সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর এলাকায় ফাঁদ দিয়ে বন্য প্রাণি-পাখি, বুনো হাঁস শিকার ও মাছ ধরার দায়ে তিন জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক মাছ ধরার যন্ত্র ও পাখি উদ্ধার করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) সকালে টাঙ্গুয়ার হাওরের দায়িত্বে থাকা আনসাররা তাদের আটক করে।
আটককৃতরা হলেন- তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন (২৪), একই গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম (২০) ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মোহাম্মদ আলীনুরের ছেলে আতিকুল ইসলাম (২৮)।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাঁস শিকার ও মাছ ধরার দায়ে আনসার সদস্যরা
তিন জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। আটককৃত শিকারিদের নামে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, টাঙ্গুয়ার হাওরে পাখি, বুনোহাঁস, পরিযায়ী পাখি ইত্যাদি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও টাঙ্গুয়ার হাওরে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
আরটিভি/এএএ