• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুঁজিবাজারে উত্থান অব্যাহত, ডিএসইতে লেনদেন সাড়ে ১৩শ কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০২০, ১৭:০৮
The rise in the capital market continues, with a turnover of Rs 13.5 crore on the DSE
ফাইল ছবি

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববারও (১৬ আগস্ট) পুঁজিবাজারে সূচকে বড় উত্থান হয়েছে। এই দিন উভয় পুঁজিবাজারে সূচক বেড়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাড়ে ১৩শ কোটি টাকা ছাড়িয়েছে।

রোববার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১১০৯ ও ১৬৩৯ পয়েন্টে অবস্থান করছে।

এই দিন ডিএসইতে এক হাজার ৩৫১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ১৪৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল এক হাজার ২০৭ কোটি ৭৭ লাখ টাকার।

আজ ডিএসইতে ৩৫৪ টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০১টি কোম্পানির আর কমেছে ৪২ টির। আরে অপরিবর্তিত রয়েছে ১১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।

এই দিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, ব্রাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সামিট পাওয়ার, নাহি অ্যালমুনিয়াম, এসকে ট্রিমস, বিএসসিসিএল ও রিপাবলিক ইন্স্যুরেন্স।

এদিকে শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এই দিন ৪৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৫৫ পয়েন্টে। এই দিন সিএসইতে হাত বদল হওয়া ২৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫১টির, কমেছে ২৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির কোম্পানির শেয়ার দর।

আরও পড়ুন:

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুঁজিবাজারের চলমান অস্থিরতা এবং কিছু প্রস্তাবনা
পুঁজিবাজারে টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ
পুঁজিবাজারের অনিয়ম ও দুর্নীতি তদন্তে কমিটি
বিএসইসির চেয়ারম্যান হলেন রাশেদ মাকসুদ