• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম
জানাজায় যাওয়ার পথে প্রাণ গেল বৃদ্ধের
দিনাজপুরের বোচাগঞ্জে জানাজায় যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় মো. হোসেন আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় নারী, শিশু ও অটোরিকশার চালক আহত হয়েছেন। শনিবার (৩০ নভেম্বর) সকালে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. হোসেন আলী কাহারোল উপজেলার গুলিয়ারা গ্রামের বাসিন্দা। বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, মো. হোসেন আলী অটোরিকশায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি জানাজার নামাজে অংশ নেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে বোচাগঞ্জ উপজেলার ১ নং নাফানগর ইউনিয়নের সুলতানপুর আমতলী বাজারের পাশে কহতা গোস্থানের সামনে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছে ধাক্কা দেয়। এতে মো. হোসেন আলীসহ অটোরিকশারচালক ও অন্য দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. হোসেন আলীকে মৃত ঘোষণা করেন। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  আরটিভি/এএএ  
হিলিতে জেঁকে বসেছে শীত
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
হিলিতে বেড়েছে শীতের প্রকোপ
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
হিলিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া
দিনাজপুরের হিলিতে রেলওয়ে পুলিশ ও এলাকাবাসীকে গ্যাস সিলিন্ডারসহ যেকোনো ছোট ঘটনায় আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নিনির্বাপক মহড়া করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই মহড়া করা হয়। এ সময় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজাহান মিয়া, হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।  হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, এটি আমাদের রুটিন ওয়ার্ক। গ্যাস সিলিন্ডারসহ যেকোনো ছটো খাটো আগুন নিয়ন্ত্রণের আনার জন্য আজ রেলওয়ে পুলিশসহ এলাকাবাসীকে সচেতন করার জন্য মহড়া করেছি।  আরটিভি/এফআই/এস
আমদানি অব্যাহত, তবুও কমছে না আলু-পেঁয়াজের দাম
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবুও পাইকারি বাজারে কমছে না এসব নিত্যপণ্যের দাম। হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে ভালো মানের পেঁয়াজ ৭৫ টাকায় এবং একটু নিম্ন মানের পেঁয়াজ ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে খুচরা বাজারে নিম্নমানের পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানিকৃত নতুন জাতের আলু ৭৫ টাকায় এবং পুরাতন আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানির পরেও দাম না কমায় হতাশ ক্রেতারা। হিলিতে কাঁচা বাজার নিতে আসা ইয়াছিন আলী বলেন, ভারত থেকে আমদানির অজুহাতে হিলির খুচরা বাজারে দাম বৃদ্ধি হয় কেজি প্রতি ১০ টাকা আর কমার সময় কমে মাত্র দুই টাকা। এ কেমন দেশের আইন ব্যবস্থা। নিত্যপণ্যের দাম প্রতিদিন বাড়তেই থাকে। কমার কোনো সম্ভাবনাই নেই। তবে পেঁয়াজ একটু নিম্ন মানেরটা কেজিপ্রতি ৫ টাকা কমে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এটা কোনো কম না। পেঁয়াজ এবং আলুর দাম যদি কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকার মধ্যে থাকত, তাহলে আমাদের কিছুটা স্বস্তি ফিরত। হিলি বাজারের পেঁয়াজ ও আলু বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, ভারত থেকে আলু এবং পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে মোকামের ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে। আমরা খুচরা ব্যবসায়ীরা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। যদি আমদানি অব্যাহত থাকলে দু-তিন দিনের মধ্যে দাম কিছুটা কমে যাবে বলেও জানান তিনি। হিলি কাস্টমসের তথ্যমতে, বুধবার ভারতীয় ৬১ ট্রাকে ১ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪১ ট্রাকে ১ হাজার ২০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। আরটিভি/এফআই-টি
