• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
এম এ মান্নানের শাস্তির দাবিতে শান্তিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
শান্তিগঞ্জে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মরিয়ম আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম শান্তিগঞ্জের সুলতানপুর গ্রামের ইমদাদুল হকের মেয়ে।  সোমবার (২৪ জুন) বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের আব্দুল মজিদ কলেজ-সংলগ্ন সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিল মরিয়ম। এ সময় সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের সঙ্গে মরিয়মের ধাক্কা লাগলে সে ঘটনাস্থলেই মারা যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম মরিয়মের মরদেহ উদ্ধার করে।  জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি আব্দুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিলেট থেকে সুনামগঞ্জগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে এক শিশু মারা গেছে। ট্রাকটি আটক রয়েছে।’ 
ঘোড়ার লাথিকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২, আটক ৬
সুনামগঞ্জে বাসচাপায় প্রাণ গেল পথচারীর