• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo
হাসপাতালে রোগীর অশ্লীল ভিডিও ধারণের অভিযোগ  
হঠাৎ কলাইখেতে নামল হেলিকপ্টার, অতঃপর... 
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাবনার সাঁথিয়ার ক্ষেতুপড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের কলাইখেতে হঠাৎ একটি হেলিকপ্টার অবতরণ করে। আধা ঘণ্টা অবস্থানের পর হেলিকপ্টারটি গন্তব্যে যাত্রা করে। শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি পাবনার আতাইকুলা যাওয়ার সময় জরুরি অবতরণ করে। হেলিকপ্টার অবতরণের খবরে সেখানে ভিড় করে এলাকার উৎসুক জনতা। সাঁথিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দাসুদেব সরকার জানান, তারা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। তবে তার আগেই হেলিকপ্টারটি গন্তব্যে উড়াল দেয়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, হেলিকপ্টারটি আকিজ গ্রুপের। ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরে আতাইকুলায় তাদের কারখানা রয়েছে। সেখানে যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাইলট এটিকে জরুরি অবতরণ করান। হেলিকপ্টার ও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।  আরটিভি/এএএ/এসএ
চাচাতো ভাইয়ের বুকে লাথি, অতঃপর...
সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত
সাঁথিয়ায় গ্রিল কেটে চুরি
ফুটবল খেলাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা
সাঁথিয়ায় গলা কাটা অজ্ঞাত মরদেহ উদ্ধার
পাবনার সাঁথিয়া উপজেলায় গলা কাটা অজ্ঞাত (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আতাইকুলা থানার চুলকাটাই মাঠে মরদেহটি উদ্ধার করা হয়।  এলাকাবাসী জানায়, বুধবার ভোরে স্থানীয় কৃষকরা কাজে গেলে চুলকাটাই মাঠে রাস্তার পাশ গলা কাটা মরদেহ দেখতে পান। পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।  স্থানীয় সাবেক ইউপি সদস্য বকুল বলেন, ‘লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পাই। এলাকার কেউ চিনতে পারছে না।’ আতাইকুলা থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘অজ্ঞাত মরদেহ উদ্ধার করে এলাকাবাসীকে শনাক্তের জন্য দেখানো হচ্ছে। মরদেহটি কেউ চিনতে পারছেন না। থানায় মামলা ও মরদেহ মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।’ আরটিভি/এমকে
আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ: শিমুল বিশ্বাস
বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাধারণ মানুষের অবদান ভুলবার নয়। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে মনে রাখবে এই দেশ। এই শিক্ষার্থীদের হাত ধরেই একটি সোনার বাংলা গড়ে উঠবে। তারা যেন পারিবারিকভাবে সামাজিকভাবে সচ্ছলভাবে চলতে পারে, আমাদের ব্যক্তিগত যতটুকু সহযোগিতা সেটুকু করা। রাষ্ট্রীয় পর্যায়ে সকল সহযোগিতা তাদের জন্য আদায় করে দেওয়ার বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার (৩০ আগস্ট) রাতে পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ গুরুতর অসুস্থ শিক্ষার্থী শহীদ মনসুর আলী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র আরিফুল ইসলামকে দেখতে তার গ্রামের বাড়ি সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে গিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।  তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছে। এরপর আমরা জেল থেকে বের হয়েছি। এই ছাত্রদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমাদের এই মুক্তি। তা না হলে কতদিন জেলে থাকতে হতো আর আমাদের ফিরে আসা হতো কিনা জানিনা। আজকে বাংলাদেশের সমস্ত মানুষ বিজয়ের আনন্দে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছেন। অভাবনীয়ভাবে এই দুঃশাসনের পতন ঘটেছে। এ সময় জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীদের নিয়ে চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস নিজ তহবিল থেকে আহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
সাঁথিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত ১
পাবনার সাঁথিয়ায়ায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে বাবলু বিশ্বাস (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। শুক্রবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে পাবনা-ঢাকা-বগুড়া মহাসড়কের করমজা ইউনিয়নের ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে।  নিহত বাবলু বিশ্বাসের বাড়ি সাঁথিয়া পৌরসভাধীন দাসপাড়াতে। সাঁথিয়া বোয়াইলমারী বাজারে তার সাইকেলের পার্টসের দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে থানার ওসি জয়নাল আবেদীন বলেন, শাহজাদপুর থেকে একটি ট্রাক বেড়ার দিকে আসছিল অপরদিকে বেড়া থেকে শাহজাদপুরগামী যাত্রীবাহী একটি সিএনজি সিঅ্যান্ডবি থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভীটাপাড়া নতুন ব্রিজের কাছাকাছি এলে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। আর পাঁচজনকে আহত অবস্থায় বেড়া হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। ওসি জয়নাল আবেদীন আরও বলেন, সিএনজি ও ট্রাক আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। চালক পলাতক রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হবে। 
