উত্তরের জনপদ দিনাজপুর। হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে এই জেলাতে শীত জেঁকে বসেছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিকেল থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশার কারণে ধীরগতিতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সকল প্রকার যানবাহন।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
ট্রাক চালক ইশহাক বলেন, ঘন কুয়াশার কারণে রাতে একটু সমস্যা হয়। এর পরেও ধীর গতিতে চলাচল করছি। তবে কয়েক দিনের তুলনায় একটু কুয়াশা কমেছে। তবে শীতের প্রকোপ কমেনি।
দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, শনিবার সকাল ৯টায় দিনাজপুরের হিলিতে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার।
আরটিভি/এএএ