দিনাজপুর ঘোড়াঘাটে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন একই ট্রাকের সহকারী।
বুধবার (২৫ ডিসেম্বর) ভোরে ঘোড়াঘাট উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কশিগাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক বগুড়ার শেরপুর উপজেলার ইসমাইল হোসেন (৬০) এবং আহত সহকারী একই জেলার ধুনট উপজেলার বেরইবাড়ি এলাকার বাবু মিয়া (৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার কশিগাড়ি এলাকায় একটি বেকারির দোকানের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পঞ্চগড় থেকে বগুড়া শেরপুরগামী একটি ধান বোঝাই ট্রাকটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যাওয়া ধান বোঝাই ট্রাকের চালক মারা যায়। গুরুতর আহত চালকের সহকারীকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আরটিভি/এএএ