• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
হিলিতে বেড়েছে সরিষার চাষ
হিলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস
দিনাজপুরের হিলিতে আবারও জেঁকে বসেছে শীত। উত্তরের হিমেল বাতাসে জবুথবু জনজীবন। সারাদিন দেখা মিলছে না সূর্যের। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা।  শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ৬টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  রিকশাচালক মোবারক আলী বলেন, শীতে রিকশা চালাতে খুব কষ্ট হচ্ছে। তবুও শীতের মধ্যে বাহিরে বের হয়েছি। সংসারে চারজন সদস্য। একদিন কাজ না করলে সংসার চালানো কষ্টকর হয়ে যায়। শীতের কারণে মানুষ তেমন বাহিরে বের হচ্ছে না। এতে করে আয় কমে গেছে।  দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, দিনাজপুর জেলাতে সকাল ৬টায় ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জেলাতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, সেই সঙ্গে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ কিলোমিটার। আগামীতে এই জেলাতে তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানান তিনি।  আরটিভি/এএএ/এস
হিলিতে কমেছে আদা-পেঁয়াজ ও আলুর দাম
হিলিতে কমেছে কাঁচামরিচ ও আদার দাম
ভারতে এইচএমপি ভাইরাস শনাক্ত, হিলি স্থলবন্দরে নেই সতর্কতা
হিলিতে জেঁকে বসেছে শীত
বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ৮ বাংলাদেশি আটক
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধপথে প্রবেশের সময় একই পরিবারের ৫ জনসহ ৮ জনকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার বিকেলে উপজেলার অচিন্তপুর সীমান্তের পিলার ২৯৪/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়।  মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এবিএম জাহিদুল করিম।  আটকৃতরা হলেন- বগুড়া সদরের মংলা চন্দ্র, গণেশ চন্দ্র, সোহাগ চন্দ্র, বুদা চন্দ্র, বিকাশ চন্দ্র, দিনাজপুরের বিরল উপজেলার কামরুজ্জামান, বিরামপুর উপজেলার মমিনুর রহমান ও একই উপজেলার ছইবুর রহমান।  বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, আটককৃত ৮ জন ও পলাতক ৫ জন বাংলাদেশি নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশে সহায়তার দায়ে সোমবার রাতে দিনাজপুর জেলার বিরামপুর থানায় একটি মামলা দায়ের করে বিজিবি। আইন প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আরটিভি/এমকে/এস
হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা
দিনাজপুরের হিলিতে বেড়েছে তাপমাত্রা। বিকেল থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মেলে।  মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় হিলিতে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করেছে আবহাওয়া অফিস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ এবং ঘণ্টায় গতিবেগ ছিল ১ কিলোমিটার।  হিলিতে কথা হয় রিকশাচালক আফজাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, গত তিন দিন থেকে হিলিতে কিছুটা তাপমাত্রা কমেছে। এতে করে কুয়াশা কম হচ্ছে। সকাল বেলায় বহু খেটে খাওয়া মানুষ কাজে বের হয়েছে।  স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরের জেলাগুলোতে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ৮ তারিখ রাত থেকেই তাপমাত্রা দ্রুত হ্রাস পেতে পারে। ফলে ৯ বা ১০ তারিখ থেকে কিছু কিছু স্থানে শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে, যেটি পরবর্তীতে আরও বিস্তার লাভ করতে পারে। আরটিভি/এমকে/এস
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম। কেজিপ্রতি দেশি নতুন জাতের আলু ২০ টাকা কমে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ৪৫ টাকায় ও দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম কমতে শুরু করেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। মঙ্গলবার (৭ জানুয়ারি) হিলি বাজার ঘুরে এমন তথ্য জানা গেছে। এ বিষয়ে হিলি বাজারে নিত্যপণ্য কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বর্তমানে আলু, পেঁয়াজ, আদা এবং বিভিন্ন সবজির দাম কমেছে। এতে করে সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হয়েছে। ক্রেতারা বলছেন, এ রকম বাজার পরিস্থিতি থাকলে নিম্ন আয়ের মানুষরা শান্তিতে জীবনযাপন করতে পারবেন।  হিলি বাজারে সবজি বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, এক সপ্তাহের ব্যবধানে হিলিতে কমেছে আলু, পেঁয়াজসহ বেশ কিছু নিত্যপণ্যের দাম। বর্তমানে আলু কেজি প্রতি প্রকারভেদে ২০ থেকে ৩০ টাকায়, পেঁয়াজ প্রকারভেদে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কমেছে আদার দাম। আদা কেজি প্রতি ৫০ টাকা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রসুনের দাম কিছুটা বেড়েছে। রসুন কেজি প্রতি ২২০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  হিলি কাস্টমসের তথ্যমতে, গত চার দিনে ১৩ ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।  আরটিভি/এমকে/এস
ভারতে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহাজাদা গ্রেপ্তার
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ শাহাজাদা (৩২) নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে। পরে ইমিগ্রেশন পুলিশ আটক আসামিকে হাকিমপুর থানায় সোপর্দ করে। থানা পুলিশ আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় রাজনৈতিক জ্বালাও পোড়াও মামলা থাকায় সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানা যায়।  রোববার (৫ জানুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসেন।  গ্রেপ্তার শাহাজাদা সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাহেবপাড়া এলাকার মৃত মঞ্জুরুল আলমের ছেলে। তিনি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি বলে জানা গেছে।  হিলি ইমিগ্রেশন ওসি মো. আরিফ হোসেন জানান, আজ দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার জন্য শাহাজাদা নামে একজন পাসপোর্ট যাত্রী তার পাসপোর্ট জমা দেয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারি তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা রয়েছে এবং এই পথ দিয়ে ভারত যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, আজ বিকেলে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় শাহাজাদা নামে একজন পাসপোর্ট যাত্রীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে সৈয়দপুর থানায় জ্বালাও পোড়াও মামলা রয়েছে। পরে সৈয়দপুর থানা পুলিশের সঙ্গে কথা বললে তারা এ থানায় চলে আসেন এবং আটক আসামিকে সৈয়দপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  আরটিভি/এমকে/এআর
শীতের মাঝেই বৃষ্টির আভাস
উত্তরের জনপদ দিনাজপুর। এই জেলা হিমালয়ের সম্মুখে হওয়ার কারণে শীতের প্রকোপ অনেকটাই বেশি।  রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় দিনাজপুর জেলাতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ শীতের মধ্যেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন।  তিনি বলেন, বর্তমানে আবারও হিমালয়ের সম্মুখে একটি ঘূর্ণাবর্ত অর্থাৎ বৃহৎ আকারের জলীয়বাষ্পের বলয় বিরাজ করছে। যেটি একটি প্রাচীরের মতো কাজ করছে এবং উত্তরের হিমেল বাতাসকে আটকে দিয়েছে। উত্তরের বায়ু থমকে যাওয়ায় দক্ষিণ বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে এবং মেঘের সৃষ্টি হচ্ছে। ধীরে ধীরে মেঘের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আগামী ৮ থেকে ১০ জানুয়ারির মধ্যে উত্তরের জেলাগুলোর কিছু কিছু স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর উত্তরের হিমেল বায়ু আবারও সক্রিয় হতে পারে এবং তাপমাত্রা বেশ কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে একটি শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। আরটিভি/এমকে
হিলির ঐতিহ্যবাহী সীমান্ত শিখা ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী সীমান্ত শিখা ক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, আলোচনা সভা, গুণী সংবর্ধনা, কেককাটা ও প্রীতিভোজ। সন্ধ্যায় ক্লাবের সভাকক্ষে সংগঠনটির সভাপতি অধ্যাপক এরফান আলীর সভাপতিত্বে কেককেটে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়।  হাকিমপুর মহিলা কলেজের প্রভাষক ও সদস্য এস এম হায়দারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন হাকিমপুর কলেজের অধ্যক্ষ মামুনুর রশীদ আজাদ৷ এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল, জয়পুরহাট সরকারী কলেজের অধ্যাপক মাহাবুবুর রহমান ছোটন, চক্ষু বিশেষজ্ঞ ডা. গোলাম রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহীনুর ইসলাম, বাস পরিবহন শ্রমিক ইউনিয়নের হিলি শাখার সাবেক সভাপতি হারুনুর রশিদ ও প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম। শেষে ক্লাবের আজীবন সদস্য সহ গুণীজনদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা দেওয়া হয়। এরপর অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ও সদস্যদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। আরটিভি/এএএ