• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
হবিগঞ্জে জামায়াত নেতা বহিষ্কার
ভারতে অনুপ্রবেশকালে মা-ছেলে আটক
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে মা ও ছেলেকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। আটকৃতরা হচ্ছেন, সিলেটের জালালাবাদ এলাকার বাসিন্দা টুনু বর্মনের স্ত্রী রেখা বর্মন (৬০) ও ছেলে রিপন বর্মন (৩২)। বুধবার দিবাগত রাতে বাল্লা সীমান্ত থেকে তাদের আটক করে বিজিবির একটি টহল দল। বিজিবি জানায়, রাতে রেখা বর্মন ও তার ছেলে রিপন বর্মন ভিসা ও পাসপোর্ট ছাড়াই ভারতে যাচ্ছিলেন। বাল্লা সীমান্তের কলাবাগান এলাকা দিয়ে অনুপ্রবেশ করার সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করা হয়। তবে এ সময় আদম ব্যাপারীরা পালিয়ে যায়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সীমান্তে মানব পাচারকারীদের গ্রেপ্তার পুলিশ তৎপর রয়েছে। আটক দুজনকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক দুজনসহ আদম ব্যাপারী কাইয়ুম আলী, এখলাস মিয়া এবং আরজত আলীর বিরুদ্ধে মামলা করেছেন। আরটিভি/এএএ/এস
ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে
আড্ডা দিতে নিষেধ করায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪০
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর
হবিগঞ্জে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ
হবিগঞ্জের মাধবপুরে শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ভারতীয় কাপড় ও প্রসাধনী জব্দ করেছে বিজিবি। এ সময় চোরাই পণ্য বহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন। অবৈধভাবে আনা এসব পণ্যের চালানের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা হবে বলে ধারণা বিজিবির। লেফটেন্যান্ট কর্নেল ইমদাদুল বারী খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে বিজিবির একটি টহলদল ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার সাহেববাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে একটি মিনি কাভার্ডভ্যান আটক করা হয়। পরে ওই ভ্যান থেকে নিভিয়া সফট ক্রিম ৭ হাজার ৯৬০ পিস, নিভিয়া বডি লোশন ৫ হাজার ৭৩৮ পিস, সানস্কিন ক্রিম ৯ হাজার পিস, মাই ফেয়ার ক্রিম ৩ হাজার ৮৪০ পিস, ক্লোপ-জি ক্রিম ৭২৮ পিস, জনসন বেবি লোশন ৩ হাজার ৯৬০ পিস, বেনারশি শাড়ি ৬৫ পিস, বিভিন্ন প্রকার শাড়ি ৫৮১ পিস, মখমল কাপড় ২ হাজার ৯২২ মিটার। উদ্ধারকৃত এসব মালামালের মূল্য প্রায় ৩ কোটি টাকা। এসব মালামাল হবিগঞ্জ জেলা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। আরটিভি/এমএ-টি  
হবিগঞ্জে সাবেক এসপিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা
হবিগঞ্জের সাবেক পুলিশ সুপার এস এম মুরাদ আলিসহ ৫৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।  রোববার (৩ নভেম্বর) লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামছুল ইসলাম বাদী হয়ে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের আদালতে মামলাটি করেন। এ বিষয়ে মামলার বাদী সামছুল ইসলাম বলেন, পুলিশ সশস্ত্র অবস্থায় বিএনপি নেতাকর্মীদের ওপর নির্বিচারে গুলি করে। এতে ছাত্রদল, যুবদল ও বিএনপির তিন শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় আমি মামলা দায়ের করেছি। আমরা মামলাটি এফআইআর এর দাবি জানিয়েছি। আদালত মামলাটি পুনরায় শুনানির জন্য ৫ নভেম্বর দিন ধার্য করেছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুণ্ডা বাহিনী হিসেবে কিছু পুলিশ কাজ করেছে। বিএনপির শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি করে। এ ঘটনায় তখন আইনজীবী সামছুল ইসলাম একটি মামলা করেছিলেন। কিন্তু দেশে তখন আইনের শাসন না থাকায় পুলিশ প্রভাব খাটিয়ে মামলাটি খারিজ করে দিতে আদালতকে বাধ্য করে। এখন ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে আমরা আশা করছি। তাই আমারা ন্যায় বিচারের আশায় মামলাটি দায়ের করেছি। আরটিভি/এমকে
হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে গাড়ি দুটির চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শায়েস্তাগঞ্জের নূরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাধবপুর উপজেলার শাহজাহপুর গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আজিজ মিয়া (৪৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসিন্দা বাসচালক রাজু আহমেদ (৩৫)।   শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে সিলেটগামী মিতালি পরিবহনের একটি বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে সিলেট পাঠানো হয়েছে। আরটিভি/এএএ/এসএ
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় রনি মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। প্রবাসী ভাগ্নেকে বিদায় জানাতে এসে গাড়িচাপায় নিহত হন তিনি। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রনি। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। নিহত রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মকন্দপুর গ্রামের বাসিন্দা।  তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ বিষয়ে ওসি দিলীপ কান্ত নাথ বলেন, ‘বিজয়নগর থেকে চুনারুঘাটে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন রনি। বুধবার সকালে তার ভাগ্নে প্রবাসে যাবেন। ভাগ্নেকে বিদায় জানাতে যাচ্ছিলেন। পথে শায়েস্তাগঞ্জ থানার সামনে গাড়ির চাপায় নিহত হন।’ আরটিভি/এমকে-টি
হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে ট্রাক চালকের সহকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এ দুর্ঘটনা ঘটে।  নিহত হেলপারের পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান। তিনি বলেন, পানিউমদা বাজার এলাকায় ছয় লেনের জন্য সেতুর কাজ চলছে। রাতে সাড়ে ১১টার দিকে সেতুর কাছে মহাসড়কের পাশে একটি লরি দাঁড়িয়ে ছিল। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে লরির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে গিয়ে ট্রাকে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আরটিভি/এমকে-টি
হবিগঞ্জে মা-মেয়ে খুন, ৩ জনের মৃত্যদণ্ড
হবিগঞ্জের বাহুবলে মা ও মেয়েকে হত্যার ঘটনার অভিযোগে ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।  মঙ্গলবার (২৯ অক্টোবর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি দুর্ধর্ষ একটি ঘটনা। আদালতের এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেন। পরে তারা বাসায় থাকা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে।  ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। আরটিভি/এমকে