• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
হবিগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় রনি মিয়া (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। প্রবাসী ভাগ্নেকে বিদায় জানাতে এসে গাড়িচাপায় নিহত হন তিনি। মঙ্গলবার রাতে শায়েস্তাগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান রনি। বুধবার (৩০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ। নিহত রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মকন্দপুর গ্রামের বাসিন্দা।  তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ বিষয়ে ওসি দিলীপ কান্ত নাথ বলেন, ‘বিজয়নগর থেকে চুনারুঘাটে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন রনি। বুধবার সকালে তার ভাগ্নে প্রবাসে যাবেন। ভাগ্নেকে বিদায় জানাতে যাচ্ছিলেন। পথে শায়েস্তাগঞ্জ থানার সামনে গাড়ির চাপায় নিহত হন।’ আরটিভি/এমকে-টি
হবিগঞ্জে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
হবিগঞ্জে চিপসের কারখানায় আগুন