দিনাজপুরের বিরামপুর রাণীনগর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শাহাজাহান ভুঁইয়া (৩৪) ও মাসুম বিল্লাহ (৩৫) নামে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিরামপুর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহাজাহান ভুঁইয়া ও পটুয়াখালী কলাপাড়া থানার চংগাপাশা এলাকার আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ।
বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই যুবক ভারত হয়ে ভুটান যাওয়ার উদ্দেশে দালালের সঙ্গে ৮০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ওই দুই যুবক উপজেলার রানীনগর সীমান্ত এলাকায় আসেন। এ সময় তারা দুজন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির ক্যাম্পের একটি টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিরামপুর থানায় হস্তান্তর করে বিজিবি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে দুই যুবক। এ সময় বিজিবির একটি টহল দল সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে তাদের আটক করে। পরে প্রক্রিয়া শেষে রাতেই মামলা দায়েরপূর্বক বিরামপুর থানায় তাদের দুজনকে হস্তান্তর করে বিজিবি।
আটক দুই জনের বিরুদ্ধে বিরামপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
আরটিভি/এফআই