দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে অপর একটি সিমেন্ট মিক্সার ট্রাক ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়।
সোমবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাস টার্মিনাল-সংলগ্ন চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পার। হেল্পারের পরিচয় এখনও জানা যায়নি।
জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই ট্রাক ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন রিবুল হোসেন ও জুয়েল রানা। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল-সংলগ্ন চারমাথা মোড় এলাকায় বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সার ট্রাক সজোরে বালুবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পারের মৃত্যু হয়।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড-সংলগ্ন চারমাথা মোড়ে রাস্তার ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এর কারণে এখানে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই থাকে।
ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পুলিশ হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পারের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/এফআই/এসএ