• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo
সুনামগঞ্জ সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ
টাঙ্গুয়ার হাওর থেকে মাছ ধরার যন্ত্র ও পাখিসহ আটক ৩
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর এলাকায় ফাঁদ দিয়ে বন্য প্রাণি-পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়। শনিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে। আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।  তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাঁস শিকার ও মাছ ধরার দায়ে আনসার সদস্যরা তিন জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃত শিকারিদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাঁস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।  আরটিভি/এএএ 
সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ
পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে: রিজওয়ানা হাসান
তাহিরপুরে শিশু সাকিবুল হত্যাকাণ্ডে আটক ৫
চোরাই কয়লা আনতে গিয়ে পাথরচাপায় ২ শ্রমিক নিহত
আপত্তির মুখে ভেঙে ফেলা হলো 'ইত্যাদি পয়েন্ট'
ব্যাপক আলোচনা-সমালোচনার পর অবশেষে ভেঙে ফেলা হল সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকের পাড়ে টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির নামে ‘ইত্যাদি পয়েন্ট’ নির্মাণকাজ।  বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানের জন্য নির্মিত কংক্রিট দিয়ে লেখা ‘ইত্যাদি পয়েন্ট’ ফলকটি ভেঙে ফেলা হয়েছে। জানা গেছে, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস জড়িয়ে আছে ট্যাকেরঘাট মুক্তাঞ্চলে। মুক্তিযোদ্ধারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ করতে যেতেন এখান থেকে। আর নীলাদ্রি লেকের পাশে শায়িত আছেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে যুদ্ধরত অবস্থায় পাক বাহিনীর গুলিতে নিহত হন তিনি।  মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত শহীদ সিরাজ লেকের নাম পরিবর্তন করে “ইত্যাদি পয়েন্ট” করা উচিত হয়নি, জানিয়েছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। সুনামগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী নুরুল মোমেন বলেন, বিষয়টি মোটেও ভালো হয়নি। আর নাম পরিবর্তন করাতো একেবারেই খারাপ হয়েছে। এখানে জড়িয়ে আছে বাংলাদেশ জন্মের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি। নির্মাণকাজ বন্ধ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অফিসিয়াল পেজে জানিয়েছেন, টেকেরঘাটে ইত্যাদি পয়েন্ট নির্মাণ নিয়ে প্রচারিত কিছু খবর জেলা প্রশাসনের দৃষ্টিতে এসেছে। নির্মাণকাজ বন্ধ করা হয়েছে এবং ইতোমধ্যে নির্মিত সব স্থাপনা অতি দ্রুতই অপসারণ করা হচ্ছে। উল্লেখ্য, ছয় বছর আগে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র একটি পর্ব এই লেকের পাড়ে শুটিং হয়েছিল।