেভি সঞ্চালন লাইনের টাওয়ারে আরোহণ, গবাদিপশু বাঁধা, টাওয়ারে রশি বেঁধে কাপড় শুকানো, লাইনের নিচে ও পাশে বাঁশঝাড় ও বড় গাছ রোপণসহ ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে। একই সঙ্গে সবাইকে ৪০০ কেভি সঞ্চালন লাইন থেকে নিরাপদ (উভয় পাশে ২৩ মিটার) দূরত্বে থাকতে অনুরোধ করা হচ্ছে।  উচ্চ ভোল্টেজের এই সঞ্চালন লাইন বা টাওয়ারের সংস্পর্শে এসে কেউ বিদ্যুতায়িত হলে পিজিসিবি কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
তীব্র তাপদাহে বেঁকে গেল রেললাইন
পাবনার ঈশ্বরদী উপজেলায় তীব্র তাপপ্রবাহে বেঁকে গেছে রেললাইন।আজ দুপুরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে ষ্টেশনের কাছে রেললাইনের পাত বেঁকে যায়। এতে করে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর পাস থ্রো করে অন্য লাইনে ঘুরে যায়। শুক্রবার (২৬ এপ্রিল) ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাষ্টার তাওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তিনি বলেন, প্রচণ্ড রোদে রেললাইন ২৫ ফুট বেঁকে গেছে। পরে রেলওয়ে অফিসের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়। এ বিষয়ে রেলওয়ের ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক শুভ হোসেন বলেন, কপোতাক্ষ ট্রেন ঈশ্বরদী ষ্টেশন থেকে ছাড়ার পর ঈশ্বরদী বাইপাস ষ্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে হওয়ায় ষ্টেশন মাষ্টার তাওলাদ হোসেন পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানান। পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে ট্রেনটিকে অন্য রেললাইন দিয়ে থ্রো পাস করার ব্যবস্থা করেন।  পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। এজন্য সাময়িক অসুবিধা হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় বিষয়টি সমাধান করা হয়েছে। প্রায় ২ ঘণ্টা রেলওয়ের কর্মচারীরা রেললাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক করার পর আবার ট্রেন চলাচল শুরু হয়। এদিকে ঈশ্বরদীতে শুক্রবার (২৬ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, তাপমাত্রা আরও বাড়তে পারে।