• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
অবৈধভাবে ভারত যাওয়ার পথে আটক ৮
সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ রিমান্ডে
বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আবদুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আবদুস শহীদকে হাজির করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক। এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়।  জানা যায়, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে নির্বাচিত সাতবারের সংসদ সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯ সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাঙচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়। এ বিষয়ে এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। আজ আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন না মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।  উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। গত ৩ অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে। আরটিভি/এমকে-টি
ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার
মৌলভীবাজারে বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত
মৌলভীবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
টিকেট ছাড়া রেল ভ্রমণ, ৮ জনকে জরিমানা
অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রসহ নিহত ২
চলন্ত গাড়ি থেকে ছিটকে পড়া শিশুকে বাঁচাতে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর আহত আরও দুজনকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকালে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ আসার পথে ভানুগাছ বটতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থেকে এক শিশু ছিটকে পড়ে। এ সময় শিশুকে রক্ষা করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন সায়েম মিয়া (১৮), অমিত সূত্রধর (১৮), জান্নাতুল (১১), শওকত দেব (১৭)। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক সায়েম মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অমিত সূত্রধরকে মৃত ঘোষণা করেন।  নিহত সায়েম মিয়া শ্রীমঙ্গলের পূর্ব মাইজদী এলাকার কাশেম মিয়ার ছেলে এবং কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। অমিত সূত্রধরও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের পরীক্ষার্থী। আহত অন্য দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সায়েম মিয়াকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদিকে অমিত সূত্রধর মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। আরটিভি/এমকে-টি
চব্বিশের আন্দোলনকারীদের প্রকাশ্যে ‌‌‌‘টোকাই’ বলে আ.লীগ নেতার কটাক্ষ
মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হল্যান্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এম এ মুঈদ ফারুক বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রকাশ্যে টোকাই ও অভদ্র বলে কটাক্ষ করেছেন। এক অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, এদের দিয়ে কীভাবে দেশ চালাবেন? ২ অক্টোবর জুড়ী উপজেলার তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজে বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের পক্ষে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। সোমবার (৪ নভেম্বর) তার সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।   ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা এম এ মুঈদ ফারুক বলছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আজ নিরাপদ নয়। যদি আমি জানতাম এ দেশ এককালে রাজাকারের দেশ হবে। তাহলে আমি মুক্তিযুদ্ধ না করে রাজাকার হয়ে যেতাম। কেন স্বাধীন দেশে শিক্ষার্থীরা রাজাকার স্লোগান দেবে? উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশে আগে কোনো বৈষম্য ছিল না। বৈষম্যবিরোধী ছাত্ররাই তো এ বৈষম্য তৈরি করছে। এখন এসেছে সমন্বয়ক। এই চ্যাংড়া পাংড়া টোকাই পোলাপাইন যদি দেশ চালায়, তাহলে তোমরা লেখাপড়া করে কী করবে?’ এই আওয়ামী লীগ নেতা শিক্ষার্থীদের আরও বলেন, তোমরা কোন দিন ইউনিভার্সিটিতে চান্স পেলে ছাত্র রাজনীতিতে জড়াবে না। ইউনিভার্সিটিতে কোন রূপ আন্দোলন শুরু হলে তোমরা সোজা বাড়িতে চলে আসবে।  ঢাকার বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, দেখো ওরা কি সভ্য নারী? এগুলো সভ্যতা হারিয়ে ফেলেছে। এ সময় সংবর্ধনা সভায় বিএনপির সাবেক মন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিস্টার জহরত আদিব উপস্থিত ছিলেন।   এ দিকে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। ফেসবুকে অনেকেই তার বক্তব্যের এই ভিডিওটি শেয়ার করে তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যা দিচ্ছে।  অনেকেই এই আওয়ামী লীগ নেতাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন। আরটিভি/এমকে-টি
