• ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
logo
ছেলের সঙ্গে এইচএসসি উত্তীর্ণ বাবা-মা
জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর
পাবনার সুজানগরে নতুন জামাই আনতে হেলিকপ্টার পাঠালেন কৃষক শ্বশুর। সেই দৃশ্য দেখতে এলাকাবাসী ভিড় করেন উপজেলার চর সুজানগর গ্রামে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে শ্বশুরের পাঠানো হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন বর মো. জুয়েল হোসেন (শামীম)। স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার চরসুজানগর গ্রামের কৃষক মো. রতন প্রামাণিক তার বড় মেয়ে মোছা. রেনু আক্তারের বিয়ে ঠিক করেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম গ্রামের মো. মেছের মৃধার ছেলে ব্যবসায়ী জুয়েল হোসেন শামীমের সঙ্গে। কনের চাচা ইসমাইল হোসেন প্রামাণিক জানান, ভাইয়ের ইচ্ছা তার আদরের বড় মেয়ের বরকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে আনবেন। এরপর মেয়েকে হেলিকপ্টারে করেই শ্বশুরবাড়িতে পাঠাবেন। এজন্য হেলিকপ্টার ভাড়া করে জামাই জুয়েল হোসেন শামীমের বাড়িতে পাঠান। কনের ফুফাতো ভাই শাকিল হোসেন জানান, হেলিকপ্টারে চড়ে সোমবার দুপুরে শ্বশুরবাড়ি আসেন বর। সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে হেলিকপ্টারে নিয়ে নিজ বাড়ি ফিরে যান বর জুয়েল হোসেন শামীম। বিয়ের আড়ম্বরপূর্ণ এ আয়োজন দেখতে ও নিমন্ত্রণে আসা অতিথিসহ গ্রামের শত শত মানুষ ভিড় জমান বিয়েবাড়িতে। বর জুয়েল হোসেন শামীম বলেন, ‘আমার শ্বশুর তার ইচ্ছা পূরণ করার জন্য হেলিকপ্টার ভাড়া করে আমাদের বাড়িতে পাঠান। সেই হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি এসে বিয়ে করে বউ নিয়ে ফিরে আসি।’ কনের বাবা মো. রতন প্রামাণিক বলেন, ‘আমার মেয়ে জন্মগ্রহণের সময় ইচ্ছা পোষণ করেছিলাম মেয়ের বিয়েতে হেলিকপ্টারে বর এনে বিয়ে দেব। আবার মেয়েকে সেই হেলিকপ্টারে শ্বশুরবাড়ি পাঠাব। সেই স্বপ্ন আমার পূরণ হলো। এখন আমি খুব খুশি।’ আরটিভি/এমকে/এআর
স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে গৃহবধূকে ধর্ষণ
পাবনার চিনাখড়া কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরি 
আটকের ১২ ঘণ্টা পর উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মুক্তি
পাবনায় ২৩ লাখ টাকাসহ উপজেলা চেয়ারম্যান আটক
জাস্টিন ট্রুডোর জন্ম বাংলাদেশে!
কাগজে-কলমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাবনা জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের নাগরিক হিসেবে দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই ইউপির দেওয়া জন্মনিবন্ধন সনদে কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পরিচয় দেওয়া হয়েছে। নাম জাস্টিন ট্রুডো, পিতা পিয়েরে ট্রুডো, মাতা মার্গারেট ট্রুডো। স্থানীয়রা বিষয়টি নিয়ে আহম্মদপুর ইউনিয়নের সচিব আওলাদ হাসানকে দুষছেন। তারা জানায়, আওলাদের ছত্রছায়ায় ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর নিলয় হোসেন টাকার বিনিময়ে যার তার নামে জন্মনিবন্ধন দিতেন। এ জন্য এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে সচিব আওলাদ হাসান বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। সার্ভারের ইউজার নেম ও পাসওয়ার্ড আমার কাছে থাকলেও নিলয় হয়তো কোনো সময়ে জেনে গেছে। আমার অগোচরে সে ওটিপি কোড নিয়ে এসব করেছে। সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুখময় সরকার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটা হয়তো কেউ হ্যাকড করে করেছে। বিষয়টি তদন্তধীন, দ্রুত আসল বিষয়টি জানা যাবে।