নদীতে গোসলে নেমে কলজছাত্রের মৃত্যু 
পাবনার সাঁথিয়ায় চাচাতা বোনের বিয়ে খেতে এসে ইছামতি নদীতে গোসল করতে গিয়ে জাবের হাসান শান্ত (২০) নামের এক কলেজছাত্র মারা গেছে।  বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ঘটনা ঘটে। সাঁথিয়া পৌরসভাধীন গাগড়াখালি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং রাজশাহী হেলথকয়ার নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র সে। পারিবারিক সূত্র এবং নিহত শান্তর দুলাভাই জুলহাস হোসেন জানান, শান্তর দাদাবাড়ি গাগড়াখালি হলেও তারা বসবাস করতো নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া। বুধবার (১৯ জুন) শান্ত গাগড়াখালি গ্রামে তার চাচা শাহজাহান আলীর বাড়িতে বোনের বিয়ে খেতে এসেছিল। বৃহস্পতিবার দুপুর একটার দিকে পার্শ্ববর্তী চোমরপুর গ্রামে ইছামতি নদীতে স্বজনদের সঙ্গে গোসল করতে নেমে ডুবে যায়। স্বজনরা অনেক খাঁজাখুঁজির একপর্যায় তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে বিকেল পাঁচটার চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। সাঁথিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলন, নদীতে ডুবে মৃত্যুর খবর পেয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম। পারিবারিকভাব সিদ্ধান্ত হয়েছে তার মরদহ গাগড়াখালি গ্রামের কবরস্থানে দাফন করা হবে। নিহত শান্তর বাবা নাটোর পল্লী বিদ্যুৎ অফিস সহায়ক পদে চাকরি করেন। বাবার চাকরির সুবাদ তারা বনপাড়া বাড়ি করে বসবাস করতো।
সাঁথিয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ
পাবনার সাঁথিয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে হাত বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।  শনিবার (১৮ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম। তিনি বলেন, ‘ওই ছাত্রীকে ভুট্টাখেত থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করার কথা তার বাবা আমাকে জানিয়েছেন। ভুক্তভোগী পরিবারকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি। শুক্রবার দুপুরে থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে।  জানা যায়, গত ১৪ মে (মঙ্গলবার) রাত ৮টায় সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের জোড়গাছা গ্রামের স্কুলছাত্রী বাড়ির বাইরে বের হলে তার মুখ চেপে ধরে জোরপূর্বক তুলে নিয়ে যায় কতিপয় দুষ্কৃতকারী। পার্শ্ববর্তী ভুট্টাখেতে নিয়ে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে হাত বেঁধে ধর্ষণ করে তারা। এ ঘটনা জানাজানি হলে, বৃহস্পতিবার (১৬ মে) রাতে জোড়গাছা গ্রামের হাবিবুর রহমানের ছেলে স্বপন (৩০) ও মকবুল হোসেনের ছেলে হেলাল উদ্দিনকে (৩২) আটক করে পুলিশ।  এ বিষয়ে এএসপি সার্কেল (বেড়া) আবুল কালাম আজাদ জানান, ‘দুজনকে এলাকা থেকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উদ্বোধনের দিনই উঠে গেল সড়কের পিচঢালাই!
উদ্বোধনের দিন উঠে গেল সড়কের পিচঢালাই। এতে ক্ষুব্ধ হন খোদ প্রধান অতিথি ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। রোববার বিকেলে সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের বনগ্রাম-চিনাখড়া-ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন অনুষ্ঠানে গিয়ে এমন ঘটনা ঘটে।  জানা গেছে, রোববার (৭ এপ্রিল) সাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়া-ভায়া সামান্যপাড়া সড়ক ও সেতুর উদ্বোধন করতে যান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি। এ সময় এলাকাবাসী নির্মিত পিচঢালাই সড়ক হাত দিয়ে তুলে ডেপুটি স্পিকারকে দেখান।  এ সময় ডেপুটি স্পিকার উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী অফিসারের (ভারপ্রাপ্ত) ওপর ক্ষুব্ধ হন। ঠিকাদারকে খোঁজেন। অবস্থা বেগতিক দেখে ঠিকাদার পালিয়ে যান বলে জানা যায়।  তথ্যসূত্র বলছে, স্থানীয় প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে আরডিআরআইডিপি অ্যান্ড এসইউপিআরবি প্রকল্পের আওতায় ৪ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে সাঁথিয়া উপজেলার বনগ্রাম-চিনাখড়-ভায়া সামান্যপাড়া ১ হাজার ৭০০ মিটার সড়ক ও সেতুর নির্মাণ কাজের দায়িত্ব পায় পাবনার সুজানগরের ‘মন্ডল কনস্ট্রাকশন’।  স্থানীয় বাসিন্দা কালাম, সুমনসহ অনেকেই জানান, কাজ নিম্নমানের হওয়ায় পিচঢালাই সড়কের পাথর একাই উঠে যাচ্ছে। এ সড়ক ২ মাসও যাবেনা। তাদের অভিযোগ সাঁথিয়া উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের একজন সার্ভেয়ার মির্জা ইদ্রিস উদ্দিন আহমেদ (উপসহাকারী প্রকৌশলীর দায়িত্ব প্রাপ্ত) ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে এ সড়কে নিম্নমানের কাজ হয়েছে।  এ সময় এলাকাবাসী নতুন করে সড়ক নির্মাণের দাবি জানান। ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনচু বলেন, সড়কের কাজ যে মানের হওয়ার কথা ছিল সে মানের হয়নি। হাত দিয়েই লোকজন পিচঢালাই পাথর তুলে ফেলছে। কাজ ঠিক না করে বিল না দেওয়ার দাবি জানান তিনি।  সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মন্ডল কনস্ট্রাকশন’ স্বত্বাধিকারী রফিক মন্ডলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মাত্র দুদিন হলো ঢালাই হয়েছে। গরমই কাটেনি। অতিরিক্ত রোদের কারণে সড়কের পিচঢালাইকৃত পাথর উঠে যাচ্ছে।