• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্প বন্ধ করে দিলো বিএসটিআই

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

  ০৭ নভেম্বর ২০২৪, ২১:৪৩
ছবি : আরটিভি

কুড়িগ্রামে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সার্ভিল্যান্স অভিযানে একটি পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে কুড়িগ্রাম জেলার তেল পাম্পে সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এতে উলিপুরের সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশনে প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মিলিলিটার এবং অকটেন পরিমাপে ২২০ মিলিলিটার কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংক লড়ির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়।

এ সময় রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মেট্রোলজি মো. মাছুদুল হকের নেতৃত্বে সন্দীপ দাসসহ মেট্রোলজি বিভাগের পরীক্ষকগণ উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মাছুদুল হক বলেন, জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/এএএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামে ক্রমেই বাড়ছে শীতের প্রকোপ
দুই বছর পর আবারও কুড়িগ্রামে মিলল পাতি হাঁসের কালো ডিম
শীতে কাবু কুড়িগ্রামের মানুষ, তাপমাত্রা ১১.৮ ডিগ্রি
ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, প্রাণ গেল মা-মেয়ের