• ঢাকা সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
logo
হিলিতে বেড়েছে পেঁয়াজ ও আলুর দাম
হিলিতে জেঁকে বসেছে শীত
উত্তরের জনপদ দিনাজপুর। হিমালয়ের নিকটবর্তী হওয়ার কারণে এই জেলাতে শীত জেঁকে বসেছে। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। বিকেল থেকে ভোর রাত পর্যন্ত ঘন কুয়াশার কারণে ধীরগতিতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সকল প্রকার যানবাহন।  শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ট্রাক চালক ইশহাক বলেন, ঘন কুয়াশার কারণে রাতে একটু সমস্যা হয়। এর পরেও ধীর গতিতে চলাচল করছি। তবে কয়েক দিনের তুলনায় একটু কুয়াশা কমেছে। তবে শীতের প্রকোপ কমেনি।  দিনাজপুর আবহাওয়া অফিসের তথ্য মতে, শনিবার সকাল ৯টায় দিনাজপুরের হিলিতে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার।  আরটিভি/এএএ  
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
হিলিতে বেড়েছে শীতের প্রকোপ
হিলিতে কমেছে আলু ও পেঁয়াজের দাম
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু
ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ, বেড়েছে দাম
ভারতের অভ্যন্তরে উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য দেশে সরবরাহ করবে না বলে রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এতে করে হিলি স্থলবন্দর এলাকায় বেড়েছে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম। ভারতীয় আলু ৭০ টাকায়, দেশি আলু ৭৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।   মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি। তবে সোমবার আগের বুকিং করা ২ ট্রাক আলু আমদানি হয়েছে। প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে; যা একদিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম। সবশেষ রোববার ১৪ ট্রাকে ৩৯৬ মেট্রিক টন পেঁয়াজ ও ৭২ ট্রাকে দুই হাজার মেট্রিক টন আলু আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। এরপর রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দেয় দেশটির রাজ্য সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতের একজন রপ্তানিকারক বলেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হঠাৎ করে পেঁয়াজ ও আলুর দাম বেড়ে যাবার কারণে রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। তবে আমরা বৈঠক করব সরকারের প্রতিনিধির সাথে যাতে অন্য রাজ্য থেকে হলেও বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি করতে পারি। এ ছাড়াও আমাদের যেসব গাড়ি লোডিং অবস্থায় রয়েছে সেগুলোর স্লট বুকিং না দিলে আমরা ক্ষতিগ্রস্ত হব। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের স্লট বুকিং নিতে হয় যা অনলাইন সিস্টেমে। হঠাৎ করে রোববার অনলাইন সিস্টেম বন্ধ করে দিয়েছে বলে জানান ভারতের রপ্তানিকারকরা। ফলে স্লট বুকিং দিতে পারছি না আমরা। যার কারণে পেঁয়াজ ও আলু আমদানিতে শঙ্কা দেখা দিয়েছে। বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি তবে আগের বুকিং করা আলু সোমবার এসেছে দুই ট্রাক। স্লট বুকিং খুলে না দেওয়ায় মঙ্গলবার থেকে আলু ও পেঁয়াজ বন্দর দিয়ে আমদানি হচ্ছে না। আরটিভি/এমকে-টি
হিলিতে কমেছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম
দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ও দেশি কাঁচামরিচের দাম। কেজি প্রতি ৫ টাকা কমে ভারতীয় পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কেজি প্রতি ৫০ টাকা কমে দেশি কাঁচামরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  সরবরাহ বেশি হওয়ার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে আলুর দাম বেশি হওয়াতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা।  রোববার (২৪ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  হিলি বাজারের দোকানী রায়হান কবির বলেন, ভারতে নতুন জাতের পেঁয়াজ উঠতে শুরু করাতে হিলি স্থলবন্দর দিয়ে সেই সব পেঁয়াজ আমদানি হচ্ছে। এতে করে মোকামে কমতে শুরু করেছে দাম। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি। তবে আলুর দাম কমেনি। ভারতীয় আলু ৫৫ থেকে ৬০ এবং দেশি আলু ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে।  হিলি কাস্টমসের তথ্য মতে, গতকাল শনিবার ভারতীয় ৯২ ট্রাকে ২ হাজার ৫০০ মেট্রিকটন আলু এবং ৩০ ট্রাকে ৮৭০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।  আরটিভি/এএএ/এআর  
বিএনপি বীরের দল: ডা. জাহিদ হোসেন
বিএনপি পালিয়ে যাওয়া মানুষের দল না, বিএনপি বীরের দল বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে হাকিমপুর উপজেলা হলরুমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে আহত নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি জনগণের দল আমরা বিশ্বাস করি ব্যক্তির চেয়ে দল বড় দলের থেকে দেশ বড়। আর বিএনপি হচ্ছে পালিয়ে যাওয়া মানুষের দল না বিএনপি হচ্ছে বীরের দল। যারা স্বাধীনতার ঘোষণা দিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে এবং তাদের শীর্ষ নেতা এখনো অসুস্থ অবস্থায় মানুষের সেবা করে যাচ্ছেন। মনে রাখতে হবে, দেশনেত্রী খালেদা জিয়াকে ছয় বছর জেলে থাকতে হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে, চিকিৎসায় বিদেশে থাকতে হচ্ছে, আরাফাত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে। তিনি বলেন, সব বিভেদ ভুলে আগামীর জন্য দলের হয়ে কাজ করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার সব নেতাকর্মীর পাশে থাকবে বিএনপি। এ সময় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচি, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা আহমেদ বিপুলসহ অনেকেই। আরটিভি/এমকে/এস