পাওনা মজুরি না দেওয়ায় অচল সরকার মালিকানাধীন ১৮ চা বাগান
পূজার সময়ে বোনাস পেলেও বকেয়া রয়ে গেছে প্রায় দেড় মাসের বেতন (মজুরি)। বকেয়া মজুরির দাবিতে মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের সরকার মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) বাগানগুলোতে শ্রমিক ধর্মঘট চলছে।  শনিবার (২৬ অক্টোবর) পর্যন্ত টানা ছয়দিন চলা ধর্মঘটে অচল হয়ে পড়েছে বাগানের কাজকর্ম। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। তবে কর্তৃপক্ষ শ্রমিকদের আশ্বস্ত করলেও মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন চা-শ্রমিকরা। সরকার মালিকানাধীন মৌলভীবাজারসহ দেশের ছোট-বড় মিলিয়ে এনটিসির ১৮টি চা বাগানে চলছে শ্রমিক ধর্মঘট।  ৬সপ্তাহের বকেয়া ও ১৭ মাসের পিএফ-এর টাকার দাবিতে তাদের এ আন্দোলন চলছে। এদিকে সদ্য সমাপ্ত দুর্গাপূজার আগ থেকেই তাদের মজুরি ও বোনাসের দাবিতে আন্দোলন চললেও পূজার সময় বোনাস প্রদান করলেও রয়ে গেছে প্রায় দেড় মাসের বকেয়া মজুরি। এনটিসির বাগানগুলো সরকার নিয়ন্ত্রিত হওয়ায় গত ৫ আগস্টের পর চেয়ারম্যানসহ পরিচালনা পরিষদের অনেকে গা ঢাকা দেওয়ায় অনেকটা বিপাকে পড়েছেন কর্তৃপক্ষ। তবে তারা শ্রমিকদের মজুরি প্রদান করবেন, এমনটা আশ্বস্ত করলেও এখনও মজুরি ও পিএফের টাকা পরিশোধ না করার প্রতিদিন  আন্দোলন আরও জোরদার হচ্ছে।  প্রেমনগর চা বাগান, কুরমা চা বাগান, চাম্পারায় চা বাগান, চন্ডিছড়া চা বাগান, পাত্রখোলা চা বাগান, মদনমোহনপুর চা বাগান, মাধবপুর চা বাগানসহ রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি এনটিসির অন্যান্য চা বাগানের শ্রমিকরাও আন্দোলনে অংশ নেন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  প্রায় প্রতিটি চা বাগানের ফ্যাক্টরির সামনে বাগানের শ্রমিকরা জড়ো হয়ে মানববন্ধনসহ বিক্ষোভ ও মিছিল করেছেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, এনটিসি কোম্পানিতে প্রায় ১২ হাজার চা শ্রমিক কাজ করেন। ছয় সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। মজুরি না পেয়ে তারা কষ্টে দিন কাটাচ্ছেন। এনটিসির চা বাগানের শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন; যা মোটেও কাম্য নয়। ১৭৮ দশমিক ৫০ পয়সা করে দৈনিক মজুরির হিসাবে তাদের মোট মজুরির বকেয়া প্রায় ৯ কোটি টাকা। মালিকপক্ষ বকেয়া মজুরি পরিশোধ না করলে তারা কাজে ফিরবেন না।   ন্যাশনাল টি কোম্পানির জেনারেল ম্যানেজার এমদাদুল হক বলেন, কোম্পানির ম্যানেজমেন্ট পরিবর্তন হয়েছে। সে জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সময় লাগছে কিছুটা। রোববার (২৭ অক্টোবর) কোম্পানির উচ্চপর্যায়ের একটি মিটিং হবে। আশা করছি, সেখানেই চা শ্রমিকদের বকেয়া মজুরি বিষয়টি সমাধান হয়ে যাবে। আরটিভি/এসএপি-টি
শ্রীমঙ্গলে নারীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাত নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার কালিঘাট চা-বাগান ও ডলুছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে আবুল খায়ের (৩০)। তিনি পেশায় টমটমচালক ছিলেন। অপরদিকে, অজ্ঞাত নারীর পরিচয় এখনও শনাক্ত হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বনের ভেতর ডুলুছড়া এলাকার জানকিছড়া নামক স্থানে পাহাড়ের ওপর থেকে অজ্ঞাত নারীর (২৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ওই নারীকে কেউ ৪-৫ দিন আগে ওই স্থানে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে। এদিকে উপজেলার মুসলিমবাগ গাং পাড় এলাকার মৃত আনসার মিয়ার ছেলে আবুল খায়েরকে সোমবার রাত ১১টায় শহরের কালিঘাট চৌমুহনা থেকে যাত্রী সেজে অজ্ঞাত ব্যক্তি কালিঘাট চা-বাগানের উদ্দেশ্যে নিয়ে যায়।  নিহত টমটমচালকের ছোট ভাই আবুল বাসার জানান, সারা রাত তার ভাইয়ের খোঁজ পাওয়া যায়নি। সকালে খবর পেয়ে কালিঘাট চা-বাগানের ভেতর গিয়ে দেখতে পান তার ভাইকে গলা কেটে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে খুন করে মরদেহ ফেলে রেখে যায়। সঙ্গে থাকা নুতন টমটম ও মোবাইল ফোনটিও নিয়ে যায়। তারা ধারণা করছেন টমটমটি চুরি করার উদ্দেশ্যেই কেউ তার ভাইকে খুন করেছে। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দুটি মরদেহ উদ্ধারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে  পুলিশ জড়িতদের আটক করতে কাজ করছে। আরটিভি/এএএ/এসএ  
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যান নিহত 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের খুঁটিতে ক্রস আর্ম পরিবর্তন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক লাইনম্যান নিহত হয়েছেন। ওই যুবকের নাম রেজুয়ানুল হক (২২)। এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামে আরও এক লাইনম্যান গুরুতর আহত হয়েছেন।  শনিবার (১২ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাইনম্যান রেজুয়ানুল হক মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সিন্দুরখান সাব-জোনাল অফিসে কর্মরত ছিলেন।  তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। গুরুতর আহত একই অফিসের অপর লাইনম্যান মোস্তাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, পবিস সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরত রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমান শনিবার দুপুর দেড়টার দিকে সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় তিন ফেজ সেকশন কেটে ক্রসআর্ম পাল্টাতে গিয়েছিলেন। দুর্ভাগ্যবশত তিন ফেজের এক ফেজ জাম্পার করা ছিল। এ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমানের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয় লোকজন ও পবিস সিন্দুরখান সাব জোনাল অফিসের অন্যান্য কর্মীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেজুয়ানুল হককে মৃত ঘোষণা করেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শারমীন আক্তার বলেন, ‘বেলা ২টার সময় রেজুয়ানুল হক ও মোস্তাফিজুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই রেজুয়ানুল হক মৃত্যুবরণ করেন।’ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এ বি এম মিজানুর রহমান বলেন, ‘আমাদের সমিতির সিন্দুরখান সাব জোনাল অফিসে কর্মরত লাইনম্যান রেজুয়ানুল হক দুর্ঘটনাবশত মৃত্যুবরণ করেছেন। তার সঙ্গে থাকা লাইনম্যান মোস্তাফিজুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাস্থ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।’ শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় একজন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ আরটিভি/এমকে
রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার 
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি রিসোর্ট থেকে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সালাহ উদ্দিন মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার রাধানগরের বালিশিরা রিসোর্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সরকারি সফরে মৌলভীবাজার আসেন সালাহ উদ্দিন মাহমুদ। তিনি শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। বর্তমানে একই মন্ত্রণালয়ের অধীনে এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জেনারেল হিসেবে কর্মরত। বুধবারও এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেন তিনি। প্রোগ্রাম শেষ করে রাত ১০টার দিকে শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ঘুমাতে যান। সকাল সাড়ে ৮টার দিকে রুমে গেলে ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশ বিকল্প উপায়ে জানালা দিয়ে রুমে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালেও শ্রীমঙ্গলে এসএমই ফাউন্ডেশনের কয়েকটি প্রোগ্রামে অংশ নেওয়ার কথা ছিল তার। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে রিসোর্ট থেকে মরদেহ উদ্ধার করি। রাতের কোনো একসময় তিনি মারা যান। তিনি বলেন, ঢাকা থেকে স্বজনরা মরদেহ গ্রহণ করতে দেরি হওয়ায় সচিবের সহকর্মী এসএমই ফাউন্ডেশনের এজিএম মাসুদুর রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তিনি ঢাকায় রওনা হয়েছেন। আরটিভি/এএএ/এসএ