• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
ঘোড়াঘাটে পিস্তল-গুলিসহ যুবক আটক
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিমেন্ট মিক্সারের ধাক্কায় নিহত ১
দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকে অপর একটি সিমেন্ট মিক্সার ট্রাক ধাক্কা দিলে একজনের মৃত্যু হয়। সোমবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাস টার্মিনাল-সংলগ্ন চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন, সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পার। হেল্পা‌রের পরিচয় এখনও জানা যায়নি। জানা গেছে, পঞ্চগড় থেকে বালুবোঝাই ট্রাক ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেন রিবুল হোসেন ও জুয়েল রানা। পথে ঘোড়াঘাট বাস টার্মিনাল-সংলগ্ন চারমাথা মোড় এলাকায় বালুবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সিমেন্ট মিক্সার ট্রাক সজোরে বালুবোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিমেন্ট মিক্সার ট্রাকের হেল্পারের মৃত্যু হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড-সংলগ্ন চারমাথা মোড়ে রাস্তার ফুটপাত দখল করে কিছু দোকান নির্মাণ করা হয়েছে। এর কারণে কোন রাস্তা দিয়ে কোন গাড়ি আসছে তা সহজে দেখা যায় না। এর কারণে এখানে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই থাকে। ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দুর্ঘটনার পর বালুবোঝাই ট্রাকের ড্রাইভার ও হেল্পার পুলিশ হেফাজতে রয়েছে এবং সিমেন্ট মিক্সার ট্রাকের ড্রাইভার পালিয়ে যায় এবং হেল্পারের মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরটিভি/এফআই/এসএ
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
ঘোড়াঘাটে কুখ্যাত ৪ ডাকাতসহ ট্রাক জব্দ
ঘোড়াঘাট থানা থেকে সরিয়ে নেওয়া হলো সেনা সদস্যদের
এইচএসসির প্রশ্নপত্র দেখে তৈরি হচ্ছিল উত্তর, আটক ২ শিক্ষক 
ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৫ জন গ্রেপ্তার
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের হেফাজত থেকে জব্দ করা হয়েছে একটি ট্রান্সফরমারের অংশ বিশেষসহ বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা জানিয়ে সোমবার (৬ মে) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামিরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে কাউসার ইসলাম (২২), কশিগাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৩৫), কশিগাড়ী গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাব্বির হোসেন (২০), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা গ্রামের সাহেব আলীর ছেলে রতন মিয়া (৩৫) এবং গাইবান্ধা সদর উপজেলার ডেভিট কোম্পানী পাড়া গ্রামের শাহারুল ইসলামের ছেলে রিয়াজ আকন্দ (২৮)। এর আগে গত ২৪ এপ্রিল রাতে ঘোড়াঘাট উপজেলার হাটশ্যামগঞ্জ গ্রামে বিদ্যুতিক খুঁটি থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এ নিয়ে ঘোড়াঘাট সাব জোনাল অফিসে অভিযোগ দেন ওই গ্রামের গ্রাহক আল আমিন মিয়া। পরে সোমবার (৬ মে) সকালে ঘোড়াঘাট থানায় এজাহার দাখিল করেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ঘোড়াঘাট সাব জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান। এরপর চুরি যাওয়া বিদ্যুতিক সরঞ্জাম উদ্ধার এবং চোর শনাক্তে মাঠে নামে পুলিশ। দিনভর পৃথক কয়েকটি অভিযানে গ্রেপ্তার হয় চক্রের ৫ সদস্য এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী গাইবান্ধা সদর উপজেলা থেকে চোরাই মালামালগুলো জব্দ করে পুলিশ। এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম বলেন, দিনাজপুর জেলা পুলিশ সুপার স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমরা ট্রান্সফরমার ও মিটার চোর চক্র নিধনে কাজ করছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারে আসামিরা চুরির কথা স্বীকার করেছেন। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে রিমাণ্ডের আবেদন করব।
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার মেয়র, জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ বিএনপির চার নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। রোববার (২১ এপ্রিল) দুপুরে দিনাজপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দিনের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আসামিরা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সাবেক উপজেলা ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলায় গত বছর জাতীয় নির্বাচনের পূর্বে সরকারবিরোধী আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও এবং অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন করা হয়েছে।  সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ তদন্ত সাপেক্ষে আদালতে অভিযোগপত্র পেশ করে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রোববার (২১ এপ্রিল) তারা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘোড়াঘাটে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগিহাট সড়কের মহিলা কলেজ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার অদূরে আবাদি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ফরহাদ হোসেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে নিজবাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে ভ্যানসহ নিখোঁজ হন নিহত ফরহাদ। রাতভর তার খোঁজ না পাওয়ায় পরের দিন সোমবার তার ভাই ইউপি সদস্য (মেম্বার) শাহজাহান আলী পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আবাদি জমির মাঝে সেচের ড্রেনের মাঝখানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিটির বাড়ি পাঁচবিবি পৌর শহরের গণেশপুর গ্রামে। পরে নিহতের ভাই ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ শীতে শক্ত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে গতকাল হত্যা করা হয়েছে। তার ভ্যানটি পাওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচবিবি অথবা ঘোড়াঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্বশুরের মৃত্যু, সেই খবর শুনে মারা গেলেন পুত্রবধূ
দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শ্বশুরের মৃত্যু শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগম (৪৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে ছমিরন বেগম মারা গেছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলী ছেলে। ছমিরন বেগম সাহেব আলীর ছেলে ছানাউল মিয়ার স্ত্রী।  । নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলীর ছেলে এবং ছমিরন বেগম ছানাউল মিয়ার স্ত্রী।  নিহত সাহেব আলী এবং ছমিরন বেগম শ্বশুর-পুত্রবধূর বাহিরে সম্পর্কে চাচা-ভাতিজিও ছিলেন। অর্থাৎ সাহেব আলী ভাইয়ের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিবাহ দিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন সাহেব আলী। এছাড়া বয়সের কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই বৃদ্ধ। শনিবার বিকেলে নিজ বাড়িতেই মারা যান সাহেব আলী। এর কিছু সময় পরে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের প্রতিবেশী লিটন মিয়া জানান, নিহত ছমিরন বেগম ইতোপূর্বে একবার হার্ট অ্যাটাক করেছিলেন। আজ বিকেলে কিছু সময়ের ব্যবধানে শ্বশুর এবং ছেলের বউ মারা যান। রোববার সকাল ১১টায় দুজনের দাফন হবার কথা রয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, সন্ধ্যার আগে পরিবারের লোকজন ছমিরন বেগমকে হাসপাতালে নিয়ে এসেছিল। তবে আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।