হিলিতে ভোক্তা অধিকারের অভিযান, ১৮ হাজার টাকা জরিমানা
দিনাজপুরের হিলিতে ফিড ও ওষুধের দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল এবং ফিডের দোকানে মেয়াদোত্তীর্ণ অনুমোদনহীন ওষুধ বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে হিলি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এ অর্থদণ্ড করেন। তিনি বলেন, স্থানীয় মেসার্স কাওসার এন্টার প্রাইজ ফিডের দোকানে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ পাওয়ায় দশ হাজার, মণ্ডলের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি করায় পাঁচ হাজার এবং শিউলি ফার্মেসিতে একই অভিযোগে জাহিদুল ইসলামকে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ভবিষ্যতে ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। আরটিভি/এএএ
হিলিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময় সভা 
দিনাজপুরের হিলি স্থলবন্দরে যানজট নিরসনে হাকিমপুর হিলি পৌরসভা ও হিলি বন্দর এলাকার ব্যাটারিচালিত অটো, সিএনজি, মটর শ্রমিক পরিবহন (বাস সমিতি), বন্দরের ওজন স্টেশন, বন্দরের আমদানিকারক, সিআ্যন্ডএফ এজেন্ট, ট্রাক মালিক গ্রুপ ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।  বুধবার (২০ নভেম্বর) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে হাকিমপুর হিলি পৌরসভার আয়োজনে পৌরসভার কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা, সমাজসেবা অফিসার মাসুদ রানা, হিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন ও থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, আমদানি রফতানি কারক গ্রুপ ও থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হিলি স্থলবন্দর ট্রাক মালিক গ্রুপের সহসভাপতি হেলেন, সাধারণ সম্পাদক হযরত আলী সরদার, মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন হিলি বাসস্ট্যান্ড শাখার সভাপতি মাজহারুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক কাওসার রহমান, ইজিবাইক হিলি-বিরামপুর রোডের সভাপতি সোহরাব হোসেন, হিলি-হরিহরপুর রোডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হিলি বাজার এলাকার সভাপতি মিঠু, সততা ওজন স্টেশন ম্যানেজার, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ বন্দর এলাকার বিভিন্ন কোচ কাউন্টারের ম্যানেজাররা উপস্থিত ছিলেন।  এ সময় বক্তারা সবার নিজ নিজ অবস্থান থেকে নিজেদের বিবেককে কাজে লাগিয়ে হিলি বন্দর এলাকায় যানজট নিরসনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আশ্বাস দেন। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ হিলি স্থলবন্দর এলাকার রাস্তার নাজুক অবস্থা, নির্দিষ্ট ট্রাক ও বাস টার্মিনাল ও বন্দরের ওজন স্টেশন বিষয়ে কথা বললে পৌর প্রশাসক অমিত রায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের আশ্বাস দেন। আরটিভি/এএএ/এস
হিলিতে কমেছে পেঁয়াজের দাম
একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। ইন্দোর জাতের ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। যা গতকালও বিক্রি হয়েছিল ৮৫ টাকা কেজি। তবে চাল এবং আলু আগের দামেই বিক্রি হচ্ছে। আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী ৭০ টাকা, স্বর্ণা জাতের চাল ৫৫ টাকায় এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্নাআতব ৫৩ থেকে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়াও দেশি আলু ৬০ টাকায়, ভারতীয় আলু ৫৩ থেকে ৫৪ টাক দরে বিক্রি হচ্ছে।   ভারত থেকে ইন্দোর পেঁয়াজ আমদানি হওয়াতে দাম কমেছে বলছেন খুচরা ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।  বুধবার (২০ নভেম্বর) সকাল ১০টায় হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  হিলি বাজারে পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারতীয় ইন্দোর জাতের পেঁয়াজের দাম কিছুটা কমেছে। আমরা বন্দরের পাইকারি মোকামে ৭২ টাকা কেজিতে কিনে খুচরা বাজারে ৭৫ টাকা দরে বিক্রি করছি। আগের থেকে ক্রেতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে অনেকটাই কমেছে দাম। বর্তমানে ইন্দোর নতুন জাতের পেঁয়াজ কেজি প্রতি ৮ টাকা কমে ৭২ টাকায়, নাসিক জাতের পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৮০ টাকায় এবং সাউথ জাতের পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ৭৭ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমদানি অব্যাহত থাকলে আরও কমে যাবে দাম বলেও জানা তিনি।  হিলি কাস্টমসের তথ্যমতে, গতকাল মঙ্গলবার ভারতীয় ৪৩ ট্রাকে ১ হাজার ৫৮০ টন চাল, ৩৮ ট্রাকে ১ হাজার টন আলু এবং ২৫ ট্রাকে ৭২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।  আরটিভি/এএএ/এস