• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর
হিলিতে মাদকদ্রব্যসহ পুলিশের হাতে আটক ৩
দিনাজপুরের হিলিতে এক হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ছয়টায় হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেলে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল হোসেন পিপিএম। গ্রেপ্তারকৃতরা হলেন- পৌর শহরের ২নং ওয়ার্ড ধরন্দা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহেল হোসেন (২৮), একই এলাকার আজাদ হোসেনের ছেলে রিপন হোসেন (৩২) ও পৌর শহরের ৩নং ওয়ার্ড এর উত্তর বাসুদেবপুর এলাকার মনিরুজ্জামান (লাবু) মুন্সির ছেলে কামরুজ্জামান (বিশাল) (২৫)। এজাহার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জেলা ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকায় রাজ এন্টারপ্রাইজের সামনে সড়কে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ আটক করতে চাইলে আসামিরা পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশ আসামিদের দেহ তল্লাশি করে মাদকদ্রব্যসহ ৩ জনকে হাতেনাতে আটক করে। তাদের সঙ্গে থাকা কালো পলিথিনের ব্যাগ ও প্যান্টের পকেটে লুকিয়ে রাখা ১ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের গ্রেপ্তার করে। পরে ওই দিন রাতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহেদুল ইসলাম বাদী হয়ে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন এবং আজ বৃহস্পতিবার আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন পিপিএম বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম হাকিমপুর হিলি পৌর শহরের সিপি রোড এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিচ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করে। পরে হাকিমপুর থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন জেলা গোয়েন্দা পুলিশের সদস্য এসআই জাহেদুল ইসলাম। আজ বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশ আটক আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন বলে জানান। 
৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে সারাদেশের রেল চলাচল শুরু
রংপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন