• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
যাত্রীবেশে উঠে চালককে হত্যা, অতঃপর...
সুনামগঞ্জে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার 
সুনামগঞ্জ পৌর শহরের সদর হাসপাতাল রোডের এসপি বাংলোর পাশের একটি বাসা থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক। নিহতরা হলেন মৃত জাহিদুল ইসলামের স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও তার ছেলে মিনহাজুল ইসলাম (২০)।  জানা যায়, নিহত মা-ছেলে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বশিয়াখাউরি গ্রামের বাসিন্দা। শহরে এক আত্মীয়ের বাসায় ভাড়া থাকতেন।  সকালে গৃহকর্মী কাজে এসে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, প্রবাসী আত্মীয়ের বাসায় ফরিদা বেগম, তার ছেলে এবং তাদের দুঃসম্পর্কের বোন নার্গিস বেগমের পরিবার একই বাসায় থাকতেন। গৃহকর্মী ও প্রতিবেশীরা সকালে এসে মা-ছেলের গলাকাটা মরদেহ ও তাদের পাশে রক্তাক্ত বটি দা পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থল থেকে ফরিদার খালাতো বোনকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেলেও তার বড় ছেলে ফয়সাল ও ছোট ভাইকে পাওয়া যায়নি।  এ বিষয়ে ওসি নাজমুল হক বলেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে রহস্য উদঘাটন করা সম্ভব হবে। আরটিভি/এমকে-টি
সাগর-রুনি হত্যাকাণ্ডে একাধিক প্রভাবশালী ব্যক্তি জড়িত: শিশির মনির
এম এ মান্নানের জামিন শুনানিতে আইনজীবীদের তুমুল হট্টগোল
সুনামগঞ্জে অবৈধ বালু-পাথরবোঝাই ২৬ বাল্কহেড জব্দ
সুনামগঞ্জ পৌরসভার ১০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছোট ভাইয়ের কারাদণ্ড 
প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে গিয়ে ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন ছোট ভাই। বুধবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে ছোট ভাই আরিফ আলীকে (২২) ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ সাজা দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।  সাজাপ্রাপ্ত আরিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। ওই ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন বলেন, ‘আরফি আলীর বড় ভাই শরীফ আলি সৌদি আরবে থাকেন। প্রবাসী বড় ভাইয়ের ভোট দিতে এসেছিলেন তিনি। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাকে ছয়মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।’
বাড়ছে সুনামগঞ্জে নদ-নদীর পানি, আতঙ্কে ২৫ লাখ মানুষ
সুনামগঞ্জের সুরমা ও কুশিয়ারাসহ সকল নদ-নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ সকল নদীর পানি ৯ সেন্টিমিটার বেড়েছে। এ সময়ের মধ্যে সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে দিন কাটাচ্ছেন জেলার ২৫ লাখ মানুষ। সোমবার (৬ মে) সকালে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি জানান, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামছে। এতে এ জেলার সুরমা, রক্তি, যাদুকাটাসহ সকল নদ-নদীর পানি বাড়ছে। তিনি আরও জানান, আশার কথা হলো সুনামগঞ্জে যেসব হাওর রয়েছে সেখানে পানি প্রবেশ করেনি। এই মুহূর্তে সুনামগঞ্জে বড় ধরনের বন্যার শঙ্কা নেই। এদিকে স্থানীয়রা বলছেন, দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তারা আতঙ্কে আছেন। উল্লেখ্য, ২০২২ সালে এই ভাটির জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটার ক্ষত এখনও ভোলেননি এই অঞ্চলের মানুষ।