• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু
সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সোহাগ দাস (১০) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।  বজ্রপাতে কিশোর নিহতের সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক।  নিহত কিশোর উপজেলার সরমঙ্গল ইউনিয়নে জারুলিয়া গ্রামের সঞ্জিত দাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়-বৃষ্টির সময় বাড়ির পাশের হাওরে মাছ ধরছিলেন কিশোর সোহাগ দাস। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে আহত হয় সোহাগ। স্থানীয়রা উদ্ধার করে দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে এক কিশোর নিহত হয়েছেন। মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।’  আরটিভি/এমকে
সুনামগঞ্জের দিরাইয়ে খাস জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১
দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত
সুনামগঞ্জে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু 
সুনামগঞ্জে বরযাত্রীর গাড়ি উল্টে নিহত ১, আহত ১৫