• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
সীমান্তে বাংলাদেশিকে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ
প্রকাশ্যে গুলি ছুড়ে ধরা সাবেক সংসদ সদস্য, জনতার মারধর
আগ্নেয়াস্ত্রসহ নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেলকে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।  রোববার (১৭ নভেম্বর) হবিগঞ্জের চুনারুঘাটে স্থানীয় লোকজন একটি পিস্তল ও গুলিসহ তাকে আটক করে চুনারুঘাট থানায় সোপর্দ করে। পরে তাকে থানা থেকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল হক খান। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে এক মোটরসাইকেল চালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে রানা মোহাম্মদ সোহেল বন্দুক দিয়ে গুলি ছোড়েন। এ বিষয়ে পুলিশ সুপার রেজাউল হক বলেন, রানা মোহাম্মদ সোহেল চুনারুঘাটের পাকুরিয়া এলাকায় প্রকাশ্যে নিজের লাইসেন্স করা পিস্তল থেকে গুলি ছোড়েন। তখন লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে গেছে। আটক ব্যক্তির পিস্তল ও গুলি থানা হেফাজতে আছে এবং সেনাবাহিনী এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে হবিগঞ্জের বাইরে অন্য কোনো থানায় মামলা রয়েছে। তিনি চুনারুঘাটে বেড়াতে এসেছিলেন। চুনারুঘাট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, থানা থেকে তাকে সেনাবাহিনীর শাহজিবাজার ক্যাম্পে নেওয়া হয়েছে। আমি যতদূর শুনতে পেরেছি, তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আরটিভি/এমকে-টি
পর্তুগাল বিএনপির পক্ষ থেকে বন্যাদুর্গতদের আর্থিক সহায়তা
চুনারুঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ নিহত ২
খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধার, গ্রেপ্তার ১
ব্যারিস্টার সুমনের নতুন উদ্যোগ 
এমপি হয়েই যে কথা রাখলেন ব্যারিস্টার সুমন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েই নিজ শহরকে পরিষ্কার করবেন বলে কথা দিয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সেই কথা রাখলেন তিনি। শহরকে পরিষ্কার করতে নেমে পড়লেন পরিত্যক্ত খোয়াই নদীর আবর্জনা পরিষ্কারে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল থেকেই তিনি নিজ শহর হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকায় পরিত্যক্ত খোয়াই নদীতে জমে থাকা ৫০ বছরের আবর্জনা পরিষ্কারে কাদাতে নেমে কাজ শুরু করেন।  এতে সহায়তা করছেন বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কয়েকশ কর্মী। কার্যক্রমের শুরুতে ব্যারিস্টার সুমন বলেন, এটি খোয়াই নদীর অংশ বিশেষ। প্রায় ৫০ বছর আগে চুনারুঘাট শহরকে বন্যার হাত থেকে রক্ষা করতে এটির গতিপথ পরিবর্তন করা হয়। তখন থেকেই নদীর এ অংশটি পরিত্যক্ত হয়ে পড়ে। পুরাতন খোয়াই নদীর এ অংশটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। অথচ এটি খুব সুন্দর একটি পর্যটনকেন্দ্র হতে পারতো। কিন্তু ময়লার কারণে বোঝার কোনো অবকাশ নেই এটি কোনো নদী।  তিনি বলেন, নদীটি পরিষ্কার করার মাধ্যমেই আমার কাজের যাত্রা শুরু করতে চাই। কারণ ময়লা পরিষ্কার না করলে হঠাৎ করেই সৌন্দর্যের বাণী দেওয়া যায় না। আমার স্বপ্ন হচ্ছে- এখানে দুপাশে ওয়াকওয়ে করবো। নৌকা নামিয়ে দেবো। এগুলো দিয়ে মানুষ ঘুরবে। নদীটি পরিষ্কারে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন প্রায় ৬০০ কর্মী দিয়েছে। তারা নদীটি পরিষ্কার করতে অক্লান্ত পরিশ্রম করছে।  এ সময় এই স্বেচ্ছাসেবী সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।
পুড়িয়ে দেওয়া কেন্দ্রেই হবে ভোটগ্রহণ
হবিগঞ্জ-৪ আসনের চুনারুঘাট এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রটি পুড়িয়ে দেওয়া হলেও তা ধুয়ে-মুছে শামিয়ানা টাঙিয়ে ভোটগ্রহণের জন্য পুনরায় প্রস্তুত করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় কেন্দ্রটিতে আগুন দেয় ভোটবর্জনকারীরা।  এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়েছে বিদ্যালয়টির চেয়ার-টেবিলসহ সব আসবাবপত্র।  কেন্দ্র পুড়িয়ে দেওয়া হলেও দমে যাননি নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা। শনিবার সকাল থেকেই শুরু হয় কেন্দ্রটিকে ভোটগ্রহণের উপযুক্ত করার কাজ। আর বিকেল গড়াতেই প্রস্তুত হয় কেন্দ্রটি।   বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার অঞ্জন কুমার দেব বলেন, হবিগঞ্জ-৪ আসনের বাকি ৮৩টি কেন্দ্রের মতো এই আসনটিতেও ৭ জানুয়ারি সকাল ৮টা থেকেই যথারীতি ভোটগ্রহণ শুরু হবে। প্রশাসনের সহায়তায় কেন্দ্রটি এখন ভোটগ্রহণের জন্য প্রস্তুত। সকাল হলেই ৯টি বুথে ৪ হাজার ৩১৭ জন ভোটার এই কেন্দ্রে ভোট দিতে পারবেন। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।    এদিকে ভোটকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় এরইমধ্যে একজনকে আটক করা হয়েছে জানিয়ে চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায় বলেন, এ ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।   এ সময় ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জানান তিনি।