• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
সুনামগঞ্জে নাক-কান কাটা যুবকের মরদেহ উদ্ধার, আটক ৩
পরিমার্জনের জন্য শতভাগ বই বিতরণ সম্ভব হয়নি: গণশিক্ষা উপদেষ্টা
পরিমার্জনের জন্য সারাদেশে শিক্ষার্থীদের হাতে এখনো শতভাগ বই তুলে দেওয়া সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। শুক্রবার (১০ জানুয়ারি) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শতবর্ষ উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গণশিক্ষা উপদেষ্টা বলেন, সারাদেশে প্রাথমিক পর্যায়ে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির শতভাগ বই বিতরণ করা হয়েছে। তবে ৪র্থ ও পঞ্চম শ্রেণির বই এখনো শতভাগ বিতরণ করা সম্ভব হয়নি। তবে জানুয়ারি মাসের মধ্যে সব জায়গায় প্রাথমিক পর্যায়ের শতভাগ বই পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, বইগুলো পরিমার্জন করতে গিয়ে সারাদেশে শতভাগ বই বিতরণ করা সম্ভব হয়নি। তবে এরই মধ্যে নতুন করে কীভাবে বই লেখা হবে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে আগামী বছর প্রথম দিনেই সব শিক্ষার্থীরা নতুন বই পাবে। হাওরাঞ্চলের শিক্ষার মান উন্নয়নের বিষয়ে এ উপদেষ্টা বলেন, হাওরের দুর্গম এলাকায় যাতে শিক্ষকরা থাকেন সেই ব্যবস্থা করা হবে। পাশাপাশি শিক্ষকদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো খুঁজে বের করে সমাধান করা হবে। এ ছাড়া হাওরাঞ্চলে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে মিড ডে মিল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আরটিভি/এমকে/এআর
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, পতাকা বৈঠকে বিএসএফকে বিজিবির প্রতিবাদ
সুনামগঞ্জে সাবেক মেয়রসহ ৫ নেতা দুদিনের রিমাণ্ডে 
সুনামগঞ্জ আ.লীগ নেতা অবনী মোহন গ্রেপ্তার
মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫) ও শান্তিগঞ্জ উপজেলার আক্তারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমেদ (২৬)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শান্তিগঞ্জের পাগলাবাজার থেকে একটি যাত্রীবাহী সিএনজি জগন্নাথপুরে যাচ্ছিল। বিপরীত দিক থেকে মোটরসাইকেলে করে ওই দুই যুবক জগন্নাথপুর থেকে শান্তিগঞ্জে আসছিল। পথে সিচনি এলাকায় মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আরটিভি/আইএম-টি 
সুবিপ্রবি ক্যাম্পাসকে সুনামগঞ্জ শহরের কাছে করার দাবি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) ক্যাম্পাস শান্তিগঞ্জে না করে সুনামগঞ্জ জেলা শহরের কাছাকাছি করার দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।  সুনামগঞ্জের সর্বস্তরের নাগরিকবৃন্দের পক্ষ থেকে রোববার (৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা শহরকে পাশ কাটিয়ে তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জেলার অন্যতম বৃহৎ ‘দেখার হাওরে’ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্থান নির্ধারণ করেন। জায়গার সম্ভাব্যতা যাচাইও শেষ হয়ে গেছে। ‘দেখার হাওরে’ বিশ্ববিদ্যালয়ের মতো বড় স্থাপনা বা ক্যাম্পাস হলে হাওরের বোর জমির আবাদ নষ্ট হবে। জলজপ্রাণি ও জীববৈচিত্র্যও হুমকির মধ্যে পড়বে।  তাই শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরের স্থান পরিবর্তন করে সুনামগঞ্জ শহরের কাছাকাছি জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণের দাবি জানানো হয়েছে স্মারকলিপিতে। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল পিপি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সৈয়দ শামছুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট শেরেনুর আলী, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ, জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মুনাজ্জির হোসেন সুজন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার আহ্বায়ক ইমনদোজ্জাসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরটিভি/এমকে
সীমান্ত থেকে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবির সদস্যরা। রোববার (৫ জানুয়ারি) ভোরে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবির বিভিন্ন বিওপি টিম। বিজিবি জানিয়েছে, জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৫টি ভারতীয় গরু, ১টি পিকাপ গাড়ি, ৪২২৭ কেজি চিনি, ১ হাজার কেজি কয়লা, ৩০০ কেজি কমলা, ৩৫৭ বোতল মদ, ৩৫০ কেজি পুসকা। এসব মালামালের বাজার মূল্য ৩১ লাখ ৫ হাজার টাকা। বিজিবির ২৮ ব্যাটালিয়ন সুনামগঞ্জের অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দকৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং গরুসহ অন্যান্য মালামাল ও যানবাহন সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। আরটিভি/এএএ/এস  
টাঙ্গুয়ার হাওর থেকে মাছ ধরার যন্ত্র ও পাখিসহ আটক ৩
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর এলাকায় ফাঁদ দিয়ে বন্য প্রাণি-পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে। আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।  তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাঁস শিকার ও মাছ ধরার দায়ে আনসার সদস্যরা তিন জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃত শিকারিদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাঁস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।  আরটিভি/এএএ 
মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক / নতুন বইয়ের অপেক্ষায় সুনামগঞ্জের আড়াই লাখ শিক্ষার্থী
সুনামগঞ্জের দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম রাফি। ৬ষ্ঠ শ্রেণি থেকে উত্তীর্ণ হয়ে আজ বুধবার সকালে বছরের প্রথম দিনে ৭ম শ্রেণিতে ভর্তি হয় সে। ভর্তি হলেও বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছে।   শুধু রাফিই নয়, বছরের প্রথম দিনে বিদ্যালয়ে গিয়েও বই না পেয়ে খালি হাতে ফিরেছে তার বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের লাখো শিক্ষার্থী। জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের আড়াই লাখ শিক্ষার্থীর কেউই নতুন বই পায়নি।   খোঁজ নিয়ে জানা যায়, সরকারি বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বছরের প্রথম দিন নতুন বই হাতে পেলেও এই বছর সুনামগঞ্জের মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কোনো ছাত্র-ছাত্রী একটি বইও পায়নি। বছরের প্রথম দিনে খুশি মনে বিদ্যালয়ে গেলেও খালি হাতে বাড়ি ফিরেছে সবাই।  জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২৩৩টি, এবতেদায়ী ও মাধ্যমিক পর্যায়ের মাদরাসা রয়েছে ৯২টি এবং কারিগরি উচ্চ বিদ্যালয় রয়েছে ১৫টি। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী সংখ্যা আড়াই লাখ। এসব শিক্ষার্থীর জন্য বইয়ের চাহিদা পাঠানো হয়েছিল ৩৪ লাখ ৫৭ হাজার ৪৯০টি। কিন্তু ডিসেম্বর মাসে কোন শ্রেণির একটি বইও সুনামগঞ্জে পৌঁছেনি। যার কারণে বছরের প্রথম দিন নতুন বই পায়নি কোনো শিক্ষার্থী।  দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী জাহিদুল ইসলাম রাফির বাবা আশিক মিয়া বলেন, বছরের প্রথম দিন প্রাইমারি ও হাই স্কুলের সব ছাত্র-ছাত্রীরাই নতুন বই পেয়ে থাকে। কিন্তু এই বছর ব্যতিক্রম হল। আমার ছেলে বছরের প্রথম দিনে স্কুলে গিয়ে নতুন শ্রেণিতে ভর্তি হলেও বই না পেয়ে খালি হাতে বাড়ি ফিরেছে। সময়মতো বই না পেলে শিক্ষার্থীরা লেখাপড়া থেকে দূরে সরে যাবে বলে মন্তব্য করেন তিনি। জেলার ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক খান জানান, তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১২০০। বই বরাদ্দ না পাওয়ায় কাউকে বছরের প্রথম দিন বই দিতে পারেননি।   তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোদাচ্ছির আলম সুবল বলেন, আমার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ৭০০। নতুন কোন বই পাওয়া যায়নি, তাই শিক্ষকদের বলেছি আপাতত পুরাতন বই দিয়ে পাঠদান চালাতে। বই না পাওয়ায় স্কুলের বার্ষিক খেলাধুলা এই মাসেই শেষ করে নিতে ছাত্র-ছাত্রীদের খেলাধুলা করানোর জন্য বলেছি।  জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান বলেন, আমাদের ছাত্র সংখ্যা প্রায় ৯০০। নতুন বই না পাওয়ায় বছরের প্রথম দিন কাউকে বই দেওয়া সম্ভব হয়নি। উপজেলা শিক্ষা অফিস থেকে জানানো হয়েছে গাড়িতে করে বই আসছে। হয়ত আগামীকাল বৃহস্পতিবার বিতরণ করা যাবে। কিন্তু কতটি বই পাওয়া যাবে তা জানানো হয়নি।  জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বললেন, নতুন কারিকুলামে বই ছাপানোর কারণে বই পেতে একটু বিলম্ব হয়েছে, যার কারণে প্রথম দিনে নতুন বই বিতরণ করা যায়নি। আশা করি আজ রাতের মধ্যেই গাড়ি চলে আসবে। সংশ্লিষ্ট সবাইকে রাতে সজাগ থাকতে বলা হয়েছে। আশা করি বৃহস্পতিবার শিক্ষার্থীদের হাতে নতুন বই আমরা পৌঁছে দিতে পারব। তবে কত সংখ্যক বই এসেছে তা জানাতে পারেননি তিনি। আরটিভি/এএএ/এআর
সুনামগঞ্জে প্রয়াত শিক্ষকের স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ
সড়ক দুর্ঘটনায় অকাল প্রয়াত সুনামগঞ্জ পিটিআই এর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী মেধাবী শিক্ষক রাজিব চৌধুরীর স্মরণে পিটিআই এর পুরুষ হোস্টেলটিকে তার নামে নামকরণ করা হয়েছে।  সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ পিটিআইয়ের পুরুষ হোস্টেলটিকে ‘রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল’ নামকরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া রাজিব চৌধুরী স্মৃতি হোস্টেল এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পিটিআই এর সুপারিন্টেন্ডেন্ট দীপংকর মোহান্ত, সহকারী সুপারিন্টেন্ডেন্ট চন্দন কুমার বণিক, ইন্সট্রাক্টর সজীব কুমার তালুকদার, প্রয়াত রাজিব চৌধুরীর বাবা অমলেন্দু চৌধুরী, মাসী রিনা রানী তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন রশীদ, পিটিআইএর বিটিপিটি ব্যাচ-৩ এর প্রশিক্ষণার্থী শিক্ষক ইজ্জত আলী, বিশ্বজিৎ দাস, শাহ বেলাল আহমেদ প্রমুখ। উল্লেখ্য, গত ৮ নভেম্বর সন্ধ্যার পর রাস্তা পারাপার হয়ে পিটিআইয়ে প্রবেশ করার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন শিক্ষক রাজিব চৌধুরী। পরে তার মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিয়ামতপুর গ্রামে। আরটিভি/এমকে