• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সবজি বিক্রেতার 
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে ট্রাকের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।  রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ভেলাইন ভান্ডারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান টমেটো নিয়ে রাণীগঞ্জ বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন। তিনিসহ কয়েকজনের ভ্যানটি বুলাকীপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে পৌঁছালে এ সময় দিনাজপুর গামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে মিজানুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়। সে সময় স্থানীয়রা গুরুর আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরটিভি/এএএ/এআর
হিলিতে বেড়েছে সরিষার চাষ
হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস
হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম
হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই অবাধে চলাচল করছেন। দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমও আগের মতোই রয়েছে। ইতোমধ্যে ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে হিলি চেকপোস্ট ও স্থলবন্দরে সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।  বুধবার (৮ জানুয়ারি) সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই এ চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াত করছেন পাসপোর্টযাত্রীরা। আমদানি-রপ্তানি পণ্য নিয়ে ট্রাকচালক ও হেলপাররাও আগের মতোই দুই দেশে আসা-যাওয়া করছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এইচএমপি ভাইরাস করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। এ ভাইরাসের উপসর্গগুলো হলো—জ্বর, কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা ও হাঁচি। এটি সাধারণ ফ্লুর মতো। শিশু ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন বয়স্ক মানুষ এ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছেন। ২০০১ সালে প্রথম নেদারল্যান্ডসে শনাক্ত হয়েছিল এই এইচএমপি ভাইরাস। ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে কাম্বোডিয়ায় শিশুদের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়। কয়েক দিন আগে ভারতে নতুন এই ভাইরাসটিতে দুই শিশু আক্রান্ত হয়েছে। ভারতে যাওয়া হিলি চেকপোস্টে জয়পুরহাটের পাসপার্টযাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে শুনেছি, করোনার মতোই নতুন একটি ভাইরাসের দেখা দিয়েছে। মনে আতঙ্ক থাকলেও কী আর করার আছে, চিকিৎসার জন্য যেতে হচ্ছে ভারতে। ডাক্তারের সিরিয়াল নেওয়া আছে। আবার যদি ইমিগ্রেশনের কার্যক্রম বন্ধ হয় তাহলে চরম বিপদে পড়ব।’  হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সম্প্রতি এইচএমপি ভাইরাস সম্পর্কে জানতে পেরেছি। এজন্য আগাম সতর্কতা হিসেবে হিলি চেকপোস্টের মাধ্যমে বাংলাদেশ ও ভারতে চলাচল করা পাসপোর্টযাত্রীদের মাস্ক পরাসহ স্বাস্থ্য সচেতনতার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে কেউ ভারতে গিয়ে এ ভাইরাসে আক্রান্ত না হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ বলেন, ‘এইচএমপি ভাইরাসটি সাধারণ ফ্লুর মতো। এর উপসর্গগুলো হলো, জ্বর, সর্দি-কাশি, নাক বন্ধ থাকা, গলা ব্যথা এবং হাঁচি। শিশু ও যাদের বয়স বেশি তাদের জন্য একটু সমস্যা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেহেতু হিলি ইমিগ্রেশন ও পোর্ট এলাকা। এখান দিয়ে মানুষের যাতায়াতের পাশাপাশি দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি পণ্যবাহী ট্রাক চলাচল করে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যথা সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ আরটিভি/এমকে-টি
হিলিতে জেঁকে বসেছে শীত
দিনাজপুরের হিলিতে তাপমাত্রা বৃদ্ধি পেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে শীত জেঁকে বসেছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৬টায় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। যে কোন সময় হতে পারে বৃষ্টি। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষগুলো। অতিরিক্ত শীতের কারনে কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।  কথা হয় দিনমজুর লিয়াকত আলীর সঙ্গে তিনি বলেন, কাজের কারনে মাঠে যেতে পারছিনা। সেই সাথে উত্তরের হিমেল বাতাসের কারনে হাত-পা শীতল হয়ে যাচ্ছে। কাজ না করার কারনে আয় কমে গেছে। সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে।  দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, হিমালয়ের নিকটে অবস্থিত জলীয় বাষ্পের বলয়টি দ্রুত গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে সরে যাওয়র কারণে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ৮ তারিখ রাত থেকেই তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে পারে। ফলে ৯ বা ১০ তারিখ থেকে কিছু কিছু স্থানে শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে, যেটি পরবর্তীতে আরো বিস্তার লাভ করতে পারে।  তিনি আরও বলেন, বুধবার সকাল ৬টায় দিনাজপুর জেলাতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে বাতাশের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ এবং বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমটিার।  আরটিভি/এমকে
