সিপিডি আমাদের তথ্য-উপাত্ত কাঁচামাল হিসেবে ব্যবহার করছে : অর্থমন্ত্রী
বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) গত ১০ বছরে আমাদের তথ্য-উপাত্ত কাঁচামাল হিসেবে ব্যবহার করছে। আমরা বাজেট দিলেই তাদের একটা অনুষ্ঠান করার সময় এসে যায়। তাদের তথ্য আন্দাজনির্ভর। বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ সোমবার (১৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে চলতি অর্থবছরের রাজস্ব আদায় পরিকল্পনাবিষয়ক অনলাইন বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, ‘দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হিসাব যারা করেন তাদের দুটি ভিত্তির ওপর নির্ভর করতে হয়। এর একটি হচ্ছে তথ্য, অন্যটি অনুমাননির্ভর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তথ্যের ওপর ভিত্তি করে জিডিপির প্রবৃদ্ধি হিসাব করে। সিপিডি যদি আন্দাজনির্ভর জিডিপি নিয়ে কথা বলে তাহলে সেটা কতটা গ্রহণযোগ্য তা নিজেরাই বুঝতে পারেন। গত ১০ বছরই দেখেছি তারা (সিপিডি) আমাদের তথ্য-উপাত্ত কাঁচামাল হিসেবে ব্যবহার করে। আমরা বাজেট দিলেই তাদের একটা অনুষ্ঠান করার সময় এসে যায়। সারা বছর কোনও অনুষ্ঠান নেই... কয়টা অনুষ্ঠান করে? কাঁচামাল এখান থেকে নিয়ে বিদেশে এগুলো এক্সপোর্ট করে। এই হলো তাদের ব্যবসা।
অর্থমন্ত্রী বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব বের করার দরকার নেই। এ দেশের খাল-বিল, নদী-নালা, গ্রামীণ অবস্থা—এসব দেখলেই বোঝা যায় বাংলাদেশের কী অবস্থা।
সিপিডি বলে বেড়ায়। আর আমরা যা বলি, তা প্রমাণ করার চেষ্টা করি। যখন যা বলেছি, সব সঠিক হয়েছে।
তিনি বলেন, তাদের কাছে তথ্য কোথায় আছে? কোন তথ্য তারা রাখে? তাহলে তারা এসব কিসের ভিত্তিতে বলছে? আন্দাজ, আন্দাজ করে বললেও তো… ওরা কি রাস্তাঘাট দেখে না? আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো দেখে না? আমাদের মেগা প্রজেক্টগুলো দেখে না? সবকিছু তারা দেখতে পায়, তারা যদি আমাদের রাজস্বের দিকে তাকাতো!
রোববার (১৬ আগস্ট) আয়োজিত এক অনলাইন বিফ্রিংয়ে সিপিডি বলেছিল, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে রাজনৈতিক সংখ্যায় পরিণত করা হয়েছে। সদ্য বিদায়ী ২০১৯-২০ অর্থবছরের জন্য সরকার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির যে প্রাক্কলন করেছে, তাতে করোনার প্রভাব হিসাব করা হয়নি বলে মন্তব্য করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
সংস্থাটি বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে রাজনৈতিক সংখ্যায় পরিণত করা হয়েছে। এই ধরনের প্রবৃদ্ধির হিসাব সরকারের নীতি প্রণয়নে বিভ্রান্তি তৈরি করবে। এছাড়াও বৈদেশিক বাণিজ্যের প্রয়োজনে যুক্ত দেশগুলোও বিভ্রান্তিতে পড়তে পারে বলে সতর্ক করেছে সিপিডি। সিপিডির মতে, ২০১৯-২০ অর্থবছরে প্রবৃদ্ধি ২.৫ শতাংশ বা তার কাছাকাছি হওয়ার কথা।
এসএস
মন্তব্য করুন