স্বামীর ভিটে ফেরত পেতে প্রশাসনের দ্বারে দ্বারে বিউটি
দিনাজপুরের ফুলবাড়ীতে মৃত স্বামীর ভিটে-বাড়ি ফেরত পেতে বিভিন্ন দপ্তরে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন কুয়েত প্রবাসী বিউটি আক্তার। উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ এই নারী প্রবাসীর।  দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের মধ্য গৌড়িপাড়ার মৃত মোহাসিন আলীর স্ত্রী বিউটি আক্তার। তাদের দুই ছেলে-মেয়ে। মৃত মোহাসিন আলীরা দশ ভাই-বোন। তারা স্বামী-স্ত্রী উভয়ে ছিলেন কুয়েত প্রবাসী। ২০১৮ সালে কুয়েতে স্বামী মোহাসিন আলীর মৃত্যু হয়। পরে মৃত স্বামীর লাশ নিয়ে দেশে ফেরেন বিউটি আক্তার এবং ওঠেন স্বামীর ক্রয়কৃত বাড়িতে। স্বামীকে দাফন-কাফন করে ছেলে-মেয়েদের নিয়ে আবারও ফিরে যান কুয়েতে। পরে ২০২২ সালে আবারও দেশে ফিরে এসে দেখে তার স্বামীর বড় ভাই তার স্বামীর ৮ শতকের ওপর বাড়িঘর দখল করে নিয়েছে। বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি ছেলে-মেয়েসহ প্রবাসী এই নারীকে। পুনরায় তারা ফিরে যায় প্রবাসে। ওই সময় ঢাকায় অ্যাম্বাসির মাধ্যমে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগও করেন তিনি। পরে আবারও গত দুই মাস আগে স্বামীর শেষ স্মৃতিটুকু উদ্ধার করতে দেশে আসেন বিউটি আক্তার। কোনো ভাবেই স্বামীর বাড়িতে প্রবেশ করতে পারছেন না তিনি। তার তার স্বামীর বড় ভাই মোবারক আলী ও তার এক বোন এই জায়গা আত্মসাৎ করার পাঁয়তারা করছে। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। শেষে নিজের নিরাপত্তার জন্য থানায় জিডি ও স্বামী সম্পত্তি ফিরে পেতে উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্প বরাবর লিখিত অভিযোগ করেন। তবে একমাস থেকে জমির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করে আলাদা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তার কোনো প্রতিকার মেলেনি বিউটির।  মৃত মোহাসিন আলীর ছোট বোন টুনটুনি বলেন, আমরা দশ ভাই-বোন, আমি সবার ছোট। আমার ভাই মোহাসিন আলী ও ভাবি কুয়েত প্রবাসী। ভাই মারা গেছেন, এখন ভাবি ও দুই ছেলে-মেয়ে আছেন। ভাইয়ের ক্রয়কৃত বাড়িসহ ৮ শতক জমি আমার বড় ভাই মোবারক হোসেন জবরদখল করে রেখেছে। ভাবিকে তার বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। এ ছাড়াও আমার অংশও দখল করে রেখেছে। মৃত মোহাসিন আলীর আর এক বড় ভাই মিন্টু হোসেন বলেন, আমার ছোট ভাই বউ বাচ্চাদের নিয়ে কুয়েতে বসবাস করতো। তিনি ২০১৮ সালে ভাই মারা যায়। বর্তমান আমার সবার বড় ভাই মোবারক হোসেন তার বাড়িসহ জায়গা দখল করে আছে। কোন ভাবেই তার স্বামীর বাড়ি ফিরতে দিচ্ছে না। গায়ের জোরে দখল করে আছে। আমরা চাই আমাদের মৃত ভাইয়ের বাড়ি তার স্ত্রী সন্তান ফিরে পাক। ভুক্তভোগী বিউটি আক্তার বলেন, স্বামীকে হারিয়ে আজ আমি একা, ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে। স্বামী বেঁচে থাকতে তার ভিটে-বাড়িতে কুয়েত থেকে এসে বসবাস করতাম। কিন্তু স্বামী মারা যাওয়ার পর কয়েক বছর পর এসে দেখি আমার স্বামীর বড় ভাই ঘরবাড়ি দখল করে রেখেছে। এখন আমাকে আমার স্বামীর রেখে যাওয়া বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। আমি স্বামীর বাড়ি ফিরে পেতে থানাসহ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমার স্বামীর ক্রয়কৃত জায়গা, কাগজপত্র সব আছে। তারপরও কেন আমার জমি ফিরত পাচ্ছি না। জমি মাফ-যোগ করে ইউএনও সাহেব আমাকে জমি বেড় করে দেবে। কিন্তু তিনি শুধু তারিখ পাল্টায়। আমি একজন প্রবাসী আমি সরকারের নিকট আকুল আবেদন সরকার যেন আমার স্বামীর শেষ সম্বলটুকু ফিরিয়ে দেয়।  বিউটি আক্তারের জমি কেন দখল করে রেখেছেন জানতে চাইলে মৃত মোহাসিন আলীর বড় ভাই মোবারক হোসেন বলেন, আমরা ভাই-বোন অনেক জন, জমির কোন বণ্টন নামা হয়নি। আদালতে বণ্টন নামা একটা মামলা করেছি। বিষয়টি আদালত দেখবেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম খন্দকার মহিব্বুল বলেন, প্রবাসী বিউটি আক্তার নামের এক কুয়েত প্রবাসী চলতি মাসের ২১ তারিখে একটা জিডি করেছেন। তার স্বামীর বাড়ি নাকি তার বড় ভাই জবরদখল করে রেখেছে। তাকে নাকি প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা তাকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করছি। কোনো প্রকার বিশৃঙ্খলতা হতে দেবো না। আরটিভি/এএএ/এস
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু
ভারতের অভ্যন্তরে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয় গত তিনদিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। এ কারণে মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে সকল প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা। স্লট বুকিং চালু করাতে বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে পেঁয়াজবোঝাই ৫টি ট্রাক প্রবেশ করে।  এর মধ্য দিয়ে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।  তিনি বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে  তাদের অনেক লোকসান হয়। যে কারণে তারা সকল পণ্য রপ্তানি বন্ধ করেছিলো। রাতে সমস্যার সমাধান হলে পুনরাই বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনও আলু আমদানি হয়নি।  সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।  উল্লেখ্য, ভারত থেকে আমদানি বন্ধের অজুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। তিনদিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম। জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারী ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।  হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ টন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ টন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। আরটিভি/এমকে-টি
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
ভারতের অভ্যন্তরে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।   মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার আগের বুকিং করা ২ ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে; যা একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম। সবশেষ রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এ ছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় মঙ্গলবার থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হচ্ছে না। আরটিভি/এমকে-টি
ঘোড়াঘাটে পিস্তল-গুলিসহ যুবক আটক
দিনাজপুরের ঘোড়াঘাটে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জুয়েল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭.৬২ পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।  শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে ঘোড়াঘাট পৌরসভার মাছুয়াপাড়া গ্রামে জুয়েল রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। আটক জুয়েল রানা ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ফুটবল খেলোয়াড়। আটক জুয়েলকে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা। পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট পৌরসভার নিজ বাড়ি থেকে জুয়েলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে আটক জুয়েলের দেওয়া তথ্য পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানা এলাকার উইতসাগর গ্রামে তার ভগ্নীপতির বাড়ি থেকে পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করে যৌথবাহিনী। অভিযানে সেনাবাহিনীর মধ্যপাড়া পাথর খনির অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যদের পাশাপাশি পলাশবাড়ী থানা পুলিশ অংশ নেয়। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, আমরা বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করবো। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আটক যুবকের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি তিনি গত ৫ আগস্টের পরে কোন এক সময় কিনেছে। যার কাছে থেকে কিনেছে এবং অস্ত্র কেনার টাকা তিনি কার কাছে থেকে পেয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। আরটিভি/এএএ