• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
শিক্ষার্থীর ওপর হামলা, সুনামগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার
সীমান্তে ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল জব্দ
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় ৬৩ লাখ টাকার ভারতীয় আপেল ও একটি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১১ অক্টোবর) সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা ৫ হাজার ৭০০ কেজি আপেল জব্দ করে সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। বিজিবি জানায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার টু বোগলাবাজার সড়কের  বাংলাবাজার ইউনিয়নের  কিনরপাড়া নামক স্থান থেকে বিজিবির টহল ভারতীয় আপেল ৫ হাজার ৭০০ কেজি ও ইচার রানার নামে একটি ট্রাকও জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ লাখ ৫০ হাজার টাকা। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে আপেলের এই বড় চালানটি জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানি মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে। আরটিভি/এমকে
ভারতে পাচারের সময় ২২ লাখ টাকার ইলিশ জব্দ 
সীমান্তে ভারতীয় রুপিসহ যুবক আটক
ভারতে পাচারের সময় একের পর এক ইলিশের চালান জব্দ
সুরমায় তীব্র স্রোতে নৌকাডুবি, শিশুসহ নিখোঁজ ৩
অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, এজেন্টের ৬ মাসের কারাদণ্ড 
সুনামগঞ্জের দোয়ারা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থীর এক এজেন্ট প্রবেশ করায় তাকে আটক করেছে পুলিশ।  বুধবার (২৯ মে) সকালে ওই ভোটকেন্দ্রের ৭নং কক্ষ থেকে আটক করা হয় ওই এজেন্টকে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান। আটককৃত ওই এজেন্টের নাম মাসুক মিয়া। তিনি মুরাদপুর গ্রামের বাসিন্দা।  প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৮টা থেকে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। উপজেলার সরকারি মডেল উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের ৭নং কক্ষে চেয়ারম্যান প্রার্থী আরিফুল ইসলাম জুয়েলের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করেন মাসুক মিয়া। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে অভিযুক্ত মাসুক মিয়া ভোট কক্ষের ভেতরে থাকা অন্য চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের ভয় দেখান। পরে ওই কক্ষ পরিদর্শনে আসেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। তার কাছে ওই এজেন্টের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশির নির্দেশ দেন তিনি।  পরে পুলিশ তার শরীর তল্লাশি করে ধারালো দেশীয় অস্ত্র (চায়নিজ চাকু) উদ্ধার করে। সেখানে উপস্থিত থাকা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুজিবুর রহমান বলেন, ‘দেশীয় অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে আসায় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এরইমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
সুনামগঞ্জে চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিকের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিকের মৃত্যু হয়েছে।  সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গণেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া। এ ঘটনায় আরও অন্তত ৫ থেকে ৭ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলা নদীতে বালু উত্তোলন করতে আসে দুলন মিয়া, কদ্দুস মিয়াসহ আরও কয়েকজন। সকালে বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়া ও কদ্দুস মিয়াকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান। তিনি বলেন, চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিক নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে।