• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
চিন্ময় দাসের মুক্তি চেয়ে পোস্ট, ছেলেকে পুলিশে দিলেন বাবা
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ১০ হাজার ২৫০ কেজি চিনি ও ৫৭৫ কেজি ভারতীয় আনার জব্দ করেছে বিজিবি। বুধবার (২৭ নভেম্বর) সকালে বিজিবির উপজেলার লাউড়েরগড় বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর যাদুকাটা নদের পার থেকে এসব চিনি ও আনার জব্দ করে। এসব চিনি ও আনারের কোনো মালিক পাওয়া যায়নি। ২০৫ বস্তায় ৫০ কেজি করে চিনি ছিল। বিজিবি জানায়, ভারত থেকে অবৈধভাবে এসব চিনি ও আনার আনা হয়েছে। এসব চিনির বস্তা মালিকবিহীন জব্দ করা ১০ হাজার ২৫০ কেজি চিনির দাম ১২ লাখ ৩০ হাজার টাকা ও ৫৭৫ কেজি আনারের দাম ২ লাখ ১ হাজার ২৫০ টাকা। বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির গণমাধ্যমকে বলেন, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে বিজিবির অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আরটিভি/এএএ/এস
পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে: রিজওয়ানা হাসান
বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় জামিন পেলেন মান্নান
সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৪৯ জনের বিরুদ্ধে মামলা
স্ত্রীর ওপর অভিমান করে পুরুষাঙ্গ কর্তন
যাত্রীবেশে উঠে চালককে হত্যা, অতঃপর...
সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবেশে উঠে চালকের গলা কেটে হত্যা করে সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার রাতে রানীগঞ্জ সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। রোববার (১৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ওসি মো. মখলিছুর রহমান। নিহত চালকের নাম সুজিত দাস (২৭)। তিনি চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গুপরাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সুজিত দাস ছয় মাস আগে ঋণ নিয়ে ১ লাখ ২০ হাজার টাকায় সিএনজিচালিত অটোরিকশাটি কিনে চালানো শুরু করেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি যাত্রী নিয়ে সৈয়দপুর স্টেশন থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেতুর সিসি ক্যামেরায় অস্পষ্টভাবে অটোরিকশাটি দেখা যায়। তবে দুর্বল ক্যামেরার কারণে যাত্রীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে রাত ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে চালকের মরদেহ উদ্ধার করে। পরে আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে ওসি মো. মখলিছুর রহমান বলেন, ছিনতাইকারীরা অটোরিকশাটি নিয়ে নবীগঞ্জের দিকে পালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেতু এলাকায় অপ্রতুল ও নিম্নমানের সিসি ক্যামেরার কারণে পুলিশকে তদন্তে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে অপরাধীদের শনাক্ত করতে সব ধরনের প্রচেষ্টা চলছে। তিনি আরও বলেন, পুলিশের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত উন্নতমানের সিসি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ করা যায়। আরটিভি/এমকে-টি
চালককে হত্যা করে সিএনজি ছিনতাই, মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে সুজিত দাস নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সেতুর ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক পেশায় একজন সিএনজি চালক বলে জানা গেছে। তিনি উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে।  পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকেল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে রাণীগঞ্জ সেতুতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে জগন্নাথপুর থানার পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালায় পুলিশ।  জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মখলিছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার রহস্য উদঘাটন কাজ করছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।  আরটিভি/এএএ  
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস (১৭) নামে এক নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৌয়ের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মৌ। সে স্থানীয় নারী ফুটবল দলের নিয়মিত খেলোয়াড়। বৃহস্পতিবার সকাল থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বসতঘরে থাকা ধানের উগারের (কাড়ি) ভেতরে মৌ দাসের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পরে থানা-পুলিশে খবর দেওয়া হয়। আরটিভি/একে/এসএ
সাবেক সংসদ সদস্য মানিকের জামিন মঞ্জুর
বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্র আদালতে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। তিনি জানান, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের বয়স ও অসুস্থতা বিবেচনা করে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তার ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। মুহিবুর রহমানের বাড়ি ছাতক উপজেলার আমেরতৈল গ্রামে। তিনি সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার) আসন থেকে পাঁচবার নির্বাচিত এমপি। আরটিভি/এমএ/এআর
হাওর অঞ্চলে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু
হাওরাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পাঠদান শুরু হয়েছে। ১২৮ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে হাওর–অধ্যুষিত সুনামগঞ্জের বিশ্ববিদ্যালয়টি।  সোমবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ে পাঠদানের বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য মো. আবু নঈম শেখ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের তথ্যমতে, চারটি বিষয় ১৬০ শিক্ষার্থীর ভর্তির অনুমতি থাকলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এখন পর্যন্ত ১২৮ জন ভর্তি হয়েছেন। মূলত এই চারটি বিষয় এবং ১২৮ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করছে বিশ্ববিদ্যালয়টি। ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৮ জন, রসায়ন বিভাগে ৩০, পদার্থবিদ্যা বিভাগে ৩০ ও গণিত বিভাগে ৩০ জন আছেন। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় সাত ও প্রতিবন্ধী কোটায় একজন ভর্তি হয়েছেন। তবে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে সুনামগঞ্জের শিক্ষার্থী আছেন পাঁচজন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারসহ শিক্ষক আছেন ১৭ জন। কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৩। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস না থাকায় শান্তিগঞ্জ উপজেলা সদরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে থাকা টেক্সটাইল ইনস্টিটিউটের একটি ভবনে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবু নঈম শেখ বলেন, রোববার (৩ নভেম্বর) থেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। আশা করি সুনামগঞ্জ শিক্ষা ক্ষেত্রে অনেক এগিয়ে যাবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন হয়। ২০২০ সালের ১৮ নভেম্বর জাতীয় সংসদে ‘সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ আইন পাস হয়। ২০২২ সালের ১৪ জুন উপাচার্য হিসেবে নিয়োগ পান গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মো. আবু নঈম শেখ। এরপর শান্তিগঞ্জে একটি ভাড়ার করা ভবনে তার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। আরটিভি/এফআই
আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে খুন
সুনামগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে নিয়ে খালা ও খালাতো ভাইকে খুন করেছে এক মাদরাসা শিক্ষার্থী। পরে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে নিজেই বিষয়টি স্বীকার করেছে। তবে বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।  তিনি বলেন, পার্টি করার জন্য টাকার সংস্থান করতে খালার বাসা থেকে আইফোন, টাকাপয়সা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে সপ্তম শ্রেণি পড়ুয়া ওই শিক্ষার্থী। পরিকল্পনামাফিফ মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে বন্ধুকে নিয়ে চুরি করতে গেলে ঘুম ভেঙে যায় খালাতো ভাই মিনহাজের। সে সময় চিৎকার করলে তার মা ফরিদা দৌড়ে আসে। তখন তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রান্নাঘর থেকে বটি এনে খালাতো ভাই মিনহাজ ও খালা ফরিদাকে কুপিয়ে হত্যা করে ওই শিক্ষার্থীসহ তার বন্ধু ঢাকায় পালিয়ে যায়।  পুলিশ সুপার আরও বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে ঢাকার সাভার থেকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অপর অভিযুক্ত তার বন্ধুকে ধরতে পুলিশের অভিযান চলছে।  সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সদর থানার ওসি নাজমুল হক, ডিবির ওসি আহম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।    আরটিভি/আইএম