• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
দেয়ালের এক পাশে মন্দির অপর পাশে মাদরাসা
ভারতে অনুপ্রবেশের চেস্টাকালে দুই যুবক আটক
দিনাজপুরের বিরামপুর রাণীনগর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শাহাজাহান ভুঁইয়া (৩৪) ও মাসুম বিল্লাহ (৩৫) নামে দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিরামপুর থানা পুলিশ তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।  গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ফারাতলী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শাহাজাহান ভুঁইয়া ও পটুয়াখালী কলাপাড়া থানার চংগাপাশা এলাকার আব্দুল হাকিমের ছেলে মাসুম বিল্লাহ। বিজিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুই যুবক ভারত হয়ে ভুটান যাওয়ার উদ্দেশে দালালের সঙ্গে ৮০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন। চুক্তি মোতাবেক মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকালে ওই দুই যুবক উপজেলার রানীনগর সীমান্ত এলাকায় আসেন। এ সময় তারা দুজন সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। গোপন সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিজিবির ক্যাম্পের একটি টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বিরামপুর থানায় হস্তান্তর করে বিজিবি। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বিরামপুর উপজেলার রাণীনগর সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে দুই যুবক। এ সময় বিজিবির একটি টহল দল সীমান্তের ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে তাদের আটক করে। পরে প্রক্রিয়া শেষে রাতেই মামলা দায়েরপূর্বক বিরামপুর থানায় তাদের দুজনকে হস্তান্তর করে বিজিবি। আটক দুই জনের বিরুদ্ধে বিরামপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে প্রেরণ করা হয়েছে। আরটিভি/এফআই
ধানখেত থেকে সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
বিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ভুয়া ভাউচারে টাকা উত্তোলনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের সন্দলপুর এলাকা থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সন্দলপুর গ্রামের ধানখেত থেকে বিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম। জানা যায়, ৩০ অথবা ৩৫ বছর বয়সী এক নারীর মরদেহ ধানখেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।  বিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি (তদন্ত কর্মকর্তা) মমিনুল ইসলাম বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নারীর পরিচয় পাওয়া যায়নি।  আরটিভি/এফআই
প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
দিনাজপুরের বিরামপুরে গাঁজা সেবনের দায়ে আলামিন হোসেন নামে (৩০) এক যুবককে পঞ্চাশ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ দণ্ডাদেশ দেন।  দণ্ডাদেশপ্রাপ্ত আলামিন বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে অচিন্তপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় আলামিন তার কাছে থেকে ৮ গ্রাম গাঁজা বের করে দেয় এবং প্রকাশ্যে সেবনের কথা স্বীকার করে। ওই অপরাধে তাকে জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরে উদ্ধারকৃত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
দিনাজপুরের বিরামপুরে খোসাসহ লিচু খাওয়ার সময় গলায় লিচুর বিচি আটকে সালমান রনি (৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে।  মঙ্গলবার (১৪ মে) বিকেলে উপজেলার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।  সালমান রনি ওই এলাকার রাশেদুল ইসলামের ছেলে। সে স্থানীয় শিমুলতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা সাজেদা খাতুন। মা সাজেদা খাতুন বলেন, ‘দুপুরের দিকে রনি ও জীবন নামের দুই বন্ধু মিলে বাড়ির পাশে লিচু বাগানে লিচু খেতে যায়। এর কিছুক্ষণ পর রনি বাসায় ফিরে আসে উদ্ভট আচরণ করতে থাকে। এ সময় সে মুখে কোনো কথা না বলতে পারলেও গলায় কিছু একটা আটকে আছে এমন ইঙ্গিত করে। পরে তার অবস্থার অবনতি হলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ শিশু রনির মৃত্যুর বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুন ইসলাম বলেন, শিশুটিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তবে তার মুখে বা গলায় লিচুর বিচি আটকে আছে কি না, এমন বিষয়ে পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।
বিরামপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১০ মে) রাতে উপজেলার দক্ষিণ দাউদপুর কবিরাজপাড়া নামক স্থানে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।  আটককৃত যুবক হারুন হোসেন উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা।  শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিরামপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার করা হচ্ছে। পরে সেখানে গোপনে বিজিবি মোতায়েন করা হয়। একপর্যায়ে যুবককে তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৯ ভরি ১৫ আনা।  তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৪ হাজার ১৪০ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে বিরামপুর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল নাহিদ। 
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
ট্রেনে ওঠার সময় বন্ধুর হাত ফসকে পড়ে যাওয়া ব্যাগ তুলে দেওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন বকুল নামের এক কিশোর।  মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর স্টেশনে। নিহত বকুল হোসেন (১৬) বিরামপুরের হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। নিহতের মামা হামিদুর রহমান বলেন, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কয়েকজন বন্ধু ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেনে করে গন্তব্যে যেতে অপেক্ষা করছিল। এ সময় এক বন্ধুর হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়ে যায়। সেই ব্যাগটি বন্ধুর হাতে তুলে দিতে চেষ্টা করছিল বকুল। এ সময় ২ নম্বর লাইন দিয়ে ছুটে চলা ‘পঞ্চগড় এক্সেপ্রেস’ ট্রেনের বগির ধাক্কায় ছিটকে পড়ে যায় সে।  দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, বুকে গুরুতর আঘাতের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিরামপুর রেলস্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বলেন, সকাল সোয়া ৯টার দিকে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের ক্রসিংয়ের জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল। এ সময় ২ নম্বর লাইন দিয়ে ছুটে চলা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনের একটি বগির ধাক্কায় ছিটকে পড়েছিল বকুল নামের কিশোর।  এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
কলেজে বিয়ে, মাঠে খাওয়া-দাওয়া
দিনাজপুরে বিরামপুর মহিলা কলেজের শ্রেণিকক্ষে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন নববিবাহিত এক দম্পতি। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় আরিফুল-আঁখি দম্পতির বিয়ের অনুষ্ঠান কলেজে সম্পন্ন করা হয়।  জানা যায়, বর আরিফুল ইসলাম রংপুরের পীরগঞ্জ উপজেলার শ্যামবাসেরপাড়া গ্রামের মোমিনুল ইসলামের ছেলে। আর কনে বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর মহল্লার আজাহার আলীর মেয়ে ফাতেমা বিনতে আজাহার ওরফে আঁখি। বিয়ে শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় বরযাত্রীরা কনেকে গাড়িতে করে পীরগঞ্জে রওনা দেন। স্থানীয়রা জানান, বিরামপুর মহিলা কলেজের ১০১ নম্বর শ্রেণিকক্ষে বিয়ের মঞ্চ তৈরি করা হয়। যে মঞ্চে বর ও কনে বসেছিলেন। কলেজের মাঠে বরযাত্রী ও কনে পক্ষের অতিথিদের জন্য খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ ও মাঠ কেন বিয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহার করা হলো সেই বিষয়ে কথা বলতে রাজি হননি বর ও কনে পক্ষের কেউ। এ বিষয়ে কথা হয় বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেজবাউল হকের সঙ্গে।  তিনি বলেন, ‘কনে আমাদের কলেজের সাবেক শিক্ষার্থী। কলেজে ওই মেয়ের বিয়ের অনুষ্ঠান করার জন্য মেয়ের বাবা আমাকে অনুরোধ করেছিলেন। এখন তো কলেজে ঈদের ছুটি। তাই বিয়ের জন্য কলেজের মাঠ ও কক্ষটি ব্যবহার করতে দেওয়া হয়েছে।’ শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের আসর বসানোর প্রসঙ্গে বিরামপুর মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সোহেল রানা জানান, কলেজের শ্রেণিকক্ষ ও কলেজ চত্বরের ভেতরে বিয়ের অনুষ্ঠান হয়েছে, এমন তথ্য তার কাছে নেই।  তবে তিনি সাফ জানিয়ে দেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করার কোনো সুযোগ নেই।’ এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুজহাত তাসনীম গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিয়ের অনুষ্ঠান আয়োজন করা নীতিগতভাবে ঠিক নয়। কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলে পরে খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’