মৌলভীবাজার রাজনগরের ময়নাবাজার এলাকায় দুটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মহাশস্ত্র নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার দাশটিলা গ্রামের বাছিত মিয়ার ছেলে অটোরিকশাচালক রাজু মিয়া (২০) ও কুদ্দুস মিয়ার ছেলে সোহেল মিয়া (২২) এবং নাঈম আহমদ ফাহিম (২০) নামের আরেকজন।
আহতরা হলেন দাশটিলা গ্রামের আমজাদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০), তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) এবং আরও একজন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ওসি আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।