• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
যাত্রীদের সেবার মান উন্নয়নে নজর দেয়নি বিগত সরকার: রেল উপদেষ্টা
দিনাজপুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
দিনাজপুরে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোবাইক চালক নিহত হয়েছেন। তার নাম ফখরুল ইসলাম (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন অটোবাইকের আরও ২ যাত্রী।  মঙ্গলবার (৮ অক্টোবর) শহরের হাউজিং মোড় আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।  বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান।  নিহত ফখরুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের নেসার উদ্দীনের ছেলে। এ ঘটনায় আহত অটোবাইকের যাত্রীরা হলেন, দিনাজপুর উপশহর এলাকার জামালের ছেলে বেলাল (৩০) ও একই এলাকার মকবুলের ছেলে সাইদুর (৩০)। এ বিষয়ে ওসি (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ‘মঙ্গলবার সকালে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচ দিনাজপুর শহরের আঞ্চলিক মহাসড়কের হাউজিং মোড় এলাকায় একটি অটোবাইককে ধাক্কা দেয়। এ সময় অটোবাইকের চালকসহ ২ যাত্রী গুরুতর আহত হন।’ ওসি আরও বলেন, ‘স্থানীয়রা আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফখরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।’ আরটিভি/এমকে-টি
সকল বৈষম্যের কবর রচনা হোক: জামায়াতের আমির
‘আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে গুলির নির্দেশ দেওয়া ছিল না’
‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগ জনগণের সঙ্গে আছে’
‘লোভেরও একটা সীমা থাকা দরকার’
বই উৎসবে নির্বাচনী প্রচারণা, অধ্যক্ষকে শোকজ
দিনাজপুরের খানসামা উপজেলায় হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানোয় অধ্যক্ষ মোনায়েম খানকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। মঙ্গলবার (২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজউদ্দিন। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক স্বাক্ষরিত হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান বরাবর প্রেরিত চিঠি থেকে জানা যায়, হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই উৎসব চলাকালে একজন প্রার্থী পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছেন মর্মে সোশ্যাল মিডিয়ায় জানা গেছে। যা আপনাদের পদের জন্য অনাকাঙ্ক্ষতি। এ বিষয়ে বিধি মতো ব্যবস্থা গ্রহণের জন্য কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে না, তার সুস্পষ্ট জবাব ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, বছরের প্রথম দিন সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন বই বিতরণ অনুষ্ঠানের অতিথি উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। 
দিনাজপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস
হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ দিনাজপুরের মানুষ। তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। ঘন কুয়াশাতে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।  এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।  এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৬ ভাগ। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় রাস্তায় কমেছে মানুষের চলাচল। উষ্ণতার আশায় কেউ বা আগুন জ্বালিয়ে শরীর গরম করে নিচ্ছেন আবার কেউ ভিড় জমাচ্ছেন চায়ের দোকানে।  দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ।