• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
মৌলভীবাজারে বাড়িতে ডাকাতি, গণপিটুনিতে একজন নিহত
মৌলভীবাজারে ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
মৌলভীবাজারে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (৩ মে) বিকেলে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ বিশ্রামাগারের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধান বিচারপতি বলেন, আদালতে বিচারপ্রার্থীদের পানি পান, টয়লেট ও দুগ্ধপোষ্য মায়েদের তাদের সন্তানদের দুধ পানের কোনো স্থান ছিল না। বিষয়টি সাবেক প্রধান বিচারপতি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলেন। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দেশের সব আদালত চত্বরে এক হাজার বর্গফুটের ‘ন্যায়কুঞ্জ’ স্থাপনের নির্দেশ দেন। এখন থেকে সাধারণ বিচারপ্রার্থীরা এটি ব্যবহার করতে পারবেন। উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মনজুর রহমানসহ আদালতের বিচারক ও আইনজীবীরা।
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’