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধপথে প্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ ৮ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।  মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।  আটকৃতরা হলেন- বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র, দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান ও একই উপজেলার ছইবুর রহমান।  বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত ৮ জন ও পলাতক ৫ জন বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে বিজিবি। আইন প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আরটিভি/এমকে/এস
হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
দিনাজপুরের হিলিতে বেড়েছে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করেছে আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ এবং ঘণ্টায় গতিবেগ ছিল ১ কিলোমিটার।  হিলিতে কথা হয় রিকশাচালক আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন থেকে হিলিতে কিছুটা তাপমাত্রা কমেছে। এতে করে কুয়াশা কম হচ্ছে। সকাল বেলায় বহু খেটে খাওয়া মানুষ কাজে বের হয়েছে।  স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৮ তারিখ রাত থেকেই তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে পারে। ফলে ৯ বা ১০ তারিখ থেকে কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে, যেটি পরবর্তীতে আরও বিস্তার লাভ করতে পারে। আরটিভি/এমকে/এস
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজিপ্রতি দেশি নতুন জাতের আলু ২০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় ও দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মঙ্গলবার (৭ জানুয়ারি) হিলি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। এ বিষয়ে হিলি বাজারে নিত্যপণ্য কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বর্তমানে আলু, পেঁয়াজ, আদা এবং বিভিন্ন সবজির দাম কমেছে। এতে করে সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হয়েছে। ক্রেতারা বলছেন, এ রকম বাজার পরিস্থিতি থাকলে নিম্ন আয়ের মানুষরা শান্তিতে জীবনযাপন করতে পারবেন।  হিলি বাজারে সবজি বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে হিলিতে কমেছে আলু, পেঁয়াজসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বর্তমানে আলু কেজি প্রতি প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকায়, পেঁয়াজ প্রকারভেদে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কমেছে আদার দাম। আদা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। রসুন কেজি প্রতি ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  হিলি কাস্টমসের তথ্যমতে, গত চার দিনে ১৩ ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।  আরটিভি/এমকে/এস
বেড়েছে তাপমাত্রা, কমেছে শীতের প্রকোপ
দিনাজপুরের হিলিতে গত দুই দিন থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে, এর ফলে কমেছে শীতের প্রকোপ। সোমবার (৬ জানুয়ারি) সকাল বেলায় রোদের দেখা মিলছে। সেই সঙ্গে কেটে যাচ্ছে কুয়াশা। কাজে ফিরছেন শ্রমিকরা। তবে চলতি সপ্তাহের শেষের দিকে উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালেন আবহাওয়া অফিস। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, সোমবার সকাল ৬টায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আদ্রতা ছিলো ৮৯ শতাংশ এবং গতিবেগ ঘন্টায় ১ কিলোমিটার। তিনি আরও বলেন, বর্তমানে আবারও হিমালয়ের সম্মুখে একটি ঘুর্ণাবত অর্থাৎ বৃহৎ আকারের জলীয়বাষ্পের বলয় বিরাজ করছে। যেটি একটি প্রাচীরের মতো কাজ করছে এবং উত্তরের হিমেল বাতাসকে আটকে দিয়েছে। উত্তরের বায়ু থমকে যাওয়ায় দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং মেঘের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী ৮ থেকে ১০ তারিখের মধ্যে উত্তরের জেলাগুলোর কিছু কিছু স্থানে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরের হিমেল বায়ু আবারও সক্রিয় হতে পারে এবং তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একটি শৈত্য প্রবাহ বিরাজ করতে